ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের ঝড় !! 1

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে আগ্রাসী মনোভাব নিয়ে বর্তমানে ইংল্যান্ড ভারতের (IND vs ENG) থেকে অনেকটাই এগিয়ে গেছে। ব্লু ব্রিগেডদের এই ম্যাচে বর্তমানে জয় তুলে নেওয়া প্রায় অসম্ভব। তবে শুভমান গিল (Shubman Gill) এবং কেএল রাহুলের (KL Rahul) মরিয়া লড়াই ম্যাচটি ড্রয়ের দিকে নিয়ে যেতে পারে। তার জন্য পঞ্চম দিনে ভারতীয় ব্যাটসম্যানদের দক্ষতার সঙ্গে মাঠে পড়ে থেকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এইরকম পরিস্থিতির মধ্যেই এবার ইংল্যান্ডের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ সামনে এসেছে। চলতি গুরুত্বপূর্ণ ম্যাচের চতুর্থ দিনে ব্রাইডন কার্সের (Brydon Carse) একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Read More: IND vs ENG 4th Test: ভরসা যোগাচ্ছেন রাহুল-শুভমান, ধাক্কা সামলে লড়াই জারি টিম ইন্ডিয়া’র !!

বল টেম্পারিংয়ে অভিযুক্ত কার্স-

ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের ঝড় !! 2
Brydon Carse | Images: Getty Images

ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে নেমে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এরপর সাই সুদর্শন‌ও (Sai Sudarshan) ব্যাট করতে নেমে খাতা খুলতে পারেননি। এইরকম বিপর্যয়ের মুখে শুভমান গিল (Shubman Gill) এবং কেএল রাহুল (KL Rahul) ভারতীয় দলের হয়ে হাল ধরেন। তারা দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এই ইনিংসের ১২ তম ওভারে ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে বিপক্ষদের চাপের মুখে ফেলার চেষ্টা করেন।

এইরকম সময় ইংল্যান্ডের তারকা পেসার ব্রাইডন কার্সকে (Brydon Carse) অন্যায্য পন্থা অবলম্বন করতে দেখা যায়। তিনি বলের ওপর বুট দিয়ে চেপে বিকৃতি করার চেষ্টা করেন। পা দিয়ে বলটি বাউন্ডারি বা সিঙ্গেল থামানোর জন্য কার্স চেষ্টা করছিলেন না। ভাইরাল হ‌ওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি বলের এক পাশে ঘষে ফেলার চেষ্টা করছেন। যাতে খুব তাড়াতাড়ি ইংল্যান্ডের বোলাররা রিভার্স সুইং করতে পারেন‌। ধারাভাষ্য করার সময় অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting) বিষয়টি লক্ষ্য করেছিলেন। ফলে ব্রাইডন কার্সের এই ভূমিকা ক্রিকেট মহলের রীতিমতো সমালোচিত হচ্ছে।

দেখুন সেই ভিডিওটি-

রাহুল-গিলের দুরন্ত লড়াই-

ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের ঝড় !! 3
Shubman Gill and KL Rahul | Images: Getty Images

ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে লড়াই চালিয়ে ৩৫৮ রান সংগ্রহ করেছিল ভারতীয় দল। এই রান তাড়া করতে নেমে জো রুটের (Joe Root) ১৫০ রানে এবং বেন স্টোকসের (Ben Stokes) ১৪১ রানে ভর করে ইংল্যান্ড ৬৬৯ রানে পৌঁছে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে ওপেনিং করতে নেমে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) শূন্য রানে আউট হয়ে গেলে ব্লু ব্রিগেডরা চাপের মুখে পড়ে যায়। প্রথমেই ভারত শূন্য রানে পরপর দুই উইকেট হারিয়ে ফেলে। এইরকম পরিস্থিতিতে দলের হয়ে হাল ধরেন শুভমান গিল (Shubman Gill) ও কেএল রাহুল (KL Rahul)।

তারা দুজনে মিলে এখনও পর্যন্ত ৩৭৩ বলে ১৭৪ রানের পার্টনারশিপ গড়েছেন। চতুর্থ দিনের শেষে কেএল রাহুল (KL Rahul) ২১০ বলে ৮৭ রানে এবং শুভমান গিল (Shubman Gill) ১৬৭ বলে ৭৮ রানে অপরাজিত আছেন। চলতি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন এই দুই তারকা। এখনও পর্যন্ত গিল ৪ ম্যাচে ৬৯৭ রান সংগ্রহ করে এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী। অন্যদিকে এখনও পর্যন্ত কেএল রাহুল ৪ ম্যাচে সংগ্রহ করেছেন মোট ৫০৮ রান।

Read Also: Asia Cup 2025: ঘোষিত এশিয়া কাপের সূচি, এই দিনে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *