candice-warner-lambasts-bcci-and-ishan

বলবিকৃতির দায়ে অভিযুক্ত ভারতীয়-এ দল। অভিযোগের আঙুল উঠেছে উইকেটরক্ষক ঈশান কিষণের (Ishan Kishan) দিকেও। গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় প্রথম বেসরকারী টেস্ট ম্যাচে ভারত-এ দল মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া-এ’র (IND-A vs AUS-A)। মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ, নীতিশ কুমার রেড্ডি সমৃদ্ধ ভারত-এ দল পরাজিত হয়েছে বাইশ গজের লড়াইতে। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে লাইমলাইটে জায়গা করে নিয়েছে চতুর্থ দিনের সকালের ঘটনাটি। আতসকাঁচের নীচে ঈশানের (Ishan Kishan) করা বেশ কিছু মন্তব্য’ও। খেলা শুরুর আগে আচমকাই বল বদলের ঘোষণা করেন মাঠে উপস্থিত আম্পায়ার’রা। সেই সময় বোলিং করছিলো ভারত-এ (INDIA-A)। তারা স্বাভাবিক কারণেই খুশি হয় নি বল বদলের সিদ্ধান্তে। তখনই মেজাজ হারান ঈশান (Ishan Kishan)।

ভারত-এ (INDIA-A) দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে আম্পায়ার শন ক্রেগ’কে (Shawn Craig) বলতে শোনা যায়, “তোমরা বলে আঁচড় কাটলে আমরা তা বদলে দেবোই।” আইসিসি’র কোড অফ কন্ডাক্ট অনুযায়ী বল বিকৃতি অত্যন্ত গুরুতর অপরাধ। সহজে এই অভিযোগ মেনে নিতে রাজী হন নি ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু শত প্রতিবাদেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরেন নি দুই আম্পায়ার। ক্ষুব্ধ ঈশান (Ishan Kishan) সেই সময় বলে বসেন, “বিষয়টি অত্যন্ত বোকা-বোকা।” ‘স্টুপিড’-এর মত শব্দও ব্যবহার করেছিলেন তিনি। আম্পায়ার শন ক্রেগ ভালো ভাবে নেন নি ঈশানের আচরণ। তিনি পালটা জানান, “তোমার নামে অবাধ্যতার অভিযোগ করা হবে। এটা অশালীন আচরণ। তোমাদের (দলের) কার্যকলাপের জন্যই আমরা বল বদলাতে বাধ্য হয়েছি।”

Read More: সঙ্কটে শাকিব আল হাসান, সরকারি নির্দেশে ‘ফ্রিজ’ ক্রিকেট তারকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট !!

বল বিকৃতি বিতর্কে মুখ খুললেন ক্যান্ডিস-

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

রিপোর্টে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয় যে বলের আকারগত বিকৃতি আসার কারণেই তা বদলে ফেলা হয়েছিলো। ভারত-এ (INDIA-A) দলের ক্রিকেটারদের বিরুদ্ধে বলে আঁচড় কাটা বা অন্য কোনো অসদুপায় অবলম্বনের অভিযোগ সেখানে করা হয় নি। আম্পায়ারের অভিযোগ নাকি ক্রিকেট সংস্থার রিপোর্ট? কোনটি সঠিক? ফক্স স্পোর্টসের স্টুডিয়োতে সেই প্রশ্নটাই করতে শোনা গেলো ডেভিড ওয়ার্নার’কে (David Warner)। ২০১৮ সালে স্যান্ড পেপার গেট কাণ্ডে যে তিন জন অস্ট্রেলীয় ক্রিকেটার বলবিকৃতির দায়ে শাস্তি পেয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ওয়ার্নার (David Warner)। তাঁকে নির্বাসিত করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (CA), সাথে ভবিষ্যতে কখনও অধিনায়কত্ব দেওয়া হবে না বলেও ঘোষণা করা হয়েছিলো। ভারত-এ নিয়ে সেই CA-র অবস্থান নিয়েই প্রশ্ন তুললেন ওয়ার্নার।

অজি প্রাক্তনী জানান, “চূড়ান্ত সিদ্ধান্ত তো ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে। যেহেতু গ্রীষ্মে ভারতীয় দল এখানে আসছে, সেহেতু ওরা দ্রুত এটা ধামাচাপা দিয়ে দিলো মনে হচ্ছে। তবে আম্পায়াররা যদি মনে করে থাকেন যে কিছু একটা হয়েছে, সেক্ষেত্রে একটা তদন্ত তো হওয়া প্রয়োজন। আমার মনে হয় ম্যাচ রেফারি বা আম্পায়ারদের এখানে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দেওয়া উচিৎ।” বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস’ও (Cadice Warner)। তিনি কটাক্ষে বিঁধেছেন বিসিসিআই-কে। বলেন, “এই ঘটনাটা বুঝিয়ে দেয় ভারত কতটা শক্তিশালী। কতটা মজবুত ওদের অবস্থান। এই আম্পায়ারদের মধ্যেও অনেকে আদতে আইপিএলে যেতে চান।” বলবিকৃতি ও আম্পায়ারের সিদ্ধান্তে উষ্মা প্রকাশের জন্য আইসিসি’র নিয়মবিধি মেনে শাস্তি পাওয়া উচিৎ ভারত-এ ও ঈশান কিষণের, স্পষ্ট বুঝিয়েছেন ক্যান্ডিস।

Also Read: গুরুতর অভিযোগ ঈশান কিষণের বিরুদ্ধে, এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেও হতে চলেছেন নির্বাসিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *