এখনো পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ২৮ জন।এছাড়াও গোটা বিশ্বে প্রায় লাখের বেশি মানুষ আক্রান্ত এই ভাইরাসের দাপটে।মৃত প্রায় ৩০০০ এরও বেশি মানুষ। করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন কিছু মেট্রোপলিটান শহরে,যেখানে আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা আছে ।তার মাঝে সমস্ত জল্পনা উড়িয়ে দিলো বোর্ড প্রেসিডেন্ট। করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব যখন তোলপাড়, তখন সৌরভ গাঙ্গুলি সাফ জানিয়েছেন “আইপিএল নিদিষ্ট সময়ে হবে।করোনার জন্য আইপিএল বন্ধ হবে না।ইংল্যান্ডে খেলা হচ্ছে।
বিভিন্ন টিম বিদেশে খেলতে যাচ্ছে।আমাদের দেশে সেরকম ভাবে কোনো সমস্যা নেই।” যদিও চাপে পরে করোনা ভাইরাসের জন্য টোকিও অলিম্পিক পেছানোর কথা ভাবছে অলিম্পিক কর্তৃপক্ষ। আইপিএল কর্তৃপক্ষ কড়াভাবে নজর দেবেন বিদেশী এবং দেশি খেলোয়াড়দের ওপর। ইংল্যান্ড টিম এখন শ্রীলংকা সফরে আছে।আগামী ২৯ শে মার্চ শুরু হবে আইপিএল ।প্রায় দুমাস চলবে আইপিএল ।
আইপিএলের সাথে জড়িত শুধু খেলোয়াড় বা কর্তৃপক্ষই নয় তাদের সাথে যোগ দেয় প্রতিবছর কয়েক লক্ষ ফ্যান। সৌরভ গাঙ্গুলি আরও বলেছেন ,”দর্শকের জন্য যদি বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা হয়,তা নিশ্চই চেষ্টা করবো।” কেন্দ্রীয় সরকার আলাদা করে কোনো ব্যবস্থা নিলে ,তা নিয়ে কোনো মন্তব্য করতে পারবে না আইপিএল কর্তৃপক্ষ।দর্শকদের জন্য থাকবে বিশেষ পরিচর্যা ।যেমন দর্শকদের অন্যের মোবাইল ব্যবহার না করা,করমর্দন না করা। পরিষ্কার পরিছন্নতার ব্যবস্থা নিয়ে ভাবছে বোর্ড।
শুক্রবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সব কার্যালয়ে বায়োমেট্রিক কার্ড ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে।কোচ,বিভিন্ন স্টাফদের এবং খেলোয়াড়দের বায়োমেট্রিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।এছাড়াও বিশ্ব শুটিং বাতিল করা হয়েছে নয়া দিল্লিতে।এখনও পর্যন্ত ২২ টি দেশ বিশ্ব শুটিংয়ে যোগ দিতে রাজি হয় নি।