clarke-reveals-ct-2025-semifinalists

CT 2025: আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। প্রধান আয়োজক হিসেবে আইসিসি এবার দায়িত্ব দিয়েছে পাকিস্তানকে। করাচী, রাওয়ালপিন্ডি ও লাহোরে হবে টুর্নামেন্টের অন্তত দশটি ম্যাচ। শুধুমাত্র বিসিসিআই-এর আপত্তিতে ভারতের ম্যাচগুলি সরানো হয়েছে দুবাইতে। আট বছর পর ফিরছে আটদলীয় এই প্রতিযোগিতা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবক’টি দলই। ২০১৭ সালে শেষ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছিলো, তখন ফাইনালে কার্যত সকলকে চমকে দিয়েই ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফি জিতে নিয়েছিলো পাকিস্তান। এবার হোম কন্ডিশনে তারাই কি ফেভারিট? নাকি বাজিমাত করবে ভারত বা অস্ট্রেলিয়ার মত হেভিওয়েটেরা? আইসিসি ট্রফির জয় প্রায় তিন দশকের অপেক্ষা কি শেষ হবে দক্ষণ আফ্রিকার? টুর্নামেন্ট শুরুর আগে এমন সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলের অন্দরে। জবাব খোঁজার চেষ্টা করলেন মাইকেল ক্লার্ক (Michael Clarke)।

Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে সরানো হলো রোহিতকে, টিম ইন্ডিয়ার ‘ক্যাপ্টেন’ হচ্ছেন এই তারকা !!

ভারতের হাতে ট্রফি দেখছেন ক্লার্ক-

Michael Clarke | CT 2025 | Image: Twitter
Michael Clarke | Image: Twitter

সম্প্রতি নিজের বিয়ন্ড২৩ পডকাস্ট অনুষ্ঠানে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন অস্ট্রেলীয় কিংবদন্তি মাইকেল ক্লার্ক (Michael Clarke)। সম্ভাব্য সেমিফাইনালিস্টদের তালিকা থেকে শুরু করে ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে কারা-নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি। ২০১৫-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানান, “ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড-শেষ চারে এই দলগুলিকে দেখছি আমি। আমি অস্ট্রেলিয়ার জন্য প্রার্থনা করছি। আমার মতে ওরা ফাইনাল খেলবে আর সেখানে ভারতের মুখোমুখি হবে। আমার মনে হয় ফাইনালে ভারত হারিয়ে দেবে অস্ট্রেলিয়াকে। এই কথাটা যে আমার মুখ দিয়ে বেরোলো সেটাই আমি বিশ্বাস করতে পারছি না।” যদিও সেমিফাইনালের হিসেব করতে গিয়ে খানিক ভুল করেছেন ক্লার্ক (Michael Clarke)। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড রয়েছে একই গ্রুপে। ফলে তিনটি দলের পক্ষেই শেষ চারে জায়গা করে নেওয়া অসম্ভব।

অফ ফর্মের অন্ধকার কাটিয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সম্প্রতি কটকের বারাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচে করেছেন ধুন্ধুমার শতরান’ও। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) তিনিই ‘মেন ইন ব্লু’র এক্স-ফ্যাক্টর হতে পারেন বলে মত মাইকেল ক্লার্কের। টুর্নামেন্টের সর্বোচ্চ রান-সংগ্রাহক কে হবেন? বাছতে বসে হিটম্যানের নামই উল্লেখ করেছেন তিনি। বলেন “আমি বলেইছি যে ভারত জিতবে। আমি ওদের ক্যাপ্টেনকেই বেছে নিচ্ছি। আমি রোহিত শর্মার নাম বলতে চাই। ওকে বড় রান করতে দেখে ভালো লাগলো। আমার মনে হয় ভারতের ওকে অবশ্যই প্রয়োজন।” এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সর্বোচ্চ উইকেটশিকারী হিসেবে ক্লার্ক বেছে নিয়েছেন ইংল্যান্ডের জোফ্রা আর্চারকে। আর সেরা ক্রিকেটার হিসেবে তাঁর বাজি স্বদেশীয় ওপেনার ট্র্যাভিস হেড (Travis Head)। ছন্দে থাকা হেড ঘুম ওড়াবেন প্রতিপক্ষের, আশায় ক্লার্ক।

মিনি হাসপাতাল অস্ট্রেলিয়া শিবির-

Australian Cricket Team | Image: Getty Images
Australian Cricket Team | Image: Getty Images

মাইকেল ক্লার্ক যতই অস্ট্রেলিয়ার ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী হোন না কেন, বাস্তব চিত্রটা বেশ আলাদা। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর আগে কার্যত মিনি হাসপাতালের চেহারা নিয়েছে অজি শিবির। পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে নেই ক্যামেরন গ্রিন। লোয়ার ব্যাকের সমস্যার কারণে ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। মার্কাস স্টয়নিস আবার হঠাৎই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং বিভাগেও চোখে পড়বে অসীম শূন্যতা। অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) সরে দাঁড়িয়েছেন গোড়ালির চোটের কারণে। সাইড স্ট্রেন সরে দাঁড়াতে বাধ্য করেছে জশ হ্যাজেলউডকেও। তাদের পেস ত্রয়ীর আরেক সদস্য মিচেল স্টার্ক ব্যক্তিগত কারণে খেলছেন না চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। এমতাবস্থায় মিরাক্‌লের আশায় স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, অ্যাডাম জাম্পাদের দিকেই তাকিয়ে অস্ট্রেলীয় সমর্থকেরা।

Also Read: CT 2025: “বোলিং নিয়ে সমস্যা আছে…” ভারতীয় স্কোয়াডের দুর্বলতা তুলে ধরলেন আকাশ চোপড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *