IPL 2025: নিলামে অবিক্রিত থাকা এই ক্রিকেটারের খুললো ভাগ্য, KKR দলে পেলেন এন্ট্রি !! 1

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে। ফলে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে খামতি দিচ্ছেন না ক্রিকেটাররা। এর মধ্যেই দলের তারকা পেসার উমরান মালিক (Umran Malik) চোটের কারণে আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। ফরে নাইট কর্মকর্তারা বিকল্প ক্রিকেটার বেছে নিয়েছেন। নতুন সদস্য হিসাবে দলে জায়গা পেলেন চেতন সাকারিয়া‌ (Chetan Sakariya)। এই পেসার এই বছর মেগা নিলামে অবিক্রিত ছিলেন।

কেকেআর দলে জায়গা পেলেন চেতন সাকারিয়া‌-

IPL 2025: নিলামে অবিক্রিত থাকা এই ক্রিকেটারের খুললো ভাগ্য, KKR দলে পেলেন এন্ট্রি !! 2
Chetan Sakariya | Image: Getty Images

উমরান মালিককে (Umran Malik) এই বছর মেগা নিলামে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে নিয়েছিল। কিন্তু জম্মু কাশ্মীরের এই তারকা পেসার বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোটের কারণে চিকিৎসার মধ্যে রয়েছেন। কেকেআর কর্মকর্তারা মনে করেছিলেন উমরান (Umran Malik) চোট সারিয়ে এপ্রিলের মাঝামাঝি দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের আসন্ন আইপিএলে (IPL 2025) আদৌ খেলা সম্ভব কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে উমরান মালিক বদলে এবার চেতন সাকারিয়া‌কে (Chetan Sakariya) দলে নিয়ে এসে নাইট শিবির নতুন করে চমক দিল। উল্লেখ্য এই বছর মেগা নিলামে সাকারিয়া (Chetan Sakariya) অবিক্রিত থেকে গিয়েছিলেন।

নাইটদের নেট বোলার থেকে মূল দলে সাকারিয়া-

IPL 2025: নিলামে অবিক্রিত থাকা এই ক্রিকেটারের খুললো ভাগ্য, KKR দলে পেলেন এন্ট্রি !! 3
Chetan Sakariya | Image: Getty Images

এই বছর আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকার পর চেতন সাকারিয়া (Chetan Sakariya) কলকাতা নাইট রাইডার্সের (KKR) নেট বোলার হিসেবে যোগ দিয়েছিলেন। তবে উমরান মালিকের (Umran Malik) চোটের কারণে এই ২৭ বছর বয়সী বাঁ হাতি ফাস্ট বোলারের ভাগ্য খুললো। গতকাল আইপিএলের পক্ষ থেকে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ‘”কলকাতা নাইট রাইডার্স (KKR) আসন্ন আইপিএলে (IPL 2025) উমরান মালিকের (Umran Malik) বদলি হিসেবে চেতন সাকারিয়াকে (Chetan Sakariya) বেছে নিয়েছে। উমরান মালিক চোটের কারণে এই বছর আইপিএল খেলতে পারছেন না। বাঁ হাতি এই পেসার ৭৫ লক্ষ টাকায় কেকেআরে যোগ দিয়েছেন।” উল্লেখ্য এর আগে চেতন সাকারিয়া (Chetan Sakariya) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মতো দলের হয়ে খেলেছেন। জাতীয় দলেও ১ টি ওডিআই এবং ২ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন এই ক্রিকেটার। এখনও পর্যন্ত তিনি আইপিএলে ১৯ ম্যাচে ২০ টি উইকেট সংগ্রহ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *