আয়োজক দেশ পাকিস্তানেই হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, তীব্র কটাক্ষ আকাশ চোপড়ার 1

CT 2025: আইসিসির গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) আয়োজন করতে গিয়ে পাকিস্তান বিভিন্ন সময় আলোচনায় উঠে এসেছে। সাম্প্রতিক সময় টুর্নামেন্টে দলের পারফর্মেন্সও সমালোচনার মুখে পড়েছে। গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত (IND vs AUS) ফাইনালে প্রবেশ করায় আরও কোণঠাসা হয়ে পড়লো পিসিবি (PCB)। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিও এবার তাদের হাতের বাইরে চলে গেল। ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফলে সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল ট্রোলিং সহ বিতর্ক শুরু হয়েছে।

আয়োজক দেশের বাইরে ফাইনাল-

আয়োজক দেশ পাকিস্তানেই হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, তীব্র কটাক্ষ আকাশ চোপড়ার 2
IND vs AUS | Image: Getty images

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) গ্ৰুপ পর্বে পাকিস্তান প্রথমে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারের সম্মুখীন হয়। ফলে মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan) টুর্নামেন্টের শেষ চারে প্রবেশ করতে পারিনি। অন্যদিকে রোহিত শর্মার (Rohit Sharma) দল সেমিফাইনালে প্রবেশ করায় গুরুত্বপূর্ণ একটি নকআউট ম্যাচ পাকিস্তান থেকে দুবাইতে স্থানান্তরিত হয়ে যায়। গুরুত্বপূর্ণ শেষ চারের ম্যাচে গতকাল ভারত অস্ট্রেলিয়াকে (IND vs AUS) হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালও ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হবে। তবে পাকিস্তান সমর্থকরা ভেবেছিলেন ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া আয়োজক দেশেই ফাইনাল খেলবে। একজন পাক সমর্থক গতকালের সেমিফাইনালের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, “ফাইনাল লাহোরে অনুষ্ঠিত হতে চলেছে।” এই পোস্টটিকে উত্তর দিয়ে এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া (Aakash Chopra) কটাক্ষ করলেন। তিনি লেখেন, “বন্ধু, না পাকিস্তানে ফাইনাল হবে, না পাকিস্তান ফাইনাল খেলবে। জয় হিন্দ।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে ভারত-

আয়োজক দেশ পাকিস্তানেই হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, তীব্র কটাক্ষ আকাশ চোপড়ার 3
IND vs AUS | Image: Getty images

চলমান গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্টের গ্ৰুপ ‘এ’-তে পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সঙ্গে ছিল ভারতীয় দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে রোহিত বাহিনী বাংলাদেশকে ৬ উইকেটে পরাজিত করে। ম্যাচে রান তাড়া করতে নেমে শুভমান গিল (Shubman Gill) দুরন্ত শতরান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তিনি নিজের ব্যক্তিগত ৫১ তম ওডিআই শতরানের সঙ্গে পাক বাহিনীদের ৬ উইকেটে পরাজিত করেন। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৪৪ রানে জয় পায় ‘মেন ইন ব্লু’-রা। তারপর সেমিফাইনালে গতকাল কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার IND vs AUS) দল। তবে ম্যাচে ব্যাট হাতে আবারও বিরাট কোহলি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। তার করা ৮৪ রান ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়‌। ফলে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *