২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছে গোটা ভারত। ঐতিহাসিক এই সাফল্যের নেপথ্যে যেমন পুরো দলই সমানভাবে অবদান রেখেছে, তেমনই বিশেষভাবে নজর কেড়েছেন বাংলা কন্যা রিচা ঘোষ। শিলিগুড়ির এই তারকা উইকেটকিপার-ব্যাটার দুর্দান্ত ব্যাটিং ও নির্ভীক মানসিকতার জন্য ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন। এবার সেই কৃতিত্বকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)।
প্রথম বাঙালি হিসাবে বিশ্বকাপ জয় রিচা ঘোষের

জানা গেছে, বিশ্বকাপজয়ী রিচার হাতে তুলে দেওয়া হবে এক বিশেষ ‘সোনার ব্যাট’। আগামী শনিবার, ৮ নভেম্বর, কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে এক স্মরণীয় অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন ক্রিকেট দুনিয়ার বহু তারকা। আরও জানা যাচ্ছে, এই সোনার ব্যাটটিতে স্বাক্ষর থাকবে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি—সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর। বাংলা থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটে আলো ছড়ানো রিচাকে সম্মান জানাতেই এই উদ্যোগ CAB-এর।
Read More: মহিলা বিশ্বকাপে সিনিয়র-জুনিয়রদের মধ্যে চুলোচুলি, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য !!
বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট জুড়ে রিচার ব্যাট ছিল ঝলমলে। ৮ ইনিংসে তিনি ১৩৩.৫২ স্ট্রাইক রেটে করেছেন ২৩৫ রান। ভারতীয় দলের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি স্থান পেয়েছেন প্রথম পাঁচে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে তার ২৪ বলে ৩৪ রানের আক্রমণাত্মক ইনিংস টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পাশাপাশি, এক বিশ্বকাপ টুর্নামেন্টে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন রিচা। ওয়েস্ট ইন্ডিজের তারকা ডিয়েন্ড্রা ডটিনের ১২ ছক্কার রেকর্ডের সমান হাঁকান তিনি। CAB সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় রিচার এই সাফল্যে আপ্লুত।
সৌরভের থেকে সম্মান পাবেন রিচা

তাঁর কথায়, “রিচা তার সাহসী ক্রিকেট দিয়ে শুধু বাংলাকেই নয়, গোটা দেশকে গর্বিত করেছে। তাকে সম্মানিত করা আমাদের কাছে বিশেষ মুহূর্ত।” তিনি আরও বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে রিচার যে লড়াকু মানসিকতা ও ধারাবাহিক পারফরম্যান্স, তা পরবর্তী প্রজন্মের মহিলা ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে।” একদিকে দেশের গৌরবময় বিশ্বকাপ জয়, অন্যদিকে বাংলার মেয়ের অসামান্য কীর্তি – সব মিলিয়ে শনিবারের ইডেন গার্ডেন্সে রিচাকে ঘিরে তৈরি হবে এক অনন্য উৎসবের আবহ।