ওভাল টেস্টে বড়ো ধাক্কা খেলো দল, ম্যাচ চলাকালীন চোট পেয়ে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার !! 1

গতকাল থেকে ওভালে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ। এই ম্যাচে জয় তুলে নিতে না পারলে ধারাবাহিকভাবে আরও একটি টেস্ট সিরিজে হারের সম্মুখীন হবে ভারতীয় দল। ইতিমধ্যেই ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজে জয়ের আশা শেষ করেছে ব্লু ব্রিগেডরা। অন্যদিকে বর্তমানে দুই দলই একাধিক চোট সমস্যার মধ্যে পড়েছে। ওভাল টেস্টে ইংলিশ বাহিনীদের হয়ে দলে নেই বেন স্টোকস (Ben Stokes), জোফ্রা আর্চারের (Jofra Archer) মতো তারকা সদস্য। এবার ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেয়ে ছিটকে গেলেন এই ইংল্যান্ড তারকা।

Read More: নরেন্দ্র মোদীর বার্তা আসতেই বন্ধ এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ, বয়কটের ঘোষণা তারকাদের !!

ছিটকে গেলেন ইংল্যান্ড তারকা-

ওভাল টেস্টে বড়ো ধাক্কা খেলো দল, ম্যাচ চলাকালীন চোট পেয়ে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার !! 2
Chris Woakes | Images: Getty Images

চোটের কারণে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্ট চলাকালীন চোট পেয়ে ছিটকে গেলেন ইংল্যান্ডের ক্রিস ওকস (Chris Woakes)। ফলে বড়ো ধাক্কার মুখে পড়েছে ইংলিশ বাহিনীরা। প্রথম ইনিংসে ভারত ব্যাট করার সময় এই ঘটনাটি ঘটেছে। এই ইনিংসের ৫৭ তম ওভারে জেমি ওভারটনের (Jamie Overton) অফ স্টাম্পের বাইরে করা একটি বলে ড্রাইভ করেন করুন নায়ার (Karun Nair)। সেই সময় ক্রিস ওকস (Chris Woakes) মিড অফ থেকে দৌড়ে গিয়ে বলটি বাউন্ডারি হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করেন।

দুরন্ত ফিল্ডিংয়ের মাধ্যমে তিনি বলটি বাউন্ডারি হওয়া থেকে বাঁচালেও বাঁ কাঁধে গুরুতর চোট পান। মাঠের মধ্যেই তাকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। এরপর ইংল্যান্ডের ফিজিও ছুটে আসেন এবং ক্রিস ওকস সোয়েটারে হাত জড়িয়ে মাঠের বাইরে চলে যান। এর ফলে এই তারকা বোলিং অলরাউন্ডার এবার চলতি ম্যাচ থেকেই চোটের কারণে ছিটকে গেলেন। তিনি ম্যাচের বাকি সময় আর মাঠে নামবেন না।

বিপর্যয়ের মুখে ভারত-

ওভাল টেস্টে বড়ো ধাক্কা খেলো দল, ম্যাচ চলাকালীন চোট পেয়ে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার !! 3
IND vs ENG | Images: Getty Images

ওভালে পঞ্চম টেস্টেও টসে হারের সম্মুখীন হন শুভমান গিল (Shubman Gill)। এর ফলে ইংল্যান্ড ভারতকে (IND vs ENG) প্রথমে ব্যাটিং করতে পাঠায়। প্রথম দিন ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে টপ অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে। ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ২ এবং কেএল রাহুল (KL Rahul) মাত্র ১৪ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। এরপর সাই সুদর্শন (Sai Sudarshan) লড়াই চালালেও এই ম্যাচেও বড়ো ইনিংস গড়তে পারেননি। মাত্র ৩৮ রান করে এই তরুণ ব্যাটসম্যান মাঠ ছাড়েন। হতাশ করেছেন শুভমান গিল‌ও (Shubman Gill)।

চলতি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় অধিনায়ক। কিন্তু পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ২১ রান সংগ্রহ করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। তবে এই বিপর্যয়ের মুখে করুন নায়ার (Karun Nair) ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তিনি দুরন্ত অর্ধশতরান করে বর্তমানে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতীয় দল ২০৪ রান তুলে নিয়েছেন। বর্তমানে দলের হয়ে করুন নায়ার (Karun Nair) অপরাজিত ৫২ রানে এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) অপরাজিত ১৯ রানে ব্যাটিং করছেন।

Read Also: IND vs ENG 5th Test: করুণ-ওয়াশিংটনের জুটি লড়াইতে রাখলো ভারতকে, প্রথম দিনের শেষে সংগ্রহ ২০৪ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *