টেস্ট দলে পেলেন না সুযোগ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন KKR তারকা !! 1

সদ্য সমাপ্ত হয়েছে এশিয়া কাপ। পাকিস্তানকে হারিয়ে নবম বারের জন্য এশিয়া কাপ শিরোপা জয় করেছে ভারতীয় দল। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টিম ইন্ডিয়ার (Team India) লড়াইটা ছিল অবিস্মরণীয়। এবার ভারতীয় দলের বড় চ্যালেঞ্জ হতে চলেছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং তারপরেই ভারতকে অস্ট্রেলিয়া যেতে হবে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজের জন্য। ভারতীয় দল এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া সফরের জন্য স্কোয়াডের ঘোষণা কারেনি। তবে ভারতের বিরুদ্ধে মাঠে নামার পর অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে (England’s squad for Australia Tour)। আর সেই সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড।

অবসর নিলেন প্রাক্তন KKR তারকা

Kkr
Chris Woakes and Gautam Gambhir | Image: Getty Images

বেন স্টোকসের (Ben Stokes) নেতৃত্বে ইংল্যান্ড দল মাঠে নামতে চলছে ইংল্যান্ড দল। অস্ট্রেলিয়ার মাটিতে ৫টি টেস্ট ম্যাচ খেলতে নামবে দল। তবে, অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার আগেই মস্তবড় সিদ্ধান্ত নিলেন দলের অন্যতম সেরা খেলোয়াড়। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ড অলরাউন্ডার ক্রিস ওকস (Chris Woakes)। ভারতের বিপক্ষে গত জুলাই মাসে টেস্ট সিরিজ খেলেছিলেন ওকস। ৩৬ বছর বয়সী ওকস ভারতের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্টে কাঁধে চোট পেয়েছিলেন (Chris Woakes injury)। তারপর সেরে ওঠার জন্য বেশ লড়াই চালাচ্ছিলেন তিনি। গত, ২৩ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আসন্ন অ্যাশেজ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে। সেই দলে জায়গা হলো না ওকসের। একসময়ে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে দাপিয়ে ক্রিকেট খেলেছিলেন তিনি।

Read More: “কোনো যোগ্যতা নেই যে…” ফাইনালে ভারতের কাছে হারলো পাকিস্তান, দলকে একহাত নিলেন শোয়েব আখতার !!

অস্ট্রালিয়া সফরে সুযোগ না পেতেই অবসর নিলেন ওকস

টেস্ট দলে পেলেন না সুযোগ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন KKR তারকা !! 2
Chris Woakes | Image: Getty Images

ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ক্রিস ওকস আর তাদের পরিকল্পনায় নেই। গতকাল তিনি সমাজ মাধ্যমে বিশেষ বার্তার মাধ্যমে ক্যারিয়ার শেষ করে দিয়েছেন। এক পোস্টে তিনি লেখেন, “সঠিক মুহূর্তটি চলে এসেছে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এটাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সঠিক সময়।” তারকা অলরাউন্ডার ইংল্যান্ড দলের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার ছিলেন। ইংল্যান্ডের জার্সিতে ৬৩ টেস্টে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি সহ ২০৩৪ রান বানিয়েছেন ও বল হাতে নিয়েছেন ১৯২টি উইকেট। ওডিআই ফরম্যাটে ১২২ ম্যাচে তাঁর সংগ্রহ ১৫২৪ রান ও নিয়েছেন ১৭৩টি উইকেট। ৩৩টি T20 ম্যাচে ১৪৭ রান বানানোর পাশাপাশি নিয়েছেন ৩১টি উইকেট।

Read Also: রাগে-হতাশায় রানার্স আপের চেক ছুঁড়ে ফেলে দিলেন সালমান আলী আঘা, ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *