Chetan Sharma

ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ফিট রাখতে ইনজেকশন নেন। জি নিউজ চ্যানেলের স্টিং অপারেশনে টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক চেতন শর্মা (Chetan Sharma) এটি  খোলসা করেছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন শর্মা জানিয়েছেন যে, ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা ইনজেকশন নেয় এবং ৪০% ফিট থাকা সত্ত্বেও ১০০% ফিট হয়ে যান। এগুলো ব্যথানাশক নয়। এসব ইনজেকশনে এমন ওষুধ থাকে যা ডোপ টেস্টে ধরা পড়ে না।

"বড় ভুল হয়ে গেল...", চেতন শর্মার বিষ্ফোরক বয়ানের পর টুইটারে বইছে মেমের বন্যা !! 1

শধু তাই নয়, চেতন শর্মা আরও বলেন যে, কিছু তারকা খেলোয়াড়কে এনসিএ থেকে সবুজ সংকেত দেওয়া হয় অর্থাৎ জাতীয় ক্রিকেট একাডেমি পুরোপুরি ফিট না হলেও তারপর নির্বাচকদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হয়। এর পাশাপাশি জসপ্রিত বুমরাহ’র চোট নিয়েও মুখ খোলেন চেতন শর্মা। বলেছেন, তার চোট এতটাই গুরুতর যে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচ খেললে অন্তত এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারতেন। এর পাশাপাশি হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা তার সাথে তার বাড়িতে গিয়ে কথা বলেন। এগুলি ছাড়াও বিরাট কোহলির আদিনায়কত্ব কিংবা সৌরভ গঙ্গোপাধ্যায় ইস্যু নিয়েও মুক খোলেন তিনি। আর তার পরই টুইটারে তা নিয়ে বিস্তার আলোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে।

দেখে নিন টুইট চিত্র:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *