বিসিসিআইয়ের উপর নারাজ হয়ে এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভারতীয় দলের কিংবদন্তের স্পিনার জুজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), সমাজ মাধ্যমে তার করা পোস্ট এখন ট্রেন্ডিং। ভারতীয় দলের কিংবদন্তি ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেট থেকে বিদায় জানিয়ে দিয়েছেন। আসলে ২০২২ সালের পর থেকে তিনি আর আন্তর্জাতিক দলের সুযোগ পাননি। চলতি সময়ে ভারতীয় দলের তরুণ প্লেয়ারদের দুর্দান্ত ফর্মের দৌলতে তার ভারতের জার্সিতে খেলা প্রায় মুশকিল হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে তিনি অবসরের ঘোষণা দিয়েছেন, আর ঠিক এই পথের পথিক হলেন জুজুবেন্দ্র চাহাল। সমাজ মাধ্যমে একটি বড় ঘোষণা করলেন তিনি।
বড় সিদ্ধান্ত নিলেন চাহাল
বিগত কয়েক বছর ধরে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেলেও প্রথম একাদশে খেলার সুযোগ পাচ্ছেনন না চাহাল (Yuzvendra Chahal)। শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০২৩ সালে টি-টোয়েন্টি সিরিজে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে জাতীয় দলে বেশ কয়েকবার সুযোগ পেয়েছেন তিনি, তবে বেঞ্চে বসেই কেটেছে তার সময়। এমনকি ২০২৪ সালের বিশ্বকাপের মঞ্চেও তাকে একটি ম্যাচের জন্যও খেলতে দেখা যায়নি।
এই পরিস্থিতিতে ভক্তরা মনে করছেন যে চাহাল (Yuzvendra Chahal) খুব শীঘ্রই অবসরের ঘোষণা দিতে পারেন। কারণ বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় অবসর না নেওয়ার আগে পর্যন্ত ভারতের বাইরে বিদেশি কোন ফ্রাঞ্চাইজি লিগ খেলতে পারবে না। যেহেতু চাহাল টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলার, তাই তিনি জাতীয় দলে সুযোগ না পেলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে নিজের ক্যারিয়ারটাকে আরো সুদীর্ঘ করতে চাইবেন।
সমাজ মাধ্যমে করলেন বড় ঘোষণা
চাহাল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের একজন সদস্য ছিলেন, দলের হয়ে একটি ম্যাচেও খেলার সুযোগ না পেলেও তিনি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বাইরে থেকে। ট্রফি জয়ের পর খুবই উৎফুল্ল দেখিয়েছে তাকে। বৃহস্পতিবার চাহাল তার ইনস্টাগ্রামে ক্রিকেট বিশ্বকাপ জেতার পর ওয়ানখেড়েতে ট্রফি নিয়ে ঘোরার মুহূর্তটা শেয়ার করেছেন। তার শেয়ার করা ফটোটি প্রকাশ্যে আসা মাত্রই ভারতীয় ভক্তরা বেশ পছন্দ করেছেন ছবির ক্যাপশনে চাহাল লিখেছেন ‘TBT’ যার অর্থহলো ‘Throwback Thursday’।
ভক্তরা মনে করছেন চাহাল এই পোস্টের মাধ্যমে তার অবসরের ঘোষণা দিচ্ছেন। তবে বর্তমানে চাহালকে কাউন্টি ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। কাউন্টি ক্রিকেটের দুই ম্যাচে কেবলমাত্র ১ উইকেট পেয়েছেন তিনি। এর আগে কাউন্টি ওয়ানডে কাপে ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। চাহাল তার ক্যারিয়ারে ভারতের জার্সিতে মোট ৭২ ওডিআই ম্যাচে ১২১ উইকেটে নিয়েছেন ও ৮০ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৯৬ উইকেট নিয়েছেন।