চলতি সপ্তাহে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) ১৮তম মঞ্চ। আর আইপিএলে নিজেদের অভিযান শুরু করার আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চোটের কারণে গোটা মরশুম থেকে ছিটকে গেলেন তারকা পেসার। আসন্ন আইপিএলের জন্য তুলনামূলক নতুন দল নিয়েই মাঠে নামতে হবে KKR-কে। আর তারই মধ্যে এরূপ ঘটনা রিতিমতন চাপের মুখে ফেলে দিয়েছে নাইট রাইডার্স দলকে।
ছিটকে গেলেন তারকা পেসার

আসলে, নাইট রাইডার্স তাদের এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে দলে শামিল হওয়া তারকা পেসার উমরান মালিক (Umran Malik) এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। দীর্ঘদিন ধরে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দলের অন্যতম নিয়মিত পারফর্মার ছিলেন উমরান। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে খেলতে দেখা গিয়েছে তাকে। ঘন্টায় ১৫৬ কিমি বেগে বোলিং করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন উমরান। এমনকি, এক সিজিনে উমরান প্রতি ম্যাচেই সব থেকে জোরে বোলিংয়ের পুরস্কার জিতেছিলেন।
Read More: IPL 2025: ইডেনে হচ্ছে না KKR বনাম LSG ম্যাচ, কলকাতা পুলিশের সিদ্ধান্তে শুরু জল্পনা !!
আইপিএলের মঞ্চে অসাধারণ প্রদর্শন দেখিয়ে জাতীয় দলে খেলার সুযোগও পেয়েছিলেন তিনি। তবে, চোটের কারণে জাতীয় দলে বেশিরভাগ ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। বারবার চোটের কারণে তাকে এবারের আইপিএলের আগে মুক্তি দিয়েছিল সানরাইজার্স দল। কেকেআর মেগা নিলামে উমরানকে ৭৫ লাখ টাকায় দলে শামিল করেছিল। তবে, দুর্ভাগ্যবসত এবার কেকেআরের জার্সিতে দেখতে পাওয়া যাবে না উমরানকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে তরুণ চেতন সাকারিয়াকে (Chetan Shakariya)। রবিবার একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে কেকেআর। আগেও কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন চেতন।
ভাগ্য খুললো তরুণ তারকার

প্রসঙ্গত, গত বারের রঞ্জি ট্রফির আগে চোট পেয়েছিলেন উমরান মালিক (Umran Malik)। এমনকি তার পরেই তাঁর ডেঙ্গু ধরা পড়েছিল। সুস্থ হয়ে উঠে আবার গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে গত এক বছর তাকে ক্রিকেট মাঠে খুব কমই দেখতে পাওয়া গিয়েছে। যদিও, কলকাতা নাইট রাইডার্স (KKR) তাঁর উপর ভরসা দেখিয়ে নিলামের মঞ্চে বড় চাল চেলেছিল। তবে, চোটের কারণে আপাতত বাইরেই থাকতে হবে উমরানকে। অন্যদিকে, চেতন সাকারিয়াকে নাইট শিবিরে নেট বোলার হিসাবে দেখা যাচ্ছিল। নিলামের মঞ্চে অবিকৃত ছিলেন চেতন, তবে নাইট রাইডার্স তাকে দলে জায়গা করে দিলো।