rishabh

WTC Final: আইপিএলের আলো ঝলমলে ক্রিকেটের পর সকলের আইপিএলের পর ক্রিকেটদুনিয়ার ফোকাস ফের একবার ঘুরে গিয়েছে আন্তর্জাতিক ম্যাচের দিকে। ইতিমধ্যেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড। আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা একদিনের সিরিজও জমে গিয়েছে। এই মাসের শেষের দিকে শুরু হতে চলেছে অ্যাসেজও। তবে সকলের নজর এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে। আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের কেনিংটন ওভালে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্টেলিয়া। লাল বলের ক্রিকেটে বিশ্বসেরা কে হয় তা জানতে মুখিয়ে ক্রিকেটজনতা। গতবারের ফাইনালে তীরে এসে তরী ডুবেছিলো ভারতের। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের হারিয়ে খেতাব জিতে নিয়েছিলো কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্য পাবে ভারত? নাকি নিউজিল্যান্ডের পড়শি দেশ অস্ট্রেলিয়া জিতবে খেতাব? শুরু হয়ে গিয়েছে তুল্যমূল্য আলোচনা।

নাটকীয় পরিস্থিতিতে নির্ধারিত হয়েছে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট। একটা সময় অনেকখানি এগিয়ে ছিলো অস্ট্রেলিয়া। বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ হেরে গিয়ে চাপে পড়েছিলো তারা। টানা দুই জয় দিয়ে আশা জাগিয়েছিলো ‘টিম ইন্ডিয়া।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে অন্তত ২ টেস্টের ব্যবধানে সিরিজ জিততে হত তাদের। ইন্দোরে অজিরা জিতে যাওয়ায় তাদের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিলো। প্রতিকূলতার বিরুদ্ধে গিয়েই প্রথম দল হিসেবে যোগ্যতামান পেরিয়েছিলেন স্টিভ স্মিথরা (Steve Smith)। অন্যদিকে ভারতের সামনে খুলে গিয়েছিলো অনিশ্চয়তার রাজপথ। আহমেদাবাদেও ম্যাচ ড্র হওয়ায় চিন্তা বেড়েছিলো ‘টিম ইন্ডিয়ার।’ নিউজিল্যান্ডকে ২-০ হারাতে পারলে ফাইনালে যেত শ্রীলঙ্কা। তবে অ্যাওয়ে টেস্টে লঙ্কানরা সুবিধা করতে না পারায় যোগ্যতা অর্জন করে ভারতই। ৭ তারিখ খেলা শুরু আগে চমক দিলো অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। ২০২১-২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের বেসরকারী সেরা একাদশ প্রকাশ করলো তারা। জায়গা পেয়েছেন তিন ভারতীয়।

Read More: WTC Final 2023: অজিদের বিরুদ্ধে এই ৩ খেলোয়াড়ই হবেন ভারতের “X ফ্যাক্টর”, ট্রফিতে লিখবেন দলের নাম !!

ওপেনার-

উসমান খোয়াজা, দিমুথ করুণারত্নে-

Usman Khawaja | WTC final | Image: twitter

এই একাদশে দুই ওপেনারের ভূমিকায় দেখা যাবে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা (Usman Khawaja) এবং শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নেকে (Dimuth Karunaratne)। বাঁ-হাতি খোয়াজা (Usman Khawaja) ২০২১ থেকে ২০২৩ এর মধ্যে ১৬ টেস্টে করেছেন ১৬০৮ রান। ব্যাটিং গড় ৬৯.৯১। এর মধ্যে রয়েছে ৬টি শতরান এবং ৭টি অর্ধশতক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৫ রান গত দুই বছরে তাঁর সর্বোচ্চ। এছাড়াও পাকিস্তান, ভারতের মাটিতেও বড় রান করেছেন অজি ওপেনার।

Dimuth Karunaratne | WTC final | image: twitter

শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne) ১২ ম্যাচে করেছেন ১০৫৪ রান। তাঁর ব্যাটিং গড় ৪৭.৯০। করুণারত্নে ২০২১ থেকে ২০২৩-এর মধ্যে টেস্ট ক্রিকেটে ২টি শতরান এবং ৮টি অর্ধশতরান করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর ১৪৭।

মিডল অর্ডার-

বাবর আজম, জো রুট, ট্র্যাভিস হেড-

Babar Azam | WTC final | image: Twitter

পাকিস্তানের সুপারস্টার বাবর আজমের (Babar Azam) নামও রয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট সংস্থা প্রকাশিত একাদশে। এই সময়কালে ১৪টি টেস্ট খেলেছেন বাবর। করেছেন ১৫২৭ রান। পাকিস্তান অধিনায়কের ব্যাটিং গড় ছিলো ৬১.০৮। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দলের বিরুদ্ধে সিরিজ খেলেছেন বাবর (Babar Azam)। করেছেন ৪টি শতরান এবং ১০টি অর্ধশতক। সর্বোচ্চ ১৯৬ রানের ইনিংস খেলতে দেখা গিয়েছে তাঁকে।

Joe Root | WTC final | image: twitter

২০২১ থেকে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশী রান করার কৃতিত্ব অবশ্যই জো রুটের (Joe Root)। এই দুই বছরে ২২টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৯১৫ রান। রুটের ব্যাটিং গড় ছিলো ৫৩.১৯। তিনি এর মধ্যে ৮টি শতরান এবং ৬টি অর্ধশতরান করেছেন। ৮বার শতরানের গণ্ডী পেরোলেও দ্বিশতরান ছুঁতে পারেন নি তিনি। সর্বোচ্চ ১৮০*।

Travid Head | WTC final | image: Twitter

মিডল অর্ডারে রয়েছেন ট্র্যাভিস হেড’ও (Travis Head)। অস্ট্রেলীয় ক্রিকেটারও টেস্টে আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে যথেষ্ট সাফল্য এনে দিয়েছেন। ১৭ ম্যাচ খেলে ৫২.৫২ ব্যাটিং গড়ে হেড করেছেন ১২০৮ রান। তিনি ২০২১ থেকে ২০২৩-এর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাইকেলে ৩টি শতক ও ৬টি অর্ধশতরান করেছেন। তাঁর সর্বোচ্চ রান ১৭৫*।

উইকেটরক্ষক-

ঋষভ পন্থ-

Rishabh Pant | WTC final | image: twitter

উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলীয় ক্রিকেট সংস্থা প্রকাশিত একাদশে জায়গা করে নিয়েছেন ভারতে ঋষভ পন্থ (Rishabh Pant)। ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঋষভ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফিতে অংশ নিতে পারেন নি। খেলতে পারবেন না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। তা সত্ত্ব্বেও সেরা একাদশে জায়গা হয়েছে তাঁর। ১২ ম্যাচে তিনি ৪৩.৪০ গড়ে করেছেন ৮৬৮ রান। সাথে রয়েছে দুটি শতরান এবং ৫টি অর্ধশতরানের ইনিংস। একই সাথে ৪৪টি ক্যাচ ধরেছেন ঋষভ (Rishabh Pant), দস্তানার দাপট দেখিয়ে স্টাম্পিং করেছেন ৬টি।

অলরাউন্ডার-

রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন-

Ravindra Jadeja | WTC final | image: twitter

বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিং-এ অলরাউন্ডারদের তালিকায় এক ও দুই নম্বরে অবস্থান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin)। অস্ট্রেলীয় ক্রিকেট সংস্থা যে একাদশ প্রকাশ করে তাতে জায়গা করে নিয়েছেন দুই ভারতীয় অলরাউন্ডারই। ভারতের মাটিতে অজিদের হারিয়ে টিম ইন্ডিয়ার বর্ডার-গাওস্কর ট্রফি জেতায় বড় ভূমিকা ছিলো এই দুই তারকার। ২০২১-২৩ সাইকেলে ১২ ম্যাচে ৬৭৩ রান করেছেন জাদেজা (Ravindra Jaeja)। ব্যাটিং গড় ৩৭.৩৮। রয়েছে দুটি শতরান এবং ৩টি অর্ধশতরান। বল হাতো বাজিমাত করেছেন তিনি। ২৩.৩৩ বোলিং গড়ে নিয়েছেন ৪৩ উইকেট। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক টেস্টে ১০ উইকেটও সামিল রয়েহে।

Ravichandran Ashwin | WTC final | Image: Getty Images

রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) ১৩ ম্যাচে ১৯.৬৭ বোলিং গড়ে ঝুলিতে পুরেছেন ৬১ উইকেট। দুইবার একই ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। ব্যাট হাতেও বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে শ্রেয়স আইয়ারের সাথে জুটি গড়ে ভারতকে নিশ্চিত হারের মুখ থেকে জয়ের সরণীতে নিয়ে এসেছিলেন তিনি।

বোলার-

প্যাট কামিন্স, কাগিসো রাবাডা, জেমস অ্যান্ডারসন-

Pat Cummins | WTC final | image: Twitter

বোলারদের মধ্যে প্রথমেই নাম রয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins)। এই একাদশের অধিনায়ক হিসেবেও তাঁর নাম ঘোষিত হয়েছে। টিম পেইনের হাত থেকে টেস্ট দলের অধিনায়কত্ব বুঝে নেওয়ার পর ‘ব্যাগি গ্রিন’ বাহিনীকে ভয়ডরহীন ক্রিকেট খেলার রাস্তা দেখিয়েছেন কামিন্স। ১৫ ম্যাচে ২১.২২ বোলিং গড়ে ৫৩ উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কার স্পিন সহায়ক নিষ্প্রাণ উইকেটে বল করেও এহেন চমৎকার পরিসংখ্যান বজায় রেখেছেন তিনি। তিনবার এক ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।

Kagiso Rabada | WTC final | image: twitter

দক্ষিণ আফ্রিকার পেস তারকা কাগিসো রাবাডাও (Kagiso Rabada) রয়েছেন এই তালিকায়। লাল বল হাতে গত দুই বছর আগুনে পারফর্ম্যান্স করেছেন রাবাডা। ১৩ ম্যাচে তিনি নিয়েছেন ৬৭ উইকেট। বোলিং গড় ২১.০৭। এই ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব তিনি অর্জন করেছেন ৩ বার।

James Anderson | WTC final | image: twitter

চল্লিশ ছুঁলেও চালশে পড়ে নি জেমস অ্যান্ডারসনের (James Anderson) পারফর্ম্যান্সে। ইংল্যান্ডের কিংবদন্তী পেসারের ঝুলিতে ১৫ টেস্ট ম্যাচে জমা হয়েছে ৫৮ উইকেট। বোলিং গড় মাত্র ২০.৩৭। দুইবার একই ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন অ্যান্ডারসন। বল হাতে ৬০ রানের বিনিময়ে ৫ উইকেট ২০২১ থেকে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর সেরা পারফর্ম্যান্স।

একনজরে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রকাশিত WTC-এর সেরা একাদশ-

উসমান খোয়াজা, দিমুথ করুণারত্নে, বাবর আজম, জো রুট, ট্র্যাভিস হেড, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, প্যাট কামিন্স (অধিনায়ক), কাগিসো রাবাডা, জেমস অ্যান্ডারসন।

Also Read: TOP 3: WTC ফাইনালে নামার আগে ব্যাকফুটে ভারত, এই ৩ কারণে খেতাব হাতছাড়া হবে ‘টিম ইন্ডিয়া’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *