আইপিএল ইতিহাসের অন্যতম জনপ্রিয় দল হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এখনও পর্যন্ত ১৭ সিজিন ধরে দলের কাছে কোন ট্রফি না থাকলেও ভক্তদের ভালোবাসা এক বিন্দুও কমেনি তাদের এই প্রিয় ফ্র্যাঞ্চাইজির উপর। মূলত বিরাট কোহলির (Virat Kohli) কারণে দলের জনপ্রিয়তা এখনো পর্যন্ত ধরে রেখেছে ভক্তরা। গত মৌসুমে পিছিয়ে পড়া রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু যেভাবে কামব্যাক করেছিল তা রূপকথার গল্পের থেকে কোন অংশে কম নয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আসন্ন আইপিএলের আগে কেবলমাত্র তিনজন খেলোয়াড়কে ধরে রেখেছে। বিরাট কোহলি দলের হয়ে দীর্ঘ ১৭ মৌসুম খেলে আসা বিরাটকে ছাড়া রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দল অচল। পাশাপাশি তার কারণেই দলের এত জনপ্রিয়তা। গত মৌসুমে ব্যাট হাতে সর্বাধিক রান তিনিই হাঁকিয়েছিলেন এই টুর্নামেন্টে। তবে প্লে অফে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সমাপ্ত হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অভিযান।
আসন্ন আইপিএলে RCB’র নেতৃত্ব দেবেন বিরাট কোহলি
ইতিমধ্যে চ্যাট জিপিটি (Chat GPT) বাছাই করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলের (RCB) আইপিএলের একাদশ। জানা গিয়েছিল কিংবদন্তি তারকা বিরাট কোহলি (Virat Kohli) আবার একবার ফ্রাঞ্চাইজির হয়ে অধিনায়কত্ব করতে রাজি হয়েছে। তাই আসন্ন আইপিএলে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলকে নেতৃত্ব দেবে। গত তিন মৌসুম জুড়ে রয়েল চ্যালেঞ্জার্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসিস (Faf Du Plesis)। তার বয়সের দিকে নজর রেখে তাকে ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজি। তার পরিবর্তে নিউজিল্যান্ডের তারকা রচিন রবীন্দ্রকে (Rachin Ravindra) অলরাউন্ডারকে নিলামের মঞ্চ থেকে শামিল করতে পারে। চ্যাট জিপিটি অনুযায়ী বিরাটের সঙ্গে রচীনকে ওপেনিং করতে দেখা যাবে।
তিন নম্বরে ব্যাঙ্গালোর দলে নামতে দেখা যাবে রজত প্রতিদারকে। গত কয়েকটি মৌসুম ধরে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন দেখাচ্ছেন তিনি, এই পরিস্থিতিতে তাকে রিটেন করেছে এবং তিন নম্বরে ব্যাটিং করতে তাকে দেখা যাবে। দলের দ্বিতীয় বিদেশী খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram) রয়্যাল চ্যালেঞ্জার দলে দেখতে পাওয়া যাবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের (RCB) সঙ্গে দক্ষিণ আফ্রিকান খেলোয়ার বেশ ভালো একটি সম্পর্ক রয়েছে। যে কারণে এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডুপ্লেসিসদের পর তালিকায় নাম লেখালেন মার্কারাম। ব্যাঙ্গালুরু দলের মিডিল অর্ডারের দায়িত্ব তিনি সামলাতে পারেন। মিডিল অর্ডারে ব্যাটিং করতে দেখা যাবে বড় পান্ডিয়া অর্থাৎ ক্রুনাল পান্ডিয়াকে (Krunal Pandya)। ব্যাট ও বল হাতে দুর্দান্ত প্রতিভা দেখাতে পারেন তিনি তাই RCB দলের লোয়ার মিডিল অর্ডারে তার অন্তর্ভুক্তি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ।
কার্তিকের জায়গা নিতে প্রস্তুত জিতেশ
২০২২ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়ে ফিনিশিংয়ের ভূমিকা পালন করে আসছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। গত মৌসুমে তিনি অবসরের সিদ্ধান্ত নিতে তার পরিবর্তনে হিসেবে দলে দেখতে পাওয়া যাবে জিতেশ শর্মাকে (Jitesh Sharma)। কার্তিকের মতন জিতেশ ম্যাচ ফিনিশ করার ক্ষমতা রাখেন। তাই ব্যাঙ্গালুরু দলের ফিনিশার হিসেবে তাকে দেখতে পাওয়া যাবে। ব্যাঙ্গালোর দলে ফিরতে দেখা যাবে বেশ কয়েক খেলোয়াড়কে। দলের হয়ে ৭ নম্বরে ব্যাটিং করতে আসবেন ওয়াশিংটন সুন্দর, এক সময়ে এই দলের হয়ে খেলতে দেখা যেত তাকে। আবার একবার এই বোলিং অলরাউন্ডারকে RCB’র জার্সিতে খেলতে দেখা যাবে।
বিরাটের দলে খেলবেন নবীন
বিরাটের অধিনায়কত্বে দলে ফিরছেন জুজুভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ২০২১ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ উইনিং প্রদর্শন দেখিয়েছিলেন। বিরাট অধিনায়কত্ব ছাড়তেই ছাটাই হয় চাহাল। তবে বিরাট ফিরে আসতেই চাহলকে টার্গেট করবে আরসিবি। তাছাড়া বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ও মিচেল স্টার্ককে আবার বেঙ্গালুরু দলের (RCB) জার্সিতে দেখতে পাওয়া যাবে। তাদের সঙ্গী হিসেবে যশ দয়াল (Yash Dayal) ও নবীন উল হককে (Naveen Ul Haq) দেখতে পাওয়া যাবে।
চ্যাট জিপিটি অনুযায়ী RCB’র ২০২৫’এর একাদশ
বিরাট কোহলি (ক্যাপ্টেন), রচীন রবীন্দ্র, রজত পতিদার, এইডেন মার্করাম, ক্রুনাল পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেট রক্ষক), ওয়াসিংটন সুন্দর, মিচেল স্টার্ক, নবীন উল হক, জুজুভেন্দ্র চাহাল, যশ দয়াল, মোহাম্মদ সিরাজ।