অস্ট্রেলিয়া শিবিরে চিন্তার মেঘ, এ্যসেজের তৃতীয় টেস্টে খেলছেন না স্টিভ স্মিথ ! 1

সম্প্রতি দুরন্ত ফর্মে থাকা স্টিভ স্মিথ খেলবেন এ্যসেজের তৃতীয় টেস্টে। জানিয়ে দিলেন অজি দলের হেডকোচ জাস্টিন ল‍্যাঙ্গার। ১৬ মাস বাদে জাতীয় দলে প্রত‍্যাবর্তনের সাথে সাথে দুরন্ত ফর্মে পাওয়া গেছিলো স্টিভ স্মিথকে। চলতি এ্যসেজের প্রথম টেস্ট মূলত তার দুরন্ত ব‍্যাটিংয়ের উপ‍র ভর করে জয় পায় অস্ট্রেলিয়া।এজবাস্টনের প্রথম টেস্টের দুই ইনিংসে তার রান সংখ্যা ছিলো যথাক্রমে ১৪৪ এবং ১৪২ । ম‍্যাচে ২৫১ রানে হেরে যায় ইংল্যান্ড দল।

অস্ট্রেলিয়া শিবিরে চিন্তার মেঘ, এ্যসেজের তৃতীয় টেস্টে খেলছেন না স্টিভ স্মিথ ! 2

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও দারুণ ভাবে শুরু করেন স্টিভ স্মিথ। কিন্তু সব সমীকরণ বদলে যায় জোফ্রা আর্চারের একটি বাউন্সারে। ৯২.৪ মাইল প্রতি ঘন্টার গতিতে ছোড়া আর্চারের সেই বাউন্সারে স্তম্ভিত হয়ে যায় মাঠে উপস্থিত সকল ক্রিকেটারেরা। এমনকি এমন বেপোরোয়া গতির বাউন্সারের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। সজোরে এসে তার হেলমেটে লাগে।এরপর বেশ কিছুক্ষণ মাঠেই পড়েছিলেন তিনি।এরপর তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।সেই সময় তার নামের পাশে স্কোর ছিলো ৮০ ।যদিও পরবর্তী সময়ে ক্রিসে ফেরেন স্মিথ। করেন আরও ১২ রান ,এরপর ক্রিস ওক্সের বোলিংয়ে এল বি ডব্লিউ হন তিনি।ড্রেসিংরুমে ফেরেন ৯২ রানে।অস্ট্রেলিয়া শিবিরে চিন্তার মেঘ, এ্যসেজের তৃতীয় টেস্টে খেলছেন না স্টিভ স্মিথ ! 3

ম‍্যাচের শেষ দিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সমস্যা অনুভব করেন স্মিথ।চোট লাগার প্রভাব পড়া শুরু হয় স্মিথের।যা স্বাভাবিক ভাবেই ম‍্যাচের ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে একজন ক্রিকেটার অনুভব করেন।মাথা যন্ত্রণা, শারীরিক দুর্বলতা অনুভব করেন স্মিথ।এরপর চোটের জন‍্য ম‍্যাচ থেকে রুল আউট হন তিনি।ম‍্যাচ রেফারি রন্জন মাদুগালের পৌরহিত‍্যে টেস্ট ক্রিকেটের ইতিহাসে চোট পাওয়ার জন্য বদলি ক্রিকেটার হিসেবে নামতে দেখা যায় মারনুস লাবুসছাগনেকে।অস্ট্রেলিয়া শিবিরে চিন্তার মেঘ, এ্যসেজের তৃতীয় টেস্টে খেলছেন না স্টিভ স্মিথ ! 4

ম‍্যাচের পরবর্তী সময়ে স্মিথ জানিয়েছিলেন পরবর্তী ম‍্যাচে খেলার বিষয়ে আশাবাদী তিনি।কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন লাঙ্গার জানান তৃতীয় টেস্টে খেলছেন না স্মিথ।স্বাভাবিক ভাবেই এই খবরে এক গুরুগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়েছে অজি শিবিরে।আপাতত ১ – ০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *