"ভারতকে শাস্তি দিতে বারণ করা হয়েছিল..", ম্যাচ রেফারির বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেট মহলে !! 1

বিসিসিআই (BCCI) বর্তমানে বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী ক্রিকেট বোর্ড‌। তারা ভারতীয় ক্রিকেটের পরিকাঠামোকে এক অনন্য উচ্চতা নিয়ে গেছে। ফলে প্রতি বছর অসংখ্য তরুণ ক্রিকেটার ব্লু ব্রিগেডদের হয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের পরিচয় তৈরি করে ভক্তদের মন জয় করে নিচ্ছেন। বর্তমানে আইসিসির (ICC) প্রধান হলেন জয় শাহ (Jay Shah)। তিনি দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফলে আইসিসিতে ভারতীয় ক্রিকেটের প্রভাব রয়েছে বলে অনেকেই দাবি করে থাকেন। এর মধ্যেই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং ম্যাচ রেফারি ক্রিস ব্রডের (Chris Broad) বিস্ফোরক অভিযোগ সামনে এল।

Read Also: শুধু ভেঙ্কটেশ আইয়ার নয়, আন্দ্রে রাসেলকেও দল ছাড়া করছে KKR, নিলামের আগেই নিল চরম সিদ্ধান্ত !!

ভারতের বিপক্ষে বিস্ফোরক অভিযোগ-

"ভারতকে শাস্তি দিতে বারণ করা হয়েছিল..", ম্যাচ রেফারির বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেট মহলে !! 2
Sourav Ganguly | Image: Getty Images

শুধু সম্প্রতিক সময় নয় আইসিসিতে ভারতীয় ক্রিকেটের প্রভাব দীর্ঘদিন ধরে রয়েছে বলে মাঝেমধ্যেই অভিযোগ সামনে উঠে আসে। এবার ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং ম্যাচ রেফারি ক্রিস ব্রড অভিযোগ সামনে আনলেন যে বিসিসিআইয়ের চাপে আইসিসির আইন ভাঙতে বাধ্য হয়েছিলেন। একবার তাকে বলা হয়েছিল যে ভারতের ধীর গতির ওভার রেটের জন্য জরিমানা না করতে। তবে কোন সিরিজে এই ঘটনা ঘটেছিল তা জাননি। কিন্তু তার বক্তব্যটি ২০০৫ সালে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) অধিনায়কত্বে ঘটেছিল বলে মনে করা হচ্ছে।

ক্রিস ব্রড বলেন, “ম্যাচে ৩-৪ ওভার পিছিয়ে ছিল ভারত। তাই জরিমানা করতে হতো। কিন্তু একটি ফোন পেয়েছিলাম। আমায় বলা হয়েছিল বিষয়টি বিবেচনা করতে কারণ এটির সঙ্গে ভারতের নাম যুক্ত আছে। ম্যাচে সময় বার করে আমি ওভারগুলি ঠিকঠাক করি। কিন্তু পরের ম্যাচেও অধিনায়ক ম্যাচ শেষ করতে দেরি করেন। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম এখন আমার কি করা উচিত। আমায় বলা হয়েছিল তাকে শাস্তি দিতে।”

আইসিসিতে রাজনীতি-

"ভারতকে শাস্তি দিতে বারণ করা হয়েছিল..", ম্যাচ রেফারির বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ক্রিকেট মহলে !! 3
Sourav Ganguly and Amit Shah | Image: Getty Images

ব্রড আরও বলেন, “শুরু থেকেই রাজনীতি জড়িত ছিল। এখন রাজনৈতিকভাবে বিষয়গুলি অনেকেই সামলে নেয়। চুপচাপ মেনে নিতে বাধ্য হয়‌। ভারত সব টাকা পেয়েছে এবং এখন নানাভাবে আইসিসি দখল করে নিয়েছে। খুশি যে এখন আমি সেখানে নেই। আগের চেয়ে এখন অনেকটাই রাজনীতি বৃদ্ধি পেয়েছে।” উল্লেখ্য ১২৩ টি টেস্ট, ৩৬১ টি ওয়ানডে এবং ১৩৮ টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন এই ইংরেজ তারকা।‌

অন্যদিকে ব্রডের দাবীকে সমর্থন করেছেন প্রাক্তন ভারতীয় দলের প্রধান কোচ গ্ৰেগ চ্যাপেল (Greg Chappell)। তিনি জানান প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি জগমোহন ডালমিয়া (Jagmohan Dalmiya) চেয়েছিলেন সৌরভ গাঙ্গুলীর তৎকালীন নিষেধাজ্ঞা আইসিসি সরিয়ে দিক যাতে তিনি শ্রীলঙ্কার সফরে ভারতীয় দলের হয়ে উপলব্ধ থাকেন।

Read More: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ থেকে ছিটকে গেল তারকা অলরাউন্ডার, বড় ধাক্কা ভারতীয় দলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *