ভিডিওঃ অ্যালিস্টেয়ার কুকের জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে তাকে সম্মান জানালো ভারতীয় দল 1
Getty Images

ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যালিস্টেয়ার কুক। জানিয়ে দিয়েছিলেন যে, সিরিজের পঞ্চম ও শেষ টেস্টই হবে ক্রিকেটার হিসেবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ।

আজ শুক্রবার ওভালে শুরু হয়েছে চলমান পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি। আর ম্যাচের শুরুতে অ্যালিস্টেয়ার কুককে সম্মান জানিয়েছে পুরো ভারতীয় ক্রিকেট দল। কুক যখন ব্যাট করতে নামেন তখন তাঁকে সম্মান জানানোর জন্য মাঠে ভারতীয় ক্রিকেটাররা একত্রিত হন এবং গার্ড অব অনার প্রদান করেন। ভারত অধিনায়ক বিরাট কোহলির করমর্দনও করেন কুক।

 

ভিডিওঃ অ্যালিস্টেয়ার কুকের জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে তাকে সম্মান জানালো ভারতীয় দল 2
Getty Images

২০০৬ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করা, কুককে তাঁর বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের জন্য ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি ওভালে উপস্থিত দর্শকরাও দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এমনকি আম্পায়ারও যোগ দেন।

অবসরের ঘোষণা দিয়ে গত সোমবার কুক বলেন, “আমি সারা জীবন ক্রিকেটকে ভালোবেসেছি। ইংল্যান্ডের জার্সি গায়ে খেলার অনুভূতিটা কতটা বড় ব্যাপার সেটা আমি জানি। এ কারণেই আমি মনে করেছি এটাই সঠিক সময় নতুন প্রজন্মের তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য।”

ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নিয়েই ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন কুক। এছাড়াও ক্রিকেতের আরো অনেক রেকর্ডই আছে তাঁর ঝুলিতে। ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক কুক। পাশাপাশি উইকেটরক্ষক ফিল্ডার হিসেবে তিনি একজন সফল ক্রিকেটার।

 

ভিডিওঃ অ্যালিস্টেয়ার কুকের জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে তাকে সম্মান জানালো ভারতীয় দল 3
Getty Images

এদিকে, টসের সময় অ্যালিস্টেয়ার কুককে নিয়ে কৌতুক করেছেন সবসময় মজা করতে পছন্দ করা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, তাঁর দল কুকের অনেক বেশি ব্যাটিং দেখে ফেলেছে বিগত বছরগুলোতে।

এর আগে টসের কিছুক্ষণ পূর্বে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রেভস, কুককে ১৬১ নম্বর সংখ্যা সম্বলিত একটি স্মারক ক্যাপ প্রদান করেন যা দিয়ে কুকের সর্বমোট টেস্ট ম্যাচের সংখ্যা বুঝানো হচ্ছে।

তবে এমন মুহূর্তের কোন আভাস আগে থেকে ছিল না কুকের কাছে। তবে ম্যাচের আগের এমন সম্মানজনক মুহূর্তগুলো ম্যাচের শুরুতে কিছুটা হলেও প্রভাব ফেলেছে কুকের মধ্যে। ব্যাটিংয়ে শুরুতেই দৌড়ে তিন রান নেয়ার পর বাউন্ডারি হাঁকান তিনি।

চলুন দেখে নিই দারুণ এই মুহূর্তের ভিডিওটিঃ

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *