IPL 2025: আইপিএলের মতো বিশ্বের অন্যতম সফল জনপ্রিয় টুর্নামেন্টকে সফলভাবে পরিচালনা করার জন্য বিসিসিআই (BCCI) একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম বেঁধে দিয়েছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শেষ করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন কর্মকর্তারা। ইচ্ছাকৃতভাবে কোনো অধিনায়ক ম্যাচের সময় নষ্ট করলে বা ওভার শুরু করতে দেরি করলে শাস্তির মুখে পড়তে হয় এবং সেই অধিনায়কের ওপর নিষেধাজ্ঞা পর্যন্ত জারি হয়ে থাকে। তবে এবার স্লো ওভার রেটের নিয়মে পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই।
স্লো ওভার রেটের নিয়মে পরিবর্তন-

গত বছর আইপিএলে স্লো ওভার-রেটের অপরাধে বেশ কিছু অধিনায়ক শাস্তির মুখে পড়েছিলেন। এমনকি এই নিয়মের জন্য ক্রিকেটারদের উপর ম্যাচে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত বছর ঋষভ পান্থ (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করতে পারেননি। অন্যদিকে ২০২৪ আইপিএলে স্লো ওভার রেটের অপরাধে দোষী সাব্যস্ত হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই বছর আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে মাঠে নামতে পারবেন না । তবে এবার এই নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে। আর কোনো অধিনায়ককে স্লো ওভার রেটের অপরাধের জন্য তাৎক্ষণিক কোনো ম্যাচে নিষেধাজ্ঞা জারি করা হবে না।
Read More: IPL 2025: KKR ভক্তদের মন ভাঙতে চলেছে বৃষ্টি, ভেস্তে যাবে RCB’র বিরুদ্ধে ম্যাচ !!
বিসিসিআইয়ের (BCCI) একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, “অধিনায়কদের ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। কিন্তু স্লো ওভার রেটের জন্য কাউকে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে না। লেভেল ১ অপরাধের জন্য ম্যাচ ফি-এর ২৫ থেকে ৭৫ শতাংশ জরিমানা করা হবে এবং ডিমেরিট পয়েন্ট আগামী ৩ বছরের জন্য গণনা করা হবে। লেভেল ২ অপরাধ যদি খুবই গুরুতর হয় তাহলে ৪ টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। প্রতি ৪ টি ডিমেরিট পয়েন্টের জন্য ১০০ শতাংশ জরিমানা বা অতিরিক্ত ডিমেরিট পয়েন্ট ম্যাচ আম্পায়ার ধার্য করতে পারবেন। এই ডিমেরিট পয়েন্টের জন্য ভবিষ্যতে একজন অধিনায়ককে নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হতে পারে। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো ম্যাচে কাউকে নিষিদ্ধ করা হবে না।”
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে নিষিদ্ধ হার্দিক-

এই বছর আইপিএলে (IPL 2025) মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে ২৩ মার্চ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (Mumbai Indians vs Chennai Super Kings) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ওপর নিষেধাজ্ঞা থাকায় তিনি অংশগ্রহণ করতে পারবেন না। উল্লেখ্য গত বছর লখনউ সুপার জায়ান্টসের (Lukhnow Super Giants) বিপক্ষে তিনি স্লো ওভার রেটের অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। এটি ছিল তার মরসুমের তৃতীয় অপরাধ। ফলে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ম্যাচ ফি থেকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়। এই অপরাধের জন্য আসন্ন আইপিএলের IPL (2025) প্রথম ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারবেন না। তাই সিএসকের বিপক্ষে প্রথম ম্যাচে মুম্বাইকে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নেতৃত্ব দেবেন।