hasin-and-daughter-face-legal-trouble

ভারতের পেসার মহম্মদ শামি (Mohammed Shami) মাঠে যেমন সফল, তেমনি ব্যক্তিগত জীবনে সম্পদের দিক থেকেও সমৃদ্ধ। তাঁর আয় মূলত ক্রিকেট, আইপিএল কনট্রাক্ট, বিজ্ঞাপন চুক্তি ও ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেই আসে। বিভিন্ন রিপোর্টে জানা যায়, শামির সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা, যার মধ্যে রয়েছে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি ও বিনিয়োগ। অন্যদিকে, তাঁর স্ত্রী হাসিন জাহান একসময় মডেল ও অভিনেত্রী ছিলেন। পেশাগত জীবনে তিনি নিজেও আর্থিকভাবে স্বনির্ভর ছিলেন, যদিও বিয়ের পর বিরোধ শুরু হয়। বর্তমানে তাঁদের সম্পদ ও আয়-ব্যয়ের বিষয়টি আদালতের মামলাতেও আলোচিত হচ্ছে।

হাসিন ও শামির দ্বন্দ্ব আবার প্রকাশ্যে

Mohammed Shami and Hasin Jahan,মোহম্মদ শামি
Mohammed Shami and Hasin Jahan | Image: Twitter

ভারতের পেসার মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের ব্যক্তিগত দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। এবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি অভিযোগ তুললেন হাসিন। তাঁর দাবি, শামি নাকি নিজের মেয়ের দায়িত্ব ঠিকভাবে নিচ্ছেন না। সম্প্রতি ইনস্টাগ্রামে মেয়ে আয়রার স্কুল ইউনিফর্ম পরা একটি ছবি শেয়ার করেন হাসিন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “অনেকেই চেয়েছিলেন তাঁর মেয়ে যেন ভালো স্কুলে ভর্তি না হয়, কিন্তু আল্লাহ তাঁদের সেই ইচ্ছা পূরণ হতে দেননি।

Read More: “খেলতে হবে না, বিজ্ঞাপন করুন…” পাকিস্তান দলের ভরাডুবিতে শোয়েব আখতারের তোপ !!

বর্তমানে আয়রা একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পড়াশোনা করছে বলে জানান তিনি। পোস্টে হাসিন আরও অভিযোগ করেন, “মেয়ের বাবা কোটিপতি হয়েও সন্তানের শিক্ষার খরচে দায়িত্বশীল নন। অথচ প্রেমিকার সন্তানদের জন্য লাখ লাখ টাকা খরচ করেন, বিমানে বিজনেস ক্লাসে ভ্রমণ করেন, কিন্তু নিজের মেয়ের জন্য সেই আন্তরিকতা নেই।” এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কারণ কিছুদিন আগেই কলকাতা হাই কোর্ট শামিকে মাসে ৪ লাখ টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল যার মধ্যে ১.৫ লাখ টাকা হাসিনের জন্য এবং ২.৫ লাখ টাকা মেয়ের জন্য ধার্য হয়। সেই রায়কে তখন অনেকে হাসিনের জয় হিসেবে দেখেছিলেন।

গুরুতর অভিযোগ আনলেন হাসিন

শামি
Hasin Jahan | Image: Twitter

বিয়ের পর থেকে একাধিকবার শামির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন হাসিন। তাঁর দাবি, শামি তাঁকে মডেলিং ও অভিনয় পেশা ছাড়তে বাধ্য করেছিলেন। তাঁদের বিবাদ বছরের পর বছর ধরে সংবাদ শিরোনামে এসেছে এবং আইনি লড়াই এখনও চলছে। ক্রীড়া মহলের একাংশ মনে করছেন, ব্যক্তিগত এই সংঘাত আবারও শামির ইমেজে প্রভাব ফেলতে পারে। তবে সমর্থকদের একটি অংশের মতে, পারিবারিক বিষয় প্রকাশ্যে আনা উচিত নয়। হাসিনের কথায় স্পষ্ট, তিনি চান মেয়ে যেন সেরা সুযোগে বড় হয়, আর এর জন্য বাবার দায়িত্ব পালন করা প্রয়োজন। তাঁর মতে, সন্তানের ভবিষ্যৎ ও নারীর স্বনির্ভরতার গুরুত্ব সবার বোঝা জরুরি।

Read Also: বিশ্রামে রোহিত-বিরাট, শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন বানিয়ে প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *