ক্রিকেট মানেই প্রতিটা ভারতবাসীর এক গর্বের সম্পদ। ভারতীয় দেশের জাতীয় খেলা যাই হোক না কেনো ক্রিকেট হলো এমন একটি স্পোর্টস যা নিয়ে বাচ্চা থেকে শুরু করে বুড়ো অব্ধি প্রতিটা ভারতীয় তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে বরাবর গর্ব করে থাকে। এই দেশে বহু সমস্কৃতির মানুষ বসবাস করেন কিন্তু সবাই একত্রিত হয়ে ওঠেন ক্রিকেটের ময়দানে নিজের দেশকে শিরোপার মুকুট মাথায় দেখার জন্য।
এমনকি এমন ঘটনাও বিরল নয় ভারতীয় দল যখন বিদেশের মাটিতে পারফর্মেন্স করে থাকে তখন বিদেশী সমর্থকদের পাশাপাশি ভারতীয় সমর্থকদের উন্মাদনা এতটাই লক্ষ্য করা যায় যেটা ভারতীয় দলকে বিদেশের মাটিতেও বড়ো সাফল্য পেতে ক্রমাগত সাহায্য করে চলেছে।
ভারতীয় ক্রিকেট বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একের পর এক তারকা ক্রিকেটার দিয়ে চলেছে সে কথা বলার অবকাশ রাখে না এবং বর্তমানে ভারতীয় তরুণ ব্রিগেড যেভাবে বিশ্বের দরবারে নিজেদের পারফর্মেন্স দেখিয়ে চলেছেন তাতে করে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে বর্তমান ভারতীয় দল বিশ্বের বাকি ক্রিকেটীয় দলগুলির কাছে একটি বড়ো বিভীষিকার নাম। একদশক ধরে ভারতীয় ক্রিকেটে দুজন তারকা ক্রিকেটার নিজেদের সেরা পারফর্মেন্স করে চলেছেন একজন হলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অপরজন হলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তার অধিনায়কত্ব দায়িত্ব ছেড়ে দেবার পরে দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রোহিত শর্মা। এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে বারংবার সমালোচনার ঝড় উঠলেও দেশের জার্সিতে ক্রিকেটের ময়দানে তারা যে সবসময় একে অপরকে সাহায্য করে চলেছেন এবং একে ওপরের প্রশংসা করে চলেছেন যেটা সমস্ত সমালোচনার জবাব দেবার ক্ষমতা রাখে। বিরাট এবং রোহিতের একত্রিত কাজ এবং তাদের বন্ধুত্ব যেকোনো ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বিশ্বের বাকি দলগুলির কাছে একটি আদর্শ নমুনা হয়ে দাঁড়িয়েছে। আমরা এখানে এমন ৫টি ঘটনা নিয়ে আলোচনা করবো যেখানে এই দুই তারকা ক্রিকেটারের বন্ধুত্ব পূর্ণ জুটি প্রশংসিত হয়ে উঠেছে।
ডিআরএস:
তালিকায় সর্বপ্রথম বিষয়টি হলো ডিআরএস (DRS)। ২০২১ ইংল্যান্ডের লর্ডস এর মাঠে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে ভারতীয় দল বল এবং ব্যাট হাথে অসাধারণ পারফর্মেন্স করে চালকের আসনে ছিল এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করে থাকি বিরাট এবং রোহিত একত্রে ড্রেসিং রুম থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সেরে বেড়িয়েছেন এবং তার পর থেকেই তারা ডিআরএস পদ্ধতির সাহায্য নিয়ে একের পর ইংলিশ ব্যাটসম্যানকে ধরাশায়ী করে সহজেই সেই টেস্ট ম্যাচ নিজেদের পকেটে পুড়েছিল এবং তাদের অনন্য যুগল বন্দির জন্য বিশ্ব ক্রিকেট তাদের কুর্নিশ জানিয়েছিল।
বিরাট এবং রোহিতের অমোঘ আলিঙ্গন:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ঘরের মাটিতে তৃতীয় t20 ম্যাচে সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলির যুগল বন্দিতে ভারতীয় দল অনায়াসে জয়ের লক্ষ্যমাত্রা পৌঁছে গেছিলো। এই জয়ের ফলের ভারতীয় দল সিরিজ জয়লাভ করেছিল এবং ম্যাচের শেষে অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলিকে নিজের কাঁধে তুলে আলিঙ্গন করেছিলেন। এই বন্ধুত্বের আলিঙ্গন এবং এদের একে ওপরের প্রতি বিশ্বাসের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।
টি-২০ বিশ্বকাপ ২০২২ বিরাট এর পাকিস্তান বধ:
অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত ২০২২ সালে t20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুই ভাটায় ব্যাটসম্যানের (বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ড্য) অনবদ্য কৃতিত্ব ক্রিকেট বিশ্ব আজও মনে রেখেছেন। সেই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হবার পরে বিরাট নিজের কাঁধে সম্পূর্ণ ম্যাচের দায়িত্ব তুলে নেন এবং ম্যাচ শেষে এই দুই গুরুত্বপূর্ণ বন্ধুর অসাধারণ আলাপ আলোচনা এবং সৌহার্য্য দেখার পর এটা নিঃসন্দেহে বলা যেতে পারে মাঠের ভেতরে এবং মাঠের বাইরে তাদের তাদের অটুট তালমিল সমস্ত যুদ্ধের বিরুদ্ধে জিততে সাহায্য করে থাকে।
রোহিত শর্মা যখন বিরাট কোহলির ইন্টারভিউ নিয়েছিলেন:
এশিয়া কাপ ২০২২ এর মঞ্চে বিরাট কোহলি যখন আফগানিস্তানের বিরুদ্ধে নিজের ৭১তম শতরান সম্পূর্ণ করে চিন্তা মুক্ত হবার পরে অধিনায়ক রোহিত শর্মা তার ইন্টারভিউ নিয়েছিলেন। এই ইন্টারভিউ পুরোটাই হিন্দিতে ছিল এবং রোহিত বিরাট কে জিজ্ঞাসা করেছিলেন তার অনুভূতি কেমন। সেই প্রশ্নের জবাবে বিরাট বলেছিলেন যেভাবে ভারতীয় টীম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক তার ওপর ভরসা রেখেছিলেন যে তিনি নিশ্চিত ভাবে পুনরায় নিজের ফর্মে ফিরে আসবেন তার জন্য তিনি ধন্যবাদ জানাতে সদা প্রস্তুত। এর ইন্টারভিউ দেখে এটা বলা যেতে পারে একজন বন্ধর পাশাপাশি এই দুই তারকা ক্রিকেটার একজন খুব ভালো টীম মেট।
একে ওপরের পিঠ চাপড়ানো:
বন্ধু বলতে আমরা বুঝি যার খারাপ এবং ভালো দুটো সময়তেই আমরা তার পাশে থাকতে পারি। রোহিত শর্মা ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রায় ১১০০ দিন পর একদিবসীয় ফরম্যাটে যখন সতরাং করার পর আউট হয়ে মাঠ ছাড়েন সেই সময় বিরাট কোহলি তার প্রিয় বন্ধু তথা টীম মেট এর পিঠ চাপড়ে দেন এবং বিরাট যখন নিজের ১০০তম টেস্ট ম্যাচ খেলার জন্য মাঠে নেমেছিলেন সেই সময় রোহিত শর্মা তাকে গার্ড অফ অনার দিয়ে মাঠে প্রবেশ করেছিয়েছেন। এই ছবি এটা পরিষ্কার করে বলে দিতে পারে এই দুই তারকা ক্রিকেটার মাঠের ভিতর যেমন এক অসামান্য টীম মেট ঠিক মাঠের বাইরে তারা অভিন্ন্য হৃদয় এর বন্ধু।