আইপিএল ২০২০: দিল্লি ক্যাপিটালসের এই প্লেয়ারকে কিনতে গিয়ে আরসিবি খরচা করে ফেলল অর্ধেক টাকা

কলকাতায় আজ আইপিএল ২০২০র নিলাম হচ্ছে। যেখানে দক্ষিণ আফ্রিকার অলরাউণ্ডার ক্রিস মরিসের নামও শামিল রয়েছে। অলরাউন্ডার ক্রিস মরিস আগেও আইপিএলে বেশকিছু মরশুমে খেলেছেন। এখনো পর্যন্ত মরিস আইপিএলে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস আর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। গত মরশুমে ক্রিস মরিস দিল্লি ক্যাপিটালস দলের অংশ ছিলেন। যেখানে তিনি বেশি প্রভাবিত করতে পারেননি।

দুর্দান্ত থেকেছে ক্রিস মরিসের আইপিএল কেরিয়ার

আইপিএল ২০২০: দিল্লি ক্যাপিটালসের এই প্লেয়ারকে কিনতে গিয়ে আরসিবি খরচা করে ফেলল অর্ধেক টাকা 1

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস আইপিএলের বেশকিছু মরশুমে নিজেকে একজন বড়ো খেলোয়াড় হিসেবে প্রমান করেছেন। এখনো পর্যন্ত মরিস আইপিএলে ৬১টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে তিনি ২৭.২১ গড়ে ৫১৭ রান করেছেন। এর মধ্যে তার স্ট্রাইকরেট থেকেছে ১৫৭.৬২। তিনি দুটি হাফসেঞ্চুরিও করেছেন। বোলিংয়ে তিনি ২৪.৭৭ গড়ে ৬৯টি উইকেট হাসিল করেছেন। এর মধ্যে তার ইকোনমি রেট থেকেছে ৭.৯৯। গতকিছু সময় ধরে তিনি নিজের খেলায় অনেক বেশি উন্নতি করেছেন। সম্প্রতিই তিনি মঞ্জাসি সুপার লীগেও ব্যাট আর বল দুটিতেই ভালো প্রদর্শন করেছিলেন। সেই সঙ্গে তাকে বেশ ভালো ফিল্ডার হিসেবেও মানা হয়ে থাকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের অংশ এখন ক্রিস মরিস

আইপিএল ২০২০: দিল্লি ক্যাপিটালসের এই প্লেয়ারকে কিনতে গিয়ে আরসিবি খরচা করে ফেলল অর্ধেক টাকা 2

ক্রিস মরিসকে আইপিএল ২০২০র নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দল কিনেছে। নিলাম চলাকালীন ব্যাঙ্গালুরু আর কিংস ইলেভেন পাঞ্জাব মরিসের জন্য ঝাঁপায়। কিন্তু শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ১০ কোটি টাকার মোটা দামে তাকে নিজেদের দলে নিয়ে নেয়। এখন মরিসের দলে আসার পর এই ফ্রেঞ্চাইজি একটা মজবুত দল হিসেবে মাঠে নামবে। আরসিবির এই নিলামের আগে একজন ভালো অলরাউণ্ডারের প্রয়োজন ছিল, যা মরিস আসায় মিটে গিয়েছে। আরসিবি হয়ে মরিস এই মরশুমে দলকে খেতাব জেতাতে চাইবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *