ভারতীয় টেস্ট দলে চমক, কোচের ভূমিকায় এন্ট্রি নিচ্ছেন চেতেশ্বর পূজারা !! 1

সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের (Team India) তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা। ভারতের হয়ে দুই দশকের সময়কাল ধরে অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখিয়ে অবশেষে ক্যারিয়ার শেষ করার কথা জানিয়ে দিলেন এই তারকা ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সাথে সাথে নতুন ভূমিকায় দেখতে পাওয়া যাবে তারকা এই খেলোয়াড়কে। ভারতীয় টেস্ট দলের জন্য চমকপ্রদ খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর আগে চেতেশ্বর পূজারাকে গুরুদায়িত্ব দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

টেস্ট ক্রিকেট থেকে আলবিদা জানিয়েছেন পূজারা

এশিয়া কাপ, bcci
Cheteshwar Pujara | Image: Getty Images

সূত্রের দাবি, এবার পূজারাকে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। দীর্ঘদিন ভারতের টেস্ট ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে থাকা পূজারা এবার নতুন ভূমিকায় তরুণদের সঙ্গে কাজ করতে চলেছেন। ভারতের হয়ে দশ হাজারের বেশি ফার্স্ট ক্লাস রান ও সাত হাজারের বেশি টেস্ট রানের মালিক পূজারা ছিলেন ব্যাট হাতে ভারতের প্রাণভোমরা। বোলারদের প্রতিহত না করা পর্যন্ত ব্যাটিং চালিয়ে যেতেন তারকা এই খেলোয়াড়। যেমন ছিলেন নির্ভরযোগ্য, তেমনই এবার ড্রেসিংরুমে তরুণদের মানসিক ও টেকনিক্যাল দিক থেকে মজবুত করার দায়িত্বে থাকবেন। বিদেশের কঠিন পরিস্থিতিতে পূজারার বছরের পর বছর লড়াই করার অভিজ্ঞতা ড্রেসিং রুমের তরুণ ব্যাটারদের আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

Read More: Team India: টিম ইন্ডিয়ার জন্য আত্মত্যাগ শ্রেয়সের, তবুও BCCI-এর বঞ্চনার শিকার মুম্বই তারকা !!

বিসিসিআই সূত্রের দাবি, সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতীয় তরুণ ব্যাটসম্যানরা মানসিক ভাবে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। অস্ট্রেলিয়াতে জয়সওয়াল ব্যাতিত বাঁকি তরুণ খেলোয়াড়রা সেভাবে প্রদর্শন দেখাতে পারেননি, অন্যদিকে ইংল্যান্ডে ব্যাটিং সহায়ক উইকেটে সবাইকে রান বানাতে দেখতে পাওয়া গিয়েছে। কঠিন পরিস্থিতিতে ব্যাটসম্যানদের এই পারফরম্যান্স নিয়ে বেশ প্রশ্ন উঠছে। সে কারণেই, তরুণ ব্যাটারদের ধৈর্য ও কৌশল শেখাতে পূজারার চেয়ে ভালো নাম আর কেউ নেই। তার ব্যাটিং দর্শনই হলো উইকেটে টিকে থেকে বোলারদের ক্লান্ত করা এবং ম্যাচকে নিজের নিয়ন্ত্রণে আনা।

ভারতের কোচ হতে পারেন পূজারা

Cheteshwar Pujara,gambhir,
Cheteshwar Pujara | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজের বোলাররা সাধারণত স্পিড আর বাউন্সের উপরেই ভর করে থাকেন। তবে, ওয়েস্ট ইন্ডিজ এখন নামেই টেস্ট খেলে। তাদের পারফরম্যান্স বাঁকি টেস্ট প্লেয়িং দেশগুলোর থেকে সবথেকে খারাপ বললেই চলে। ভারতের মাটিতে ফাস্ট বোলারদের তুলনায় স্পিন বোলাররা বেশি কার্যকর হবেন। ওয়েস্ট ইন্ডিজ দলে তেমন মানসম্পন্ন স্পিনার নেই। যে কারণে এই সিরিজে ভারতের পেসারদের নিয়ে কোনো ভয় থাকার কারণ নয়। তবে, ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট সিরিজ খেলেছিল। সে সময়ে, স্পিনের বেড়াজালে আটকে পড়েছিল ভারতীয় দল। স্পিন আক্রমণকে সামাল দিতে পূজারাও ভারতীয় দলের সঙ্গে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে পারেন।

Read Also: ৪,৪,৪,৬,৬,৬,৬… এশিয়া কাপের আগে দুরন্ত ফর্মে সঞ্জু স্যামসন, হাঁকালেন ৪২ বলে সেঞ্চুরি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *