IND vs ENG: সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্ট ক্রিকেটে দুই মহারথী অবসর নিতেই ভারতীয় দলের পরবর্তী স্কোয়াড কি হতে চলেছে তা নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা চলছে। রোহিত ও কোহলির পাশাপশি, গত বছর অস্ট্রেলিয়া টেস্ট চলাকালীন অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতীয় দল এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তাদের পরবর্তী অভিযান শুরু করতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। আর সিরিজের আগেই চ্যাট জিপিটি (Chat GPT) ভারতীয় দলের সম্ভব্য স্কোয়াড প্রকাশ্যে এনেছে।
দলের অধিনায়ক হয়েছেন কেএল রাহুল

ইংল্যান্ড সিরিজের (IND vs ENG) জন্য ওপেনার হিসাবে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং শুভমান গিলকে (Shubman Gill) সুযোগ দেওয়া হয়েছে। চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) টেস্ট দল থেকে বাদ পড়ার পর থেকে শুভমান গিল ভারতীয় দলের হয়ে তিনে ব্যাটিং করছিলেন। তবে, রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নিতে আবার ওপেনিংয়ে ফিরতে পারেন শুভমান গিল। তিনে ব্যাটিং করতে নামবেন ক্যাপ্টেন ও উইকেট কিপার কেএল রাহুল (KL Rahul)। চ্যাট জিপিটি (ChatGPT) রাহুলকে টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। বিরাট কোহলি (Virat Kohli) অবসর নেওয়ার পর চার নম্বরে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer)। দীর্ঘদিন টেস্ট দলের বাইরে ছিলেন শ্রেয়াস, তবে তাকে ইংল্যান্ড সিরিজে আবার দলে দেখতে পাওয়া যেতে পারে।
Read More: শুভমান গিল বা ঋষভ পন্থ নন, ভারতীয় দলের অধীনয়ায়ক হিসাবে নিজের প্রিয় সতীর্থকেই বেছে নিলেন অশ্বিন !!
পাঁচে দেখা যাবে সরফরাজ খানকে (Sarfaraz Khan)। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্ম দেখানোর পর ভারতীয় দলের জার্সিতে সরফরাজ তাঁর ক্যারিয়ারের বেশ ভালো সূচনা করেছেন। তিনি দলের হয়ে পাঁচে ব্যাটিং করতে পারেন। ছয় নম্বরে দেখা যাবে তরুণ তারকা তিলক ভার্মাকে (Tilak Varma), টেস্ট ফরম্যাটে এখনও নিজের ক্যারিয়ার শুরু করেননি তিলক তবে এবার জাতীয় দলে সুযোগ পেয়ে লোওয়ার মিডল অর্ডারে সুযোগ দেওয়া হবে। সাতে নামবেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সহ অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাদেজাকে বাছাই করা হয়েছে।
সহ অধিনায়ক হলেন জাদেজা

জাদেজা শেষবার ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তাই তাকে একজন প্রভাবশালী ব্যাটসম্যান হিসেবে গণ্য করা যেতেই পারে। বর্তমানে যেসকল খেলোয়াড়রা রয়েছেন তাদের মধ্যে জাদেজা সবথেকে বেশি অভিজ্ঞ, তিনি দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আটে নামবেন অক্ষর প্যাটেল (Axar Patel), শেষ দুই বছরে অক্ষর ভারতের অন্যতম ইমপ্যাক্ট ফুল খেলোয়াড় হয়ে উঠেছেন। তাছাড়া দলে রয়েছেন দুই পেসার। জসপ্রীত বুমরাহ, মোহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবকে দলে রাখা হয়েছে। এই শীর্ষ ১১ জন ছাড়াও ব্যাকআপ উইকেট কিপার হিসাবে রাখা হয়েছে ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel), ওয়াসিংটন সুন্দর (Washington Sundar), মুকেশ কুমার, আবেশ খান ও মিডিল অর্ডারের জন্য রিঙ্কু সিংকে বেছে নেওয়া হয়েছে।
Chat GPT অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াড
শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (C and WK), শ্রেয়স আইয়ার, সরফরাজ খান, তিলক ভার্মা, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহম্মদ সিরাজ, ধ্রুব জুড়েল, ওয়াসিংটন সুন্দর, মুকেশ কুমার, আবেশ খান, রিঙ্কু সিং।