chahal-dhanashree-headed-for-divorce

ভারতীয় ক্রিকেট ও বিনোদন জগতের বহুচর্চিত জুটি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মা’র (Dhanashree Verma) বিবাহিত জীবন কি শেষের পথে? দুই তারকার ঘনিষ্ঠ সূত্র মারফত খবর মিলেছে তেমনটাই। সংবাদমাধ্যমকে চাহাল-ধনশ্রী’র এক ‘কাছের মানুষ’ জানিয়েছেন, “ডিভোর্স হচ্ছেই। কিছুদিনের মধ্যেই সিলমোহর পড়বে বিচ্ছেদের সিদ্ধান্তে। ঠিক কি কারণে তাঁরা ডিভোর্সের পথে হাঁটছেন তা এখনই স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত যে আগামীর পথটা তাঁরা একে অপরকে ছাড়াই হাঁটার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।” ২০২০ সালের ডিসেম্বরে ভারতীয় দলের তারকা লেগস্পিনারের সাথে বিয়ে হয়েছিলো সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্য কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা’র (Dhanashree Verma)। বছর চারেক একসাথে থাকার পর হচ্ছে বিচ্ছেদ।

Read More: IND vs AUS 5th Test: সিডনিতে ঋষভ পন্থের ব্যাটিং বিস্ফোরণ, ক্ষোভ ভুলে উচ্ছ্বাস সুনীল গাওস্করের !!

ডিভোর্সের পথে চাহাল ও ধনশ্রী-

Yuzvendra Chahal and Dhanashree Verma | Image: Twitter
Yuzvendra Chahal and Dhanashree Verma | Image: Twitter

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মা’র (Dhanashree Verma) সোশ্যাল মিডিয়া পেজে চোখ রেখে ডিভোর্সের ইঙ্গিত পেয়েছিলেন নেটিজেনরা। সম্পর্কের সুসময়ে মাঝেমধ্যেই ইন্সটাগ্রাম বা ফেসবুকের মত প্ল্যাটফর্মে একে অন্যের ছবি পোস্ট করতেন তাঁরা। কনটেন্ট ক্রিয়েটর ধনশ্রীর বিভিন্ন ভিডিওতেও মুখ দেখিয়েছেন চাহাল (Yuzvendra Chahal)। কিন্তু মাসকয়েক ধরেই তেমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে নি। এমনকি সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে আনফলো’ও করে দিয়েছেন তারকা জুটি। এমনকি যুগলের যে ছবি বা ভিডিওগুলিতে লক্ষ লক্ষ লাইক-কমেন্ট ছিলো একসময়, সেগুলিও সযত্নে মুছে দিয়েছেন দু’জনেই। সম্পর্কের আকাশে যে মেঘের ঘনঘটা সে ব্যাপারে এর থেকেই নিশ্চিত হয়েছিলেন চাহাল-ধনশ্রী’র (Dhanashree Verma) অনুরাগীরা।

মাসখানেক আগেও ক্রিকেট ও বিনোদনদুনিয়ায় অন্যতম সেরা জুটি মনে করা হত চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী’কে। ক্রিকেট তারকা ২০২৩ এশিয়া কাপ ও বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর তাঁর সমর্থনে প্রকাশ্যেই সরব হয়েছিলেন ধনশ্রী। অন্য দিকে ধনশ্রী একটি রিয়্যালিটি শো’তে যোগ দেওয়ার পর স্ত্রী’র সমর্থনে ভোট চাইতেও দেখা গিয়েছিলো চাহাল’কে (Yuzvendra Chahal)। এমনকি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), জস বাটলারের (Jos Buttler) মত চাহালের একঝাঁক সতীর্থ’ও রাজী হয়েছলেন ধনশ্রীর হয়ে ভোট চাইতে। কিন্তু সম্পর্কের এই মাধুর্য্য তাঁদের মধ্যে আপাতত নেই বলেই মনে করছে ওয়াকিবহালমহল। বিচ্ছেদের সিদ্ধান্তে হতাশ অনুরাগীরা। দূরত্ব ভুলে ফের পাশাপাশি হাঁটুন তাঁরা, প্রার্থনাও করেছেন কেউ কেউ। ডিভোর্স নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন নি ধনশ্রী (Dhanashree Verma)। নিশ্চুপ চাহাল’ও।

একই পথে হেঁটেছেন হার্দিক-নাতাশা’ও-

Dhanashree Verma and Yuzvendra Chahal | Image: Twitter
Dhanashree Verma and Yuzvendra Chahal | Image: Twitter

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মার বিচ্ছেদের সাথে হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যাঙ্কোভিচের ডিভোর্সের বিস্তর মিল খুঁজে পাচ্ছেন নেটনাগরিকেরা। গত জুলাই মাসে ডিভোর্সের পথে হেঁটেছিলেন তাঁরা। হার্দিক-নাতাশার বিচ্ছেদের আগাম আঁচও সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড থেকেই পেয়েছিলেন অনুরাগীরা। জাতীয় দলে চাহালের সতীর্থ ছিলেন হার্দিক (Hardik Pandya) আর ধনশ্রীর মতই নাতাশা’ও (Natasa Stankovic) যুক্ত বিনোদন জগতের সাথে। পেশায় তিনি একজন মডেল ও অভিনেত্রী। সার্বিয়াতে জন্ম হলেও বেশ কয়েকটি বলিউড চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। রুপোলি পর্দা ভাগ করে নিয়েছেন সলমন খান, অভিতাভ বচ্চনদের সাথেও। চাহাল-ধনশ্রীর মতই তাঁরাও কোভিড লকডাউন চলাকালীন বিয়ে সেরেছিলেন। ধনশ্রী-চাহালের মতই বিয়ের ঠিক চার বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরাও।

Also Read: IND vs AUS 5th Test: “সব কটাকে তাড়াও…” আবারও ‘ভিলেন’ ব্যাটিং, নেটজনতার রোষে কোহলি-রাহুলরা, উৎকন্ঠা বুমরাহ’কে নিয়ে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *