চেতেশ্বর পূজারার পরিবারে দুঃখের পাহাড়, ধর্ষণের মামলায় ফেঁসে আত্মহত্যা করলেন শ্যালক !! 1

ভারতের প্রাক্তন টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) পরিবারে নেমে এসেছে গভীর শোক। টিম ইন্ডিয়ার হয়ে একাধিক ম্যাচ উইনিং পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের এই তারকা খেলোয়াড়। কয়েক মাস আগেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন তারকা এই খেলোয়াড়। ভারতীয় দলের এই তারকা খেলোয়াড়ের জীবনে নেমে এল এক দুঃসংবাদ। রাজকোটে নিজের বাড়ি থেকে পূজারার শ্যালক জিত রাশিকভাই পাবরির ঝুলন্ত দেহ উদ্ধার করে বুধবার মালব্যনগর থানার পুলিশ। দ্রুত তাকে পাবরি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তারপরেই, ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় এবং পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পূজারার শ্যালক জিত দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন। প্রায় এক বছর আগে তাঁর প্রাক্তন বাগদত্তা জিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। গত ২৬ নভেম্বর, মালব্যনগর থানায় অভিযোগ জমা পড়েছিল তাঁর নামে। গত ১ বছর ধরে চলতে থাকা এই কর্মকান্ডের ফলে মানসিক চাপ ও সামাজিক দুশ্চিন্তা জিতকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল বলেই সূত্রের দাবি। তবে, তাঁর আত্মহত্যার আসল কারণ এখনও জানা যায়নি, পুলিশ প্রশাসন ইতিমধ্যেই তা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। জিতের বিরুদ্ধে তার প্রাক্তন বাগদত্তা অভিযোগ দায়ের করেছিলেন জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করার বিষয়ে।

Read More: শুধু স্মৃতি নয়, এই রহস্যময়ীর সামনে হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন পলাশ !!

মানসিক চিন্তায় আত্মঘাতী পূজারার শ্যালক

পূজারা
Cheteshwar Pujara’s brother in law | Image: Twitter

প্রসঙ্গত, অভিযোগে উল্লেখ করা হয়েছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জিত তার প্রাক্তন বাগদত্তাকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করেছিলেন। এই অভিযোগ ওঠার পরেই তাঁদের বাগদান ভেঙে গিয়েছিল। সেই অভিযোগের তাগিদে জিত এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলেই উঠছে দাবি। দীর্ঘ দুই দশক ধরে রাজকোটে বসবাস করছেন পূজারার শ্বশুর-শাশুড়ি। তাঁদের আসল বাসভবন জামযোধপুরে। তাদের পারিবারিক একটি কটন জিনিং মিলও রয়েছে। উল্লেখযোগ্য, যখন এই ঘটনা ঘটে তখন পুজারা ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন।

২০২৪-এর নভেম্বর পুজারার শ্যালক জিত পাবারির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন তার প্রাক্তন বাগদত্তা। জিত নাকি একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন এবং সেই কারণের জন্যই জিতের সাথে বাগদান ভেঙেছিলেন তার প্রাক্তন বাগদত্তা। জিতকে পূজারার নাম করে বারবার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। পাশাপশি, জিতের নামে মারধর করারও অভিযোগ এনেছিলেন সেই তরুণী। সূত্রের দাবি, জিত পাবারি নিজের বাড়িতেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা শব্দ শুনে তড়ঘিড়ে সেখানে ছুটে আসেন এবং জিতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।

Read Also: গুয়াহাটিতে ভারতের ব্যাটিং বিপর্যয়, দক্ষিণ আফ্রিকার দাপটে সিরিজ হাতছাড়া গম্ভীর-পন্থদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *