CAB’র আর্জিতে ‘সায়’ BCCI’এর, ইডেনে নিষিদ্ধ হলেন দুই ধারাভাষ্যকার !! 1

আজ আইপিএল ২০২৫ (IPL 2025) এর মেগা মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা তাদের ঘরের মাঠে শুভমানদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এবারের আইপিএলে ৩৮টি ম্যাচের গুজরাত শীর্ষ স্থানে রয়েছে গুজরাত। অন্যদিকে সপ্তম স্থানে নেমে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে নাইট রাইডার্স দলের ব্যাটিং ব্যর্থতা তাদের পরাজয়ের মূল বিষয়বস্তু হয়ে উঠেছে। নাইট শিবিরে অভিষেক নায়ারের যোগদানের পর দলের ব্যাটিংয়ে উন্নতি দেখার আশা রাখছে নাইট ভক্তরা।

গুজরাতের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচের আগে ইডেন গার্ডেন্সে ধারাভাষ্য দিতে ব্যান হলেন দুই জনপ্রিয় ধারাভাষ্যকার। চলতি আইপিএল শুরু হওয়ার আগে ক্রিকেটারদের আপত্তিতে ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ পড়তে হয়েছিল প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানকে (Irfan Pathan)। এবার বিসিসিআইয়ের রোষের মুখে পড়লেন হর্ষ ভোগলে (Harsha Bhogle) এবং সাইমন ডুল (Simon Doull)। জানা গিয়েছে, আইপিএলে (IPL 2025) তাঁরা ইডেন গার্ডেন্সের বাকি ম্যাচগুলিতে আর ধারাভাষ্য দিতে পারবেন না।

Read More: IPL 2025: দলের পারফর্ম্যান্সে খুশি নন শাহরুখ, শীঘ্রই বড়সড় রদবদল দেখা যাবে KKR-এর অন্দরমহলে !!

সুজন মুখার্জির সমালোচনা করেছিলেন ভোগলে ও ডুল

Ipl 2025
Harsha Bhogle and Simon Doull | Image: Twitter

প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সের পিচ প্রস্তুতকারক সুজন মুখার্জির সমালোচনা করেছিলেন ভোগলে ও ডুল। যার বিরুদ্ধে বিসিসিআইয়ের কাছে অভিযোগ জানায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)। চলতি আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে নাইট রাইডার্সকে ৭ উইকেটে পরাস্ত করেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে, এদিন নাইট দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। প্রত্যাশামতো স্পিন সহায়ক পিচ না পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে, রাহানের এই বয়ানের পাল্টা জবাব দিয়ে সুজন মুখার্জি জানিয়ে দিয়েছিলেন ইডেনে স্পিন ট্রাক বানানো সম্ভব নয়।

তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেন ভোগলে এবং ডুল। ক্রিকবাজের এক সাক্ষাৎকারে ডুল বলেন, “স্টেডিয়ামের জন্য প্রতিটি ফ্রাঞ্চাইজিকে টাকা দিতে হয়। তবুও যদি পছন্দের মতন পিচ না পান তাহলে ঘরের মাঠ বদলের প্রয়োজন রয়েছে। খেলা সম্পর্কে কোনো মতামত দেওয়া কিউইরেটরের কাজ নয়।” ডুলের কথা সমর্থন করে ভোগলে মন্তব্য করে জানান, “একটা দল ঘরের মাঠে খেললে তদের সেই মাঠের সুবিধা পাওয়া উচিত। কেকেআর বোলারদের জন্য পিচের কথা বলছে। ওদের সেই ধরনের পিচ পাওয়া উচিত। তবে কিউরেটর পিচ পরিবর্তন সম্ভব নয় বলে জানান তা মেনে নেওয়া সম্ভব নয়।

ইডেনে ব্যান হলেন দুজনেই

CAB’র আর্জিতে ‘সায়’ BCCI’এর, ইডেনে নিষিদ্ধ হলেন দুই ধারাভাষ্যকার !! 2
Harsha Bhogle and Simon Doull | Image: Twitter

তবে তাঁদের এই মন্তব্য ভাল ভাবে নেননি সিএবি কর্তারা। বোর্ডের নির্দেশ মেনেই পিচ তৈরি হয় ইডেনে, আর বিসিসিআইয়ের বেঁধে দেওয়া বিধি তাঁরা মেনেই চলে। আইপিএল শুরুর আগেই বিসিসিআই পিচ প্রস্তুতকারীদের নির্দেশিকা পাঠানো হয়েছিল। সেই মতন পিচ তৈরি করেন সুজন। এবার সুজনের পাশে দাঁড়িয়ে ভোগলে এবং ডুলকে ইডেনে নিষিদ্ধ করার দাবি জানায় সিএবি। চিঠিতে পিচ পিচ প্রস্তুতকারীর সমালোচনা করে সংস্থাকেই (CAB) অপমান করেছেন দুই ধারাভাষ্যকার। তাই তাদেরকে ইডেনের ম্যাচগুলোর জন্য ধারাভাষ্য করতে দেওয়া না হয় তার জন্য বিসিসিআইয়ের কাছে আর্জি জানিয়েছে সিএবি। আর সিএবির এই অভিযোগ মান্নতা দেয় বিসিসিসাই এবং যার জেরেই ভোগলে এবং ডুলকে ইডেনে আর ধারাভাষ্য করতে দেখতে পাওয়া যাবে না।

Read Also: IPL 2025: অভিষেক নায়ার এন্ট্রি নিতেই কপাল পুড়লো আইয়ারের, একাদশ থেকে করছেন আউট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *