ডিভোর্স হলো চাহাল-ধনশ্রীর, সোশ্যাল মিডিয়ায় তারকা স্পিনার করলেন কনফর্ম !! 1

 সম্ভবত বিচ্ছেদের পথেই হাঁটছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মা। টিম ইন্ডিয়ার তারকা লেগস্পিনার ২০২০ সালের ডিসেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন পেশায় নৃত্যশিল্পী ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ধনশ্রীর সাথে। নাচের একটি অনলাইন ক্লাসের সূত্রেই আলাপ দু’জনের। সেখান থেকে প্রণয়, এবং তারপর পরিণয়। সোশ্যাল মিডিয়ায় নিজেদের যুগল জীবনের নানা মুহূর্ত ফলোয়ারদের সাথে ভাগ করে নিতেন তাঁরা। কখনও ধনশ্রীর নাচের ভিডিওতে কোমর দোলাতে দেখা যেত চাহাল’কে, আবার কখনও স্বামীর জন্য গলা ফাটাতে গ্যালারিতে হাজির থাকতেন ধনশ্রীও (Dhanashree Verma)। অল্প সময়ের মধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তাঁরা। কিন্তু ‘ফরএভার’-এর পথটা আর একসাথে হাঁটা হলো না তাঁদের। চার বছর হতে না হতেই মিলছে সম্পর্কে দাঁড়ি পড়ার ইঙ্গিত।

Read More: “শামি’কে নিয়ে ছেলেখেলা চলছে…” রবি শাস্ত্রীর নিশানায় BCCI, তুললেন দলে ফেরানোর দাবী !!

বিচ্ছেদ আসন্ন চাহাল ও ধনশ্রীর-

Yuzvendra Chahal and Dhanashree Verma | Image: Twitter
Yuzvendra Chahal and Dhanashree Verma | Image: Twitter

যে সোশ্যাল মিডিয়া যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মা’কে (Dhanashree Verma) দেশজোড়া খ্যাতি এনে দিয়েছিলো, সেখানে চোখ রেখেই ডিভোর্সের আভাস পেয়েছেন দুই সেলিব্রিটির অনুরাগীরা। নিজেদের ইন্সটাগ্রাম থেকে অপরের সব ছবি মুছে ফেলেছেন দু’জনেই। এমনকি ‘আনফলো’ও করে দিয়েছেন একে অপরকে। তারকা যুগলের এক ঘনিষ্ট সূত্র সংবাদমাধ্যম’কে জানিয়েছে, “ডিভোর্স কেবল সময়ের অপেক্ষা। কিছুদিনের মধ্যেই সিলমোহর পড়বে বিচ্ছেদের সিদ্ধান্তে। কেন বিচ্ছেদ হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত যে আগামীর পথটা তাঁরা একে অপরকে ছাড়াই হাঁটার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।” মাসখানেক আগেই বিবাহবিচ্ছেদ হয়েছিলো টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল অভিনেত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচের। ক্রিকেট ও বিনোদন জগতের আরও এক জুটি ভাঙলো নতুন বছরের শুরুতেই।

ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন চাহাল-

Yuzvendra Chahal and Dhanashree Verma | Image: Twitter
Dhanashree Verma and Yuzvendra Chahal | Image: Twitter

ডিভোর্সের চর্চার মাঝেই ইন্সটাগ্রামে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। দিনকয়েক আগে স্টোরিতে লেখেন, “মানুষের চরিত্রের উপর স্পটলাইট ফেলে তার কঠিন পরিশ্রম। আপনি আপনার যাত্রাপথটা জানেন। যন্ত্রণাটা জানেন। এই পর্যায়ে পৌঁছতে কি করতে হয়েছে আপনাকে তাও আপনি জানেন। গোটা বিশ্ব জানে। মাথা উঁচু করে বাঁচুন। বাবা-মা’কে গর্বিত করতে প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। একজন গর্বিত সন্তানের মত মাথা উঁচু করে থাকুন সর্বদা।” আজ আবার গ্রীক দার্শনিক সক্রেটিসের একটি বাণী ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি। ইংরেজিতে লেখা উদ্ধৃতিটির তর্জমা করলে দাঁড়ায়, “যারা কলরবের উর্দ্ধে উঠে শুনতে পারেন তাঁদের জন্য নৈঃশব্দ্য আদতে একটি গভীর সুর।” চাহালের (Yuzvendra Chahal) নৈঃশব্দের মাঝে বিচ্ছেদের সুরই শুনছেন নেটিজেনরা।

দেখুন সেই ইন্সটাগ্রাম স্টোরিটি-

Yuzvendra Chahal | Image: Instagram

Also Read: “এবার বউ টাও জিতে নিলো…” ধনশ্রী-চাহালের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হতেই সমাজ মাধ্যমে ট্রেন্ডিং শ্রেয়স আইয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *