শ্রেয়াস আইয়ার নয় বরং এই বলিউড তারকার জন্য চাহলকে ধোঁকা দিলেন ধনশ্রী ভার্মা !! 1

যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে নাকি বিচ্ছেদ আসন্ন ধনশ্রী ভার্মার। দুজনেই এবার খবরের শিরোনামে উঠে এসেছেন। ২০২৩ সাল থেকেই দুজনের সম্পর্কের ফাটল তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। চাহাল পত্নী তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ‘চাহাল’ পদবি তুলে নিয়েছিলেন। যদিও বিষয়টি নিয়ে তখন বেশি জলঘোলা হয়নি। তবে, তার কিছু সময় বাদেই ২০২৪ সালের আইপিএল শুরু হওয়ার প্রাক্কালে আবার ধনশ্রী ও চাহালের সম্পর্কে ভাঙন ধরার কথা সামনে এসেছিল।

দুই দম্পতি প্রায় চার বছর সুখে দাম্পত্য জীবন পালন করেছেন একে অপরকে কঠিন সময়ে সঙ্গ দিয়েছিলেন। তবে হঠাৎ করেই সব ওলট-পালট হয়ে গেল। গত বছর আইপিএলে ঠিক আগেই চাহাল পরিবারের ভাঙ্গনের কথা সামনে এসেছিল। ধনশ্রীর সঙ্গে অন্য একজন পুরুষের একটি ফটো বেশ ভাইরাল হয়েছিল যে ফটোটি প্রকাশ্যে আসতে এই সমাজ মাধ্যম তোলপাড় হয়ে উঠেছিল। ছবিতে, দুজনকে মিলে যাওয়া কালো পোশাক পরা দেখা গিয়েছে এবং সেখানে ধনশ্রীর স্বাচ্ছন্দ্যপূর্ণ আচরণ এবং খোলা চুল একটি উদ্বেগহীন ভাবের প্রকাশ পেয়েছে।

Read More: Yuzvendra Chahal: ডিভোর্স হলো চাহাল-ধনশ্রীর, সোশ্যাল মিডিয়ায় তারকা স্পিনার করলেন কনফর্ম !!

পরপুরুষের সঙ্গে ভাইরাল হয়েছিল ধনশ্রীর ছবি

Dhanashree Verma and Pratik Utekar
Dhanashree Verma and Pratik Utekar | Image: Twitter

আসলে, ছবিটি রিয়েলিটি শো ঝলক দিখলা জা-র জন্য একটি আফটার পার্টির সময় তোলা হয়েছিল বলে জানা গেছে। এই রিয়েলিটি শোতে ধনশ্রীকে একজন নৃত্যশিল্পী হিসাবে দেখতে পাওয়া যেত। ধনশ্রী এই ফটোটি বিখ্যাত কোরিয়োগ্রাফার প্রতীক উতেকরের সঙ্গে একটি ছবি প্রকাশ পেয়েছিল ধনশ্রীর। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ধনশ্রীকে। সম্প্রতি চাহল সমাজ মাধ্যম থেকে তার স্ত্রী ধনশ্রীর সব ফটো মুছে দিয়েছেন। এমনকি দুজন দুজনকে সমাজ মাধ্যমে আর অনুস্মরণও করাও বন্ধ করে দিয়েছেন।

এখানেই শেষ নয়, চাহাল ধনশ্রীর ফটো মুছে দিলেও ধনশ্রী কিন্তু চাহলের সঙ্গে ফটো গুলো মুছে ফেলেননি। ধনশ্রীকে নিয়ে এই প্রথম নয় আগেও জল্পনা শোনা গিয়েছিল। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) সঙ্গেও ধনশ্রীর জল্পনার গল্প সামনে এসেছিল। তবে, এখনও সন্দেহের তীর এখনও তার দিকেই যাচ্ছে। আসলে ধনশ্রী চাহালকে অনুস্মরণ করা বন্ধ করে দলেও শ্রেয়াস ও ধনশ্রী একে অপরকে এখনও অনুস্মরণ করে চলেছে।

Read Also: “আখের রসের মতো নিঙড়ে নিয়েছে…” বুমরাহ’র চোট নিয়ে বিস্ফোরক হরভজন, নিশানায় টিম ম্যানেজমেন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *