২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্ব নিয়েছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। প্রথম মরসুমে বিশেষ সাফল্য পান নি তিনি। লীগ পর্বে সপ্তম স্থানে শেষ করে বেগুনি-সোনালী শিবির। জোটে নি প্লে-অফে পা রাখার ছাড়পত্র। পণ্ডিতের কড়া শাসনে ড্রেসিংরুমে অসন্তোষ তৈরি হওয়ার খবর মিলেছিলো সেই সময়। বিদেশী তারকাদের বিরাগভাজন হয়েছিলেন কোচ। নামিবিয়ার ডেভিড উইসে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন তাঁর বিরুদ্ধে। দ্বিতীয় মরসুমে বদলায় পরিস্থিতি। মেন্টর হিসেবে গৌতম গম্ভীর যোগ দেওয়ার পর ঘুরে দাঁড়ায় কলকাতা। ২০২৪-এ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই অসামান্য ক্রিকেট উপহার দিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতার দল। এক দশকের অপেক্ষার পর আসে তৃতীয় আইপিএল ট্রফি। এরপর গম্ভীর মেন্টরের আসন ছেড়ে জাতীয় দলে যোগ দেন। কোচ হিসেবে কলকাতায় থেকে গিয়েছিলেন পণ্ডিত (Chandrakant Pandit)।
Read More: ওভালে মেজাজ হারালেন গৌতম গম্ভীর, মাঠকর্মীদের সাথে তুমুল বাগ্বিতণ্ডা ভারতীয় কোচের !!
নয়া মেন্টর হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভোকে (Dwayne Bravo) নিযুক্ত করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। গম্ভীর-পণ্ডিত (Chandrakant Pandit) জুটি যে সাফল্য পেয়েছিলো ২০২৪-এ, তার ধারেকাছেও অবশ্য ২০২৫-এ পৌঁছতে পারে নি ব্র্যাভো-পণ্ডিত জুটি। ফের একবার প্লে-অফ খেলার সুযোগ হাতছাড়া করে কলকাতা (KKR)। লীগ পর্বে শেষ করে অষ্টম স্থানে। এই ব্যর্থতার দায় চেপেছিলো টিম ম্যানেজমেন্টের কাঁধে। আঙুল উঠেছিলো কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) দিকেও। নাইটদের দলগঠন নিয়ে প্রশ্ন উঠেছিলো। ২০২৪-এর সাফল্যের কারিগর শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্ক বা ফিল সল্টদের কোন যুক্তিতে ছেড়ে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমর্থকেরা। প্রশ্ন উঠেছিলো ২৩.৭৫ কোটি টাকা খরচ করে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও। মরসুম শেষে বেশ চাপে ছিলেন কোচ।
আইপিএলের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো যে ২০২৬ মরসুমের আগে নাইট রাইডার্স ছেঁটে ফেলতে চলেছে চন্দ্রকান্ত পণ্ডিতকে (Chandrakant Pandit)। নয়া কোচ হিসেবে বেশ কয়েকজন তারকা প্রাক্তনীর নামও ভাসছিলো ক্রিকেটমহলের অলিন্দে। শেষমেশ সত্যি হলো সেই জল্পনাই। নিজেই আজ ইস্তফাপত্র জমা দিয়েছেন পণ্ডিত (Chandrakant Pandit)। নাইটদের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ বার্তায় আগামীর শুভেচ্ছা জানানো হয়েছে বিদায়ী কোচ’কে। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি লিখেছে, “মিস্টার চন্দ্রকান্ত পণ্ডিত কেকেআর-এর হেড কোচের দায়িত্ব ছেড়ে নতুন সুযোগের সন্ধানে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৪-এর আইপিএল জয়, আমাদের একটি শক্তিশালী স্কোয়াড গড়তে সাহায্য করায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ।” পণ্ডিতকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি।
দেখে নিন নাইটদের বিদায়বার্তা-
We wish you the best for your future endeavours, Chandu Sir 🤗
PS: Once a Knight, always a Knight. Kolkata will always be your home 💜 pic.twitter.com/GF0LxX5fIz
— KolkataKnightRiders (@KKRiders) July 29, 2025