chahal-on-relationship-with-rj-mahvash

২০২০ সালের ডিসেম্বরে নৃত্যশিল্পী ও সোশ্যাল মিডিয়া তারকা ধনশ্রী বর্মা’র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছিলো তাঁদের জুটি। নেটদুনিয়ায় দাম্পত্য জীবনের নানান টুকরো ছবি অনুরাগীদের সাথে ভাগ করে নিতেন তাঁরা। বিভিন্ন সময় গ্যালারিতে চাহালের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে ধনশ্রী’কে। আবার তিনি যখন একটি নাচের রিয়্যালিটি শো’তে যোগ দিয়েছিলেন তখন প্রকাশ্যেই স্ত্রী’র সমর্থনে মুখ খুলেছিলেন হরিয়ানার লেগস্পিনারও। চাহালের (Yuzvendra Chahal) ক্রিকেট দুনিয়ার একঝাঁক বন্ধু’ও পাশে দাঁড়িয়েছিলেন ধনশ্রী’র (Dhanashree Verma)। কিন্তু সুখের সংসার টেকে নি বেশী দিন। মাসখানেক আগে থেকেই শোনা যাচ্ছিলো ফাটলের গুঞ্জন। শেষমেশ সত্যি হয় আশঙ্কাই। আইপিএল শুরুর আগে ডিভোর্স চূড়ান্ত হয় তাঁদের। ৪.৭৫ কোটি টাকা খোরপোশ দিতে হয় চাহালকে।

Read More: “মানহানির নোটিশ পাঠাবো..”, মহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগে এনে হুমকি হাসিন জাহানের !!

নতুন সম্পর্কে যুজবেন্দ্র চাহাল-

Yuzvendra Chahal and RJ Mahvash | Image: Twitter
Yuzvendra Chahal and RJ Mahvash | Image: Twitter

ধনশ্রী’র সাথে ডিভোর্সে সরকারী সিলমোহর পড়ার আগে থেকেই যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) নয়া সম্পর্ক নিয়ে চর্চা চলছিলো নেটদুনিয়ায়। একাধিকবার আর জে মাহবেশের (RJ Mahvash) সাথে ফ্রেমবন্দী হয়েছিলেন টিম ইন্ডিয়ার স্পিন তারকা। আইপিএল চলাকালীনও চাহালের সমর্থনে প্রায় প্রত্যেক ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছিলো প্রতিথযশা রেডিও জকি’কে। সেই সময় নিয়মিত ক্রিকেট তারকার সাথে সেলফিও ইন্সটাগ্রামে পোস্ট করেন মাহবেশ। একটি সাক্ষাৎকারে হার্দিক পান্ডিয়া বলেছিলেন, “মাহা (মাহবেশ) ইউজি’র জীবনে খুশি ফিরিয়ে দিয়েছে।” তাঁর সেই মন্তব্যের পর আরও বেড়েছিলো প্রেম জল্পনা। নতুন সম্পর্কের গুঞ্জনে সত্যতা কতটা? খোদ চাহালকেই (Yuzvendra Chahal) সেই প্রশ্নের সম্মুখীন হলো নেটফ্লিক্সের কপিল শর্মা শো’তে। সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেন নি ক্রিকেট তারকা। তবে যা রটে তার কিছুটা যে ঘটে, তার আন্দাজ মিলেছে তাঁর উত্তর থেকে।

কপিলের অনুষ্ঠানে এক নারীর বেশে হাজির হয়েছিলেন বলি তারকা ক্রুষ্ণা অভিষেক। চাহাল’কে (Yuzvendra Chahal) ‘জুসি’ আখ্যা দেন তিনি। মাহবেশের (RJ Mahvash) সাথে লেগস্পিনারের সেলফিগুলির দিকে ইঙ্গিত করে বলেন, “ভয় পাচ্ছেন কেন? ইন্সটাগ্রামে তো আপনাকে দেখি। মনে তো হয় না যে আপনার ভয়ডর রয়েছে।” কমেডিয়ান কিকু সারদাও আর জে মাহবেশের সাথে নয়া সম্পর্ক নিয়ে খোঁচা দেন চাহাল’কে (Yuzvendra Chahal)। ক্রিকেট তারকা’র জামায় লেগে থাকা একটি লিপস্টিকের দাগের দিকে ইঙ্গিত করে বলেন, “এসব কি চলছে যুজবেন্দ্র চাহালজি? ওনার পরিচয় গোটা ভারত জানতে চায়। আজকাল আপনি এভাবেই থাকেন দেখি।” ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন হরিয়ানার লেগস্পিনার। বলেন, “ভারত ইতিমধ্যেই জেনে গিয়েছে।” মুখ খুলেছেন ঋষভ পন্থ’ও (Rishabh Pant)। সতীর্থ’কে খানিক খোঁচা দিয়ে তিনি বলেন, “ও তো এখন মুক্ত পুরুষ।”

কপিলের শো’তে চাঁদের হাট-

কপিলের শো-এ হাজির ক্রিকেটের নক্ষত্রেরা-

Rishabh Pant and Gautam Gambhir | Image: Getty Images
Rishabh Pant and Gautam Gambhir | Image: Getty Images

কপিল শর্মা শো-এর আসন্ন এপিসোডে দেখা যাবে একঝাঁক ক্রিকেট নক্ষত্রকে। যুজবেন্দ্র চাহাল, ঋষভ পন্থ তো রয়েছেনই। সাথে থাকছেন ওপেনার অভিষেক শর্মা ও টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর’ও। আলাপচারিতায় উঠে এসেছে মাঠ ও মাঠের বাইরের নানা বিষয়। ড্রেসিংরুমের জামাইবাবু কে? যে কিনা সব কিছু নিয়েই অভিযোগ করেন, প্রশ্ন করেছিলেন কপিল শর্মা। ঋষভ পন্থ ও যুজবেন্দ্র চাহাল সমস্বরে উচ্চারণ করেন মহম্মদ শামি’র নাম। হাসিমুখে গম্ভীরের সংযোজন, “এমন জামাইবাবু যে কিনা দুই বছর ধরে বাড়ি আসে নি।” সত্যিই চোটের জন্য ২০২৩-এর নভেম্বর থেকে খেলতে পারেন নি শামি। ২০২৫-এর গোড়ায় তাঁকে ফেরানো হয়েছিলো জাতীয় দলে। কিন্তু ফের চোটের কারণেই ছিটকে গিয়েছেন তিনি। বাংলার পেসারের অনুপস্থিতিকে যেভাবে হাসির মোড়কে তুলে ধরেছেন গম্ভীর, তা ইতিমধ্যেই ভাইরাল নেটমাধ্যমে।

দেখুন শো-এর ট্রেলার-

Also Read: ব্যাট করতে গিয়ে অদ্ভুত কান্ড ঘটালেন ঋষভ পান্থ, সেই মজার ভিডিও ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *