পহেলগাঁওয়ে জঙ্গিহানার জেরেই বন্ধ হলো ভারতে PSL-এর সম্প্রচার, বড় সিদ্ধান্ত ক্রিকেট সংস্থার !! 1

PSL: গত মঙ্গলবার ২২ এপ্রিল দুপুরে কয়েক মুহূর্তের মধ্যেই মৃত্যু উপত্যকায় পরিণত হয়ে যায় কাশ্মীর। যার জেরেই গোটা দেশ এখন ত্রস্ত। কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন পর্যটকরা, আর সেখান থেকে ফিরে আসা হলো না তাদের। কয়েক মুহূর্তের মধ্যেই ২৮ জন পর্যটকের মৃত্যু ঘটে। আর পহেলগাঁওয়ে ঘটে যাওয়া এই ঘটনার জেরেই পাকিস্তান সুপার লীগের সম্প্রচার বন্ধ করা হলো। পহেলগাঁওয়ে ঘটনার জন্য ভারত পাকিস্তানকেই দায়ী করছে। আর যার জেরেই প্রভাব পড়েছে খেলাধুলায়ও। ভারতে ইতোমধ্যে সমস্ত পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, পাশাপশি ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার কথা জানিয়ে দিয়েছে।

ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজ পাকিস্তান সুপার লীগের (PSL) দশম আসরের সব ধরনের কভারেজ বন্ধ করেছে। PSL-এর সমস্ত ম্যাচের সূচি ও ফলাফল মুছে ফেলা হয়েছে ক্রিকবাজের ওয়েবসাইট থেকে। সম্প্রচার দুনিয়ায় এটিও এক ধরণের সার্জিক্যাল স্ট্রাইক। ভারতে আর দেখা যাবে না পাকিস্তান সুপার লীগ (PSL)। ২৪ এপ্রিল, বৃহস্পতিবার থেকে পিএসএল সম্প্রচার স্থগিত রাখার কথা ঘোষণা করেছে অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার প্ল্যাটফর্ম ফ্যানকোড।

Read More: বিরাট-দেবদত্তের অর্ধশতরান, রাজস্থানের সমনে ২০৬ রানের টার্গেট রাখলো RCB !!

PSL-এর সম্প্রচারন করবে না ক্রিকবাজ-ফ্যানকোড

Psl
Pakistan Super League (PSL) | Image: Getty Images

পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে ‘ফ্যানকোড’ সংস্থা। শুধু তাই নয়, ফ্যানকোড ইতিমধ্যেই পাকিস্তান সুপার লীগের সমস্ত তথ্য মুছে ফেলেছে তাঁরা। পাশাপাশি, পিএসএল সংক্রান্ত সকল ভিডিওও ডিলিট করে দিয়েছে তাঁরা। যদিও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সুপার লিগের কতৃপক্ষ বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলতি মাসে প্রায় একই সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এবং পাকিস্তান সুপার লীগ একসাথেই অনুষ্ঠিত হচ্ছে।

চলতি পিএসএলে মোট ১৩টি ম্যাচের সম্প্রচার করেছে ফ্যানকোড। তবে, এরপর থেকে এই অ্যপলিকেশনে আর দেখা যাবে না পাকিস্তান সুপার লীগ। আর তাদের নেওয়া এই সিদ্ধান্তের কারণে পাকিস্তান সুপার লীগের বেশ কিছু ভিউয়ারশিপ কমবে বলেও মনে করা হচ্ছে। ফ্যানকোড তাদের সম্প্রসারণ বন্ধ করে দিলেও টিভিতে পাকিস্তান সুপার লীগের সম্প্রচারণ করছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। তাদের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সূত্রের খবর, আগামী কয়েকদিন নাকি সম্প্রসারণ বন্ধ রাখবে সোনি স্পোর্টসও।

Read Also: “গলি ক্রিকেট নাকি?…” মাঠের ধারে রাখা মান্ধাতা আমলের বাইক, PSL নিয়ে হাসির রোল নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *