ক্রিকেট মাঠে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে। তারকা ক্রিকেটারদের একবার ছুঁতে চাওয়ার নেশায় ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে ভক্তদের বহুবার প্রবেশ করতে দেখা গেছে। এই বছর আইপিএলে (IPL 2025) ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ম্যাচ চলাকালীন বন্ধ করতে বাধ্য হয়েছিলেন কর্তৃপক্ষরা। টুর্নামেন্টও এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। অন্যদিকে বর্তমানে ভারতীয় দল ইংল্যান্ড (IND vs ENG) সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করছে। প্রথম ম্যাচে হেডিংলেতে হারের পর দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে শুভমান গিলের (Shubman Gill) দল। এর মধ্যেই ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ম্যাচ চলাকালীন অদ্ভুত কারণে বন্ধ করতে বাধ্য হলেন কর্মকর্তারা। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Read More: হার্দিকের কম্ম নয় মুম্বই’কে ট্রফি জেতানো, আগামী আইপিএলের আগে কড়া সিদ্ধান্ত নিচ্ছেন নীতা আম্বানি !!
অদ্ভুত কারণে বন্ধ ম্যাচ-

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানের ৪৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছে নটিংহ্যামশায়ার (Nottinghamshire) এবং সামারসেট (Somerset)। নটিংহ্যামশায়ারের হয়ে অংশগ্রহণ করছেন ভারতের অন্যতম তারকা ব্যাটসম্যান ঈশান কিষাণ (Ishan Kishan)। ম্যাচে টাউনটন কাউন্টি গ্ৰাউন্ডে টসে জিতে সামারসেট ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এই গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন প্রথম দিনে অসংখ্য সীগাল নামক একপ্রকার সামুদ্রিক পাখির ঝাঁক মাঠে নেমে আসে। তারা মাঠের মধ্যে বিশৃংখলভাবে ওড়াউড়ি করতে থাকে। যার ফলে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। অপ্রস্তুতের মধ্যে পড়ে যান ঈশান কিষাণও। এর জন্য খেলা বন্ধ করে দেওয়া হয়।
এর আগেও ২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের ফাইনালে সীগালের সঙ্গে বলের ধাক্কা লাগার অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। এমনকি সাম্প্রতিক সময় বিগ ব্যাশ লিগে ম্যাচে মৌমাছির হানার ঘটনা সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। এছাড়াও ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে কুকুর, বিড়াল ঢুকে পড়ার ছবি একাধিকবার দেখা গেছে।
দেখুন সেই ভাইরাল ভিডিও-
জাতীয় দলে ফিরতে মরিয়া ঈশান-

বিসিসিআইয়ের (BCCI) আদেশ না মানায় ঈশান কিষাণকে (Ishan Kishan) জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির বাইরে করে দেওয়া হয়েছিল। তবে এই তারকা ব্যাটসম্যান আবারও ঘরোয়া ক্রিকেটে নিজেকে ব্যাট হাতে প্রমাণ করেছেন। এরপর এই বছর আইপিএলে (IPL 2025) সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) হয়ে মাঠে দুরন্ত শতরান হাঁকিয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। টুর্নামেন্টে তার ব্যাট থেকে এসেছে ১৪ ম্যাচে ৩৫৪ রান। অন্যদিকে এর মধ্যেই ভারতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন এই তারকা।
ইংল্যান্ড সফরে ভারতীয় ‘এ’ দলের হয়েও জায়গা করে নিয়েছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তবে ভারতের জাতীয় টেস্ট দলে জায়গা করে নিতে পারেননি তিনি। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর তার জাতীয় টেস্ট দলে ফেরার সম্ভাবনা ছিল। সুযোগ না পেয়ে এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে নিজেকে তৈরি করছেন এই তারকা ব্যাটসম্যান। নটিংহ্যামশায়ারের (Nottinghamshire) হয়ে অভিষেক করেই প্রথম ইনিংসে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।