যুদ্ধের অবহে বন্ধের পথে IPL, স্পেশাল মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে BCCI !! 1

আজ আইপিএল ২০২৫’এর (IPL 2025) হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস (PBKS vs DC)। তবে, নিরাপত্তা জনিত সমস্যার কারণে পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করা হয়। দুই দলকে একটি করে পয়েন্ট তুলে দেওয়া হয়েছে। আজকে, ৫৮তম ম্যাচের পর দুই দলকে একটি করে পয়েন্ট তুলে দেওয়া হয়েছে। এদিন পাঞ্জাব ও দিল্লির লড়াই বন্ধ হওয়ার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়ে দিয়েছেন আগামীকাল অর্থাৎ শুক্রবার ৯মে, বিসিসিআই এই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে।

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে রয়েছে ধোঁয়াশা

Ipl 2025
IPL 2025 | Image: Getty Images

তবে, বাড়তি সময় নষ্ট করতে চাইছে না আইপিএল গভার্নিং কাউন্সিল। সূত্রের দাবি, বৃহস্পতিবার রাত ১০.১৫ নাগাদই এই বৈঠক শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতে থাকা দ্বন্ধের মধ্যেই আইপিএলে বেশ কয়েকটি দলের ক্রিকেটারদের মধ্যেই ভয়ের আবহ সঞ্চার হয়েছে। যেহেতু পুরো ভারত জুড়েই এই টুর্নামেন্ট হয়, আর এখানে প্রচুর বিদেশি খেলোয়াড়রাও যুক্ত। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই (BCCI) বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখছে।

Read More: IPL 2025: ভারতে হামলার ছক পাকিস্তানের, ধর্মশালা থেকে ম্যাচ সরিয়ে দিলো BCCI !!

আগামীকাল আইপিএল ২০২৫’এর মঞ্চে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুখোমুখি হতে চলেছে। আর এই ম্যাচ হওয়ার কথা উত্তরপ্রদেশেই, এই খেলা আদেও হবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই ভারত-পাকিস্তান যুদ্ধের আঁচের মধ্যে বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট করা হয়েছে। রাজস্থান, পাঞ্জাব, জম্মুর বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট করা হয়েছে। শুধু তাই নয়, পাকিস্থানের ড্রোন হামলার জেরে এবার বন্ধ হয়েছে আইপিএল ম্যাচ। ধর্মশালাতে খেলার মাঝেই হঠাৎ করে ব্ল্যাকআউট করা হয়। যে কারণে মাঝ পথেই মাঠের আলো নিভে যায় এবং খেলা বন্ধ হয়ে যায়।

বৈঠকে শামিল হয়েছেন বিসিসিআই কর্মকর্তারা

সাম্প্রতিক পরিস্থিতির জেরে তাঁদের নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। নিরাপত্তার কারণে দেশের বেশ কিছু বিমান বন্দর বন্ধ রয়েছে। যার ফলে ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্সের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। ধর্মশালা এবং চন্ডীগড়ের বিমানবন্দর আপাতত বন্ধ। সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ব্রডকাস্টারদের জন্য ধর্মশালা থেকে প্রায় ১০০ কিমিরও বেশি দূরে উনা রেল স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনের ব্যাবস্থা করা হয়েছে সেই ট্রেনেই ফেরানো হবেন তাদের।

Read Also: IPL 2025: বন্ধ বিমানবন্দর, ধর্মশালা ছাড়তে শ্রেয়স-রাহুলদের জন্য বিশেষ আয়োজন BCCI-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *