ব্রেকিং নিউজ: ভারতীয় ভক্তদের মাথায় হাত, অস্ট্রেলিয়া দলে এন্ট্রি নিচ্ছেন বিরাট কোহলি !! 1

বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার হলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের এই কিংবদন্তি তারকা বিশ্ব ক্রিকেট মাতিয়ে রেখেছেন তার প্রদর্শন দেখিয়ে। ভারতীয় ক্রিকেটে ফিটনেসের পরিবর্তন আনতে অন্যতম ভূমিকা তার। পাশাপাশি ব্যাট হাতে বিরাটের পারফরম্যান্স মনোমুগ্ধকর। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও তরুণ খেলোয়াড়দের সঙ্গে ফিটনেস এবং পারফরম্যান্সে টক্কর দিচ্ছেন বিরাট কোহলি। ২০২৩ বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলের এই প্রতিভাবান ক্রিকেটার সচিন টেন্ডুলকারের ওডিআই ফরম্যাটে হাঁকানো সর্বাধিক শতরানের রেকর্ডটি ভেঙেছিলেন। পুরো টুর্নামেন্ট জুড়েই সর্বাধিক রান বানিয়েছিলেন।

কিংবদন্তি হয়ে উঠেছেন কোহলি

Virat Kohli,
Virat Kohli | Image: Getty Images

বিশ্ব ক্রিকেটে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন কোহলি (Virat Kohli)। অনেক কিংবদন্তি ক্রিকেটাররা বিরাটকে সেরা প্লেয়ার হিসাবে মনেও করেন। আগামী ডিসেম্বরে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতে চলেছে, বর্ডার-গাভাস্কার ট্রফি আর এই ট্রফির আগেই অজি ক্রিকেটারদের একটি ভারতীয় খেলোয়াড়কে বেছে নিতে বলা হয়, যাকে তারা অজি দলের হয়ে খেলতে দেখতে চান। এই পরিস্থিতিতে বেশিরভাগ খেলোয়াড়ের ভোট ছিল ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) উপর। তাছাড়া বেশ কিছু খেলোয়াড় বিরাট কোহলিকে (Virat Kohli) বাছাই করে নেন। ১৯৯১-২০১৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার দুঃস্বপ্ন ছিলেন সচিন তেন্ডুলকর, তিনি এই সময়ের মধ্যে ৬৭০৭ রানও বানিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরা পারফরমেন্স দেখান কোহলি

Virat Kohli
Virat Kohli | Image: Getty Images

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২০৩ রান বানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এখনও পর্যন্ত বিরাট কোহলি অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বিরুদ্ধে আটটি টেস্ট সেঞ্চুরি করেছেন ও ৮টি ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছেন। কোহলির ব্যাট গত এক দশকে অস্ট্রেলিয়ান দলকে যন্ত্রণা দিয়েছে, মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির ৮২ রান ২০১৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সর্বশ্রেষ্ঠ মুহূর্ত’ র একটি। কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক ল্যান্ডমার্ক এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ২০১২ সালে অ্যাডিলেডে তিনি তার প্রথম টেস্ট সেঞ্চুরি করেন, এমনকি তার টেস্ট অধিনায়কত্বের অভিষেকও করেন অজিদের বিরুদ্ধেই সেই বিখ্যাত অ্যাডিলেডে। তাছাড়া ওডিআই ক্রিকেটে দ্রুত শতরান করার রেকর্ড রয়েছে কোহলির নামেই তিনি ৫২ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংসও খেলেন অজিদের বিরুদ্ধে।

কোহলির অনেক ইনিংস কাছ থেকে দেখেছেন অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান এলেক্স ক্যারি (Alex Carry)। আর তিনি কোহলিকে নিয়ে বড় বয়ান দিয়ে ফেললেন। মন্তব্য করে তিনি বলেন, “বিরাট কোহলি হলেন রাজা, আমাকে যদি সুযোগ দেওয়া হয় (বাছাই করার), তাহলে আমি বিরাট কোহলিকে বেছে নেব অস্ট্রেলিয়া দলের জন্য।

Read Also: Virat Kohli: ট্রফি জিততে মরিয়া RCB, বিরাট কোহলির শিষ্যকে দেওয়া হচ্ছে দলের অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *