কোচিং তালিকায় রদ-বদল রয়‍্যাল চ‍্যালেন্জার্স ব‍্যাঙ্গালোর শিবিরে 1

আগামী বছর আইপিএলের কথা মাথায় রেখে কোচিং বিভাগে রদবদল আনলো রয়‍্যাল চ‍্যালেন্জার্স ব‍্যাঙ্গালোর শিবির।দলের কোচের তালিকায় যুক্ত হলো নতুন তিন মুখ। তারা হলেন যথাক্রমে অস্ট্রেলিয়ার কোচ আর.শ্রীরাম, এ্যডাম গ্রিফিথ এবং শঙ্কর বসু।গত মাসেই এই দলের তরফে জানানো হয়েছিল আর কোচের পদে থাকছেন না আশিষ নেহেরা এবং গ‍্যারি কাস্টেন।তাদের বদলে দলে যোগ দিয়েছিলেন সাইমন ক‍্যাটিচ, মুখ‍্য কোচের পদে অন‍্যদিকে টিমের ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছিলেন মাইক হেসন।

কোচিং তালিকায় রদ-বদল রয়‍্যাল চ‍্যালেন্জার্স ব‍্যাঙ্গালোর শিবিরে 2

নেহেরার বদলে দলে যোগ দিলেন গ্রিফিথ, যিনি অস্ট্রেলিয়ার ” এ ” দলের হয়ে খেলেছেন ৫০ এর অধিক ম‍্যাচ।

অন‍্যদিকে শ্রীরাম, এই দলের সাথে যোগ দিয়েছেন ব্যাটিং এবং স্পিন বোলিং কোচ হিসেবে।এর আগে তিনি দিল্লি ডেয়ারডেভিলস এবং কিংস ইলেভেন পান্জাবের দলের সাথে যুক্ত ছিলেন।

শুধু আইপিএল অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সাথে দীর্ঘ সময় ধরে যুক্ত শ্রীরাম।এমনকি সদ‍্য এ্যসেজ জয়ী অস্ট্রেলিয়া দলের ও সদস্য ছিলেন তিনি।

কোচিং তালিকায় রদ-বদল রয়‍্যাল চ‍্যালেন্জার্স ব‍্যাঙ্গালোর শিবিরে 3

শঙ্কর বসু, যিনি ভারতের জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনিও এবার যোগ দিলেন আরসিবি দলে।দেশের অন‍্যতম সেরা ট্রেনারদের মধ্যে তিনিও একজন তিনি এবং ভারতের প্রাক্তন ফিজিও থেরাপিস্ট প‍্যাট্রিক ফারহাত আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে তাদের চুক্তি নবীকরন করবে না।এমনকি ইতিমধ্যে ফারহাত যোগ দিয়েছেন দিল্লি ক‍্যাপিটালস।

এবার আরসিবি’র ব‍্যাটিং কোচের পদে থাকছেন না সন্জয় বাঙ্গার।সম্প্রতি তার ভারতের ক্রিকেট দলের ব‍্যাটিং কোচ হয়ে ওঠার জল্পনা তৈরী হলেও শেষ অবধি তা হয়ে ওঠেনি ।

কোচিং তালিকায় রদ-বদল রয়‍্যাল চ‍্যালেন্জার্স ব‍্যাঙ্গালোর শিবিরে 4

নতুন কোচেদের এই মুহূর্তে প্রধান লক্ষ‍্য আরসিবি’র ভাগ্য ফেরানো।এবারের আইপিএলে পয়েন্ট টেবিলে একেবারে শেষ পজিশনে শেষ করেছিল বিরাটরা।১৪ ম‍্যাচে তারা জয়লাভ করেছিল ৫ টিতে।প্রসঙ্গত, এতোবছরের আইপিএলের ইতিহাসে একবারও ট্রফি জেতেননি বিরাটরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *