chahal-dhanashree-to-be-parents-soon

আরও একবার আইপিএলে নজর কাড়লেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। রাজস্থান রয়্যালস জার্সিতে তিনি ১৬ ম্যাচে তুলে নিয়েছেন ১৮ উইকেট। এই মরসুমে প্রথম বোলার হিসেবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে ২০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করার রেকর্ডও গড়ে ফেলেন তিনি। বল হাতে তাঁর দাপুটে ফর্মের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-ও। গতবছরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়েছিলো চাহালকে (Yuzvendra Chahal)। খেলেন নি এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ’ও। এমনকি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা আফগানিস্তান সিরিজেও জায়গা হয় নি তাঁর। আইপিএলের ফর্মের সুবাদেই জায়গা মিলেছে টি-২০ বিশ্বকাপের দলে। ক্রিকেটমহলে জোর গুঞ্জন মাঠের পাশাপাশি মাঠের বাইরেও জীবনেও সুখবর অপেক্ষা করে রয়েছে তাঁর জন্য।

Read More: ENG vs PAK: “এত মার খান কেন?” সমর্থকের প্রশ্নে ঘোর অস্বস্তিতে পাক অলরাউন্ডার শাদাব খান !!

হরিয়ানার ক্রিকেটতারকার ফোকাসে আপাতত রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আইপিএলের (IPL) দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে ছিটকে যাওয়ার পর দিনকয়েকের বিশ্রামে ছিলেন তিনি। রোহিত শর্মা (Rohit Sharma), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), জসপ্রীত বুমরাহ’রা (Jasprit Bumrah) ২৫ মে নিউ ইয়র্কের উদ্দ্যেশ্যে যাত্রা করলেও যান নি চাহাল। রাজস্থান রয়্যালস সতীর্থ যশস্বী জয়সওয়াল, আবেশ খানদের সাথে তিনি গেলেন ২৭ তারিখ রাতে। মুম্বই বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের ফ্লাইট ধরেন তাঁরা। যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সাথে ছিলেন তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা’ও। পেশায় নৃত্যশিল্পী ধনশ্রী (Dhanashree Verma) গত ২০২২-এ টি-২০ বিশ্বকাপের সময়েও স্বামীর পাশে থাকতে হাজির হয়েছিলেন অস্ট্রেলিয়া। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের চাহালের সাথে যাচ্ছেন তিনি।

মুম্বই বিমানবন্দরের অন্দরে চাহালের (Yuzvendra Chahal) সাথে ধনশ্রীর (Dhanashree Verma) একটি ছবি সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। ছবিতে ভারতীয় দলের চিহ্ন দেওয়া সাদা ট-শার্টে দেখা গিয়েছে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। কালো রঙের একটি ঢিলেঢালা পোশাকে ফ্রেমবন্দী হয়েছেন ধনশ্রী। অনেকেই এই পোশাককে ‘মেটারনিটি ড্রেস’ বা মাতৃত্বকালীন পোশাক বলে অভিহিত করেছেন। নেটিজেনদের একাংশ জানিয়েছেন যে অন্যান্যবারের মত এবার আইপিএলে নিয়মিত ধনশ্রী ভার্মাকে (Dhanashree Verma) দেখা যায় রাজস্থান রয়্যালস গ্যালারিতে। তাহলে কি পরিবারে নতুন সদস্যের আগমনের সম্ভাবনা তৈরি হওয়াতেই মাঠ ও ক্যামেরা থেকে এতদিন দূরে ছিলেন তিনি? প্রশ্ন রয়েছে অনুরাগীদের মনে। এখনও পর্যন্ত চাহাল বা ধনশ্রী অবশ্য এই নিয়ে মুখ খোলেন নি।

Also Read: T20 বিশ্বকাপের আগেই দলে বড় পরিবর্তন, অধিনায়ত্ব পেলেন কোহলি তো ভাগ্য খুললো এই তরুণ ক্রিকেটারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *