আজ অর্থাৎ ১৬ ডিসেম্বর আবুধাবিতে ২০২৬ আইপিএলের (IPL 2026 Mini Auction) মিনি নিলাম অনুষ্ঠিত হচ্ছে। এই নিলামের জন্য ইতিমধ্যেই ৩৫৯ জন ক্রিকেটারের নাম শর্টলিস্ট করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ২৪৬ জন ভারতীয় এবং ১১৩ জন বিদেশি ক্রিকেটার। তবে এর মধ্যে ৭৭ জন খেলোয়াড়ের ভাগ্য নির্ধারণ হবে। এই তালিকায় ৪০ জন ক্রিকেটার রয়েছেন যাদের বেস প্রাইস ২ কোটি টাকা। এই তালিকায় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) এবং রবি বিষ্ণোই’ (Ravi Bishnoi)’এর মতো তারকা। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) পার্সে সবচেয়ে বেশি অর্থ নিয়ে আজ নিলামে নেমেছে। ৬৪.৩০ কোটি টাকা খরচ করতে তারা প্রস্তুত।
Read Also: টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর, ব্যক্তিগত কারণে দল ছাড়লেন জসপ্রীত বুমরাহ !!
কলকাতায় ক্যামেরন গ্রিন-

এই বছর আইপিএলে (IPL 2025) চোটের কারণে ক্যামেরন গ্ৰিন (Cameron Green) অংশগ্রহণ করেননি। ফলে ২০২৬ মিনি নিলামে এই তারকা অলরাউন্ডারকে নিয়ে প্রথম থেকেই একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহ ছিল। আজ নিলামে কলকাতা নাইট রাইডার্স প্রথম থেকেই তাকে দলে নেওয়ার জন্য আগ্ৰহ প্রকাশ করে। রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals) দলে নেওয়ার জন্য রীতিমতো ঝাঁপিয়ে ছিল। দম ১০ কোটি ছাড়িয়ে যাওয়ার পর এক সময় রাজস্থান হাল ছেড়ে দেয়।
এরপর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে টক্কর দিতে শুরু করে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তারা আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো ক্রিকেটারের জন্য এত দীর্ঘ বিডিং করেনি। দাম পৌঁছে যায় ২০ কোটির ওপর। শেষে পর্যন্ত নাইট বাহিনী ২৫ কোটি ২০ লাখ টাকায় ক্যামেরন গ্ৰিনকে নিজেদের দলে তোলে। স্টার্ককে ছাপিয়ে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হয়ে ওঠেন এই তারকা।