বাদ রোহিত-কোহলি, তবুও ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে জায়গা করে নিলেন ৩ ভারতীয় তারকা !! 1

২০২৫ সাল টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। এবছর অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় খেতাবটি জয় করলো দক্ষিণ আফ্রিকা দল। টেস্ট ক্রিকেট মানেই সবথেকে কঠিন খেলা। পাঁচ দিনের লড়াই হয় মূলত টিকে থাকার। এবছর ভারতীয় দলের জন্য সময়টা একেবারেই ভালো কাটেনি, অস্ট্রেলিয়ায় পরাজয়ের পাশাপশি, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। তবে, এবছর ভারতের জন্য খুব একটা ভালো সময় না কাটলেও অস্ট্রেলিয়া বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে। চলতি অ্যাশেজ টেস্ট সিরিজে ৩-১ ব্যাবধানে এগিয়ে রয়েছে ক্যাঙ্গারু বাহিনী। এই বছরের প্রেক্ষাপটে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে তাদের বছরের সেরা টেস্ট একাদশ – যেখানে জাতীয়তা নয়, বরং পারফরম্যান্স বিচার করেই দল বানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট।

একাদশে জায়গা হলো না রোহিত-বিরাটের

বাদ রোহিত-কোহলি, তবুও ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে জায়গা করে নিলেন ৩ ভারতীয় তারকা !! 2
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

টেস্ট একাদশের নেতৃত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমাকে (Temba Bavuma)। তাঁর নেতৃত্বে প্রোটিয়াসরা এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং ভারতের মাটিতে টেস্ট সিরিজও জিতেছে। ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ থেকে ভারতীয় দলের নিয়মিত ওপেনার হয়ে উঠেছেন কেএল রাহুল (KL Rahul)। চাপের মুখে দাঁড়িয়ে দায়িত্বশীল ব্যাটিং করে তিনি ভারতের টেস্ট ভবিষ্যতের অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন। যে কারণে এই দলে ওপেনার হিসাবে জায়গা পেয়েছেন তিনি। পুরো বছরে ৮১৩ রান করে তিনি প্রমাণ করেন, সংকটের সময় তিনিই ভারতের ভরসা। তাঁর সঙ্গী হিসেবে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেডকে (Travis Head) দেখতে পাওয়া যাবে। তার আক্রমণাত্মক মানসিকতা টেস্ট ক্রিকেটে আধুনিকতার ছোঁয়া এনে দেয়। ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্ট সিরিজেই দুরন্ত ফর্মে রয়েছেন হেড। মিডিল অর্ডারের গুরুদায়িত্ব সামলাবেন শুভমান গিল যিনি এবারের টেস্টে সবথেকে বেশি রান বানিয়েছেন এবং জো রুট (Joe Root)।

Read More: “এটাই শেষ কথা..”, গম্ভীরের ভবিষ্যত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন BCCI’এর ভাইস প্রেসিডেন্ট !!

স্টোকস-স্টার্করা বানিয়ে নিয়েছেন জায়গা

ভারতীয়
Ben Stokes and Mitchell Starc | Image: Getty Images

উইকেটরক্ষক হিসাবে অ্যালেক্স ক্যারিকে (Alex Carrey) দেখতে পাওয়া যাচ্ছে। তিনি এবছর ব্যাট হাতে বেশ দারুন ছন্দ দেখিয়েছেন। ব্যাট হাতে দুটি সেঞ্চুরি, প্রায় ৮০০ রান এবং উইকেটের পেছনে ৪৪টি ক্যাচ ও ৫টি স্টাম্পিং সব মিলিয়ে তার দক্ষতাকেই জাগিয়ে তুলেছে। দলে রয়েছেন বেন স্টোকস (Ben Stokes) যিনি ব্যাটিং ও বোলিংয়ে সমান পারদর্শী। নয়টি ম্যাচে তিনি ৩৩ টি উইকেট এবং ৫০০ রান নিয়ে প্রমাণ করলেন কেন তিনি সেরার সেরা। বোলিং আক্রমণের দায়িত্বে থাকছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (Mitchell Starc) ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দুই প্রান্তে তাদের জুটি ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন। তাদের সঙ্গে থাকছেন স্কট বোল্যান্ড ও স্পিনার রূপে সাইমন হার্মার। ভারতে অসাধারণ অলরাউন্ডার পারফরম্যান্স দেখিয়েছেন হার্মার। তিনিই সিরিজের সেরা ছিলেন। দলের ১২তম খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই সেরা একাদশ

কেএল রাহুল, ট্র্যাভিস হেড, জো রুট, শুভমান গিল, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, জসপ্রীত বুমরাহ, স্কট বোল্যান্ড, সিমন হার্মার, রবীন্দ্র জাদেজা (১২তম খেলোয়াড়)।

Read Also: ক্যাপ্টেন রোহিত-ভাইস ক্যাপ্টেন বিরাট, নিউজিল্যান্ডের বিপক্ষে ODI সিরিজের জন্য ভারতীয় দল এল প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *