congress-leader-sparks-controversy-by-fat-shaming-rohit-sharma-in-a-post

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতীয় দল (IND vs NZ) জয়লাভ করেছে। এর আগেই ‘মেন ইন ব্লু’-রা পরপর বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সেমিফাইনালে প্রবেশ করেছিল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত শর্মা (Rohit Sharma) এই আইসিসি টুর্নামেন্টেও ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এর মধ্যেই ভারতীয় অধিনায়ককে নিয়ে অপমানজনক মন্তব্য করলেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ (Shama Mohamed)। তিনি রোহিতকে মোটা বলে কটাক্ষ করেন। এর ফলে বর্তমানে ক্রিকেট সহ রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বাকবিতণ্ডার জড়িয়েছেন বিজেপি দলের নেতারা‌ও।

Read More: দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে হারাতে পারবে না ভারত, বড়সড় চ্যালেঞ্জ ছুড়লেন সাকলিন মুশতাক !!

রোহিতকে অপমান কংগ্রেস মুখপাত্রের-

রোহিত শর্মাকে 'মোটা' বলে কটাক্ষ কংগ্রেস মুখপাত্রের, বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে !! 1
Rohit Sharma and Shama Mohamed | Image: Getty images

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে টসে জিতে নিউজিল্যান্ড বোলিং করার সিদ্ধান্ত নেয়। এরফলে প্রথম ইনিংসে ভারতীয় অধিনায়ক ওপেনিং করতে আসেন। কিন্তু ব্যাট হাতে রোহিত শর্মা (Rohit Sharma) ব্যর্থ হন। তিনি মাত্র ১৫ রান করে মাঠ ছাড়েন। এরপরই কংগ্রেস নেত্রী শামা মহম্মদ (Shama Mohamed) সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে লেখেন, “রোহিত শর্মা খেলোয়াড় হিসেবে খুবই মোটা। ওনার ওজন কমানো উচিত‌। আর অবশ্যই রোহিত অতীতের অন্যান্য ভারতীয় অধিনায়কের তুলনায় একদমই আকর্ষণীয় নন।”

এর পরেই ক্রিকেট সহ রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় ওঠে। এই মন্তব্যের ভিত্তিতে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla) কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন,” রাহুল গান্ধীর নেতৃত্বে যারা ৯০ টি নির্বাচনে হেরেছে তারা আবার অধিনায়কত্বকে গুরুত্বহীন বলে অপমান করছে। এই দলটাই আবার ‘মহব্বতের দোকান’ বলে নিজেদের প্রচার করে। আসলে কংগ্রেস ‘নফরতের ভাইজান’।”

মন্তব্যের সাফাই কংগ্রেস নেত্রী’র-

রোহিত শর্মাকে 'মোটা' বলে কটাক্ষ কংগ্রেস মুখপাত্রের, বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে !! 2
Rohit Sharma | Image: Getty images

বিতর্কের ঝড় সামনে আসতে তড়িঘড়ি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে রোহিত শর্মাকে নিয়ে পোষ্টটি শামা মহম্মদ (Shama Mohamed) ডিলিট করে দেন। এরপর কংগ্রেস নেত্রী সাফাই দিয়ে বলেন, “আমি ভারতীয় অধিনায়ককে অপমান করে কিছু লিখতে চাইনি। আমি সাধারণভাবেই পোস্ট করেছিলাম। আমার মনে হয়েছিল একজন খেলোয়াড়ের ফিট থাকা উচিত। রোহিত শর্মার (Rohit Sharma) শারীরিক গঠন নিয়ে অপমান করার উদ্দেশ্য আমার ছিল না।”

উল্লেখ্য রোহিত শর্মা (Rohit Sharma) ভারত তথা বিশ্বের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বেই ২০২৩ সালে ব্লু ব্রিগেডরা একদিনের বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করেছিল এবং গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বর্তমান ভারতীয় অধিনায়ক একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ৩ বার দ্বিশতরান করেছেন। এর সঙ্গেই এখনও পর্যন্ত তার ব্যাট থেকে একদিনের ক্রিকেটে ১১০০০-এর ওপর রান এসেছে।

শুনে নিন কি বলেছেন তিনি-

Also Read: IND vs AUS Head to Head Records: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের সামনে রোহিতরা, রেকর্ড ধরাচ্ছে ভয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *