আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ (IND vs BAN)। চেন্নাইতে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল, প্রথম ম্যাচের জন্য ইতিমধ্যেই উদ্বিগ্ন ভক্তরা। আসলে, দীর্ঘ দেড় মাস পরেই ভারত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চলেছে। আর এই টেস্ট সিরিজটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে তাদের ঘরের মাটিতেই ২-০ ব্যাবধানে পরাস্ত করেছে বাংলাদেশ দল তাই ভারতের বিরুদ্ধে বাংলাদেশ একটি কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ChatGPT ভারতের প্রথম টেস্টের জন্য একটি একাদশ বেছে নিয়েছে।
প্রথম টেস্টে ওপেনিং করবেন রোহিত-যশস্বী
ChatGPT যে ভারতীয় একাদশ প্রকাশ করেছে তাতে ভারতীয় দলের ওপেনার হিসাবে ক্যাপ্টেন রোহির শর্মাকে (Rohit Sharma) দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া, ইনফর্ম আক্রমণাত্মক ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) দেখা যাচ্ছে। গত ইংল্যান্ড সিরিজে রোহিত ও জয়সওয়াল দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছিলেন। বিশেষ করে জয়সওয়াল দুটি শতরান এবং তিনটি অর্ধশতরানের সাহায্যে ৮৯ গড়ে এবং ৮০ স্ট্রাইক রেটে ৭১২ রান করে সিরিজের সেরা হয়েছিলেন। তিন নম্বরে রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ শুভমান গিলকে (Shubman Gill)। ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান প্লেয়ারদের একজন হলেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে তিনি ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান বানিয়েছিলেন। টেস্ট ক্রিকেটের এখনও নিজেকে প্রমাণ না করলেও তিনি আসন্ন দিনে ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন হয়ে উঠবেন বলে আশা রাখছে বিসিসিআই (BCCI)।
Read More: IND vs BAN: নির্বাচকদের চমকে দিলেন সচিন পুত্র অর্জুন, বাংলাদেশের বিরুদ্ধে T20 দলে নিচ্ছেন এন্ট্রি !!
চার নম্বরের জন্য বিরাট কোহলিকে (Virat Kohli) রাখা হয়েছে। দীর্ঘ সময় পরেই কোহলি ভারতীয় টেস্ট দলে ফিরছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যক্তিগত কারণেই দলের বাইরে ছিলেন কোহলি। তবে বাংলাদেশের বিরুদ্ধে আবার তিনি জাতীয় দলে এন্ট্রি নিয়েছেন এবং দলের হয়ে মিডিল অর্ডারের গুরু দায়িত্বটি তিনি সামলাবেন। পাশাপাশি তাকে সঙ্গ দেবেন কেএল রাহুল (KL Rahul), যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখিয়েছিলেন যার পরে মিডিল অর্ডারে আপাতত তার জায়গা দখল করে ফেলেছেন তিনি।
সুযোগ পেলেন না সরফরাজ-অক্ষর
দলের উইকেট রক্ষকের ভূমিকায় দেখা যাবে ঋষভ পান্থকে (Rishabh Pant) জাতীয় টেস্ট দলে তিনি ও কামব্যাক করতে চলেছেন। দুর্দান্ত ফর্মে থাকা পন্থ বাংলাদেশের বিরুদ্ধেই তার শেষ টেস্ট সিরিজটি খেলেছিলেন। তার পরেই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। টেস্ট দলের লোয়ার মিডিল অর্ডার এবং ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন তিনি। এবার অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) দেখা যাবে। দুজনেই ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটের দুই স্তম্ভ, ব্যাটিং ও বোলিং বিভাগে দুজনেই সমান ভাবেই দুজনের অবদান রাখতে সক্ষম।
তাছাড়া দলের দুই পেসারদের ভূমিকায় জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং মোহাম্মদ সিরাজকে (Mohammed Siraj) দেখতে পাওয়া যাবে। দলের ১১ নম্বর খেলোয়াড় হিসেবে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) দেখতে পাওয়া যাবে। যিনি বাংলাদেশি ব্যাটসম্যানদের সামনে রহস্যময় বোলার হয়ে উঠবেন এবং নিমেষের মধ্যে দলের ব্যাটিং আক্রমণ ভেঙে দিতে সক্ষম।
ChatGPT অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় একাদশ
রোহিত শর্মা (C), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (Wk), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।