২০২০ সালের টি-২০ তে দেখা যাবে কি মহেন্দ্র সিং ধোনিকে ? 1

বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি, গতকয়েক দিন আগে প্রকাশ করেছে কোথায় এবং কবে হবে আইসিসি ২০১৯ বিশ্বকাপ ৷ তারপর পরেই আইসিসি টি-২০ বিশ্বকাপের সময়সুচী প্রকাশ হলো, যেটা ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে ৷ সেই বিশ্বকাপে ভারতীয় টীমের বড় ভুমিকা থাকবে ৷ কিন্তু প্রশ্ন হলো এই যে, টীমে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি থাকবেন কি না?

২০২০ সালের টি-২০ তে দেখা যাবে কি মহেন্দ্র সিং ধোনিকে ? 2
ভারতীয় টীমের প্রথম ম্যাচ ২৪শে অক্টোবর দক্ষিণ আফ্রিকার সাথে পার্থে হবে ৷ এই ক্রিকেটসূচী প্রকাশের পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে নানারকম জল্পনা ৷

ভারতীয় ক্রিকেটভক্তদের মনে একটি প্রশ্ন বেশি জোরালো হয়ে উঠেছে, তা হলো, ধোনি ২০২০ সালের টি-২০ খেলবেন কি না? ২০১৯ সালের বিশ্বকাপ কি তাঁর জীবনের শেষ বিশ্বকাপ ?

সাল ২০১৮ ধোনির জীবনের খুব একটা খারাপ সময় ছিল ৷ ভক্তদের তেমন খুশি করতে পারেন নি তিনি ৷ কিন্তু ২০১৯ সালের শুরু থেকেই আবারও সেই পুরনো মাহি কে ফিরে পেয়েছে ভক্তরা ৷ তিনি ব্যাট হাতে বুঝিয়ে দিতে চান, যে তিনি টেস্ট থেকে বিদায় নিয়েছেন ঠিকই ,কিন্তু ব্যাট চালাতে ভোলেন নি ৷ আর এই ভাবনা থেকেই ভক্তদের আগ্রহ বেড়েছে, তাঁকে ২০২০ সালের বিশ্বকাপে দেখার জন্য ৷

২০২০ সালের টি-২০ তে দেখা যাবে কি মহেন্দ্র সিং ধোনিকে ? 3

৩৭ বছরে পা রেখেছেন মাহি, কিন্তু এই ৩৭ তাঁর জন্য একটা সংখ্যা মাত্র ৷ তিনি যে ভাবে তাঁর পারদর্শিতার প্রমাণ দিচ্ছেন, তাতে অন্য ক্রিকেটারদের ঈর্ষার বিষয় হয়ে দাড়িয়েছে ৷

মাহি, নিজেকে তৈরী করছেন, তা নয়, সেইসঙ্গে বোলারদেরও দিচ্ছেন নতুন আইডিয়া, যা টীমকে আরো পরিপক্ক করছে ৷

২০২০ সালের টি-২০ তে দেখা যাবে কি মহেন্দ্র সিং ধোনিকে ? 4

মহেন্দ্র সিং ধোনি ২০১৯ বিশ্বকাপের পরেই অবসর নিতে পারেন এমন খবর অনেক দিন ধরে চলছিল ৷ কিন্তু ভক্তদের ২০২০ সালের টি-২০ উপহার দেবেন কি না? নাকি সকলকে চমকে দিয়ে অবসর নিয়ে নেবেন সেটাই এখন দেখার ৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *