ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপের সেমিফাইনালে হেরে ছিটকে গিয়েছিল। এখন তাদের লক্ষ্য আগামী টি-২০ বিশ্বকাপ জেতা, যা এই বছর অস্ট্রেলিয়ায় হতে চলেছে। ওয়েস্টইন্ডিজের প্রাক্তন দিগগজ ব্রায়ান লারা এখন ভারতীয় দলের প্রশংসা করে বলেছেন যে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত টি-২০ বিশ্বকাপ জিততে পারে।
ব্রায়ান লারা ভারতীয় দলের করলেন প্রশংসা
ওয়েস্টইন্ডিজের প্রাক্তন অধিনায়ক আর দিগগজ ব্যাটসম্যান ব্রায়ান লারা ভারতীয় দলের প্রশংসা করছেন। লাগাতার বড়ো স্টেজে ব্যর্থ হওয়ার ব্যাপারে বলতে গিয়ে ব্রায়ান লারা ভারতীয় দলের সমর্থক করে ইন্ডিয়া টুডের ইন্টারভিউতে বলেন যে,
“আমার মনে হয় যে ওরা যে টুর্নামেন্টই খেলে তা জেতার ক্ষমতা রাখে। আমার হিসেবে বিরাট আর ওর দলের প্রশংসা হওয়া উচিত যে প্রায় সমস্ত দল ওদেরকেই নিজেদের নিশানা করে খেলে। সকলেই জানেন যে কোনো সময় একটা দল ভারতের বিরুদ্ধে সেই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে। যদি এটা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল হয়”।
রোহিত শর্মা আর ডেভিড ওয়ার্নারকে নিয়ে বলেছেন ব্রায়ান লারা
নিজের ৪০০ রানের ইনিংসের রেকর্ডের ব্যাপারেও বলেছেন ব্রায়ান লারা। তার মতে স্টিভ স্মিথ আর বিরাট কোহলি সেটা ভাঙতে পারবেন না কিন্তু রোহিত শর্মা আর ডেভিড ওয়ার্নার এই রেকর্ডকে ভাঙতে পারেন। এই দুই তারকা খেলোয়াড়ের ব্যাপারে বলতে গিয়ে ব্রায়ান লারা বলেছেন যে,
“স্টিভ স্মিথ চার নম্বরে অস্ট্রেলিয়ার হয়ে খেলেন, এই কারণে তার জন্য মুশকিল হবে। ও আক্রামণাত্মক হয়ে খেলে না। ডেভিড ওয়ার্নারের মতো খেলোয়াড় এই কৃতিত্ব করে দেখাতে পারে। বিরাট কোহলির মতো খেলোয়াড় দ্রুতই মাঠে সেট হয়ে যায়। রোহিত শর্মা নিজের দিন হলে এটা সহজেই ভাঙতে পারেন। আরো কিছু খেলোয়াড়ও এই তালিকায় রয়েছে”।
শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত
দ্রুতই ভারতীয় দলকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে দেখা যাবে। যার শুরু ৫ জানুয়ারি থেকে হবে। তারপর তাদের নিজেদের দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচের সিরিজে খেলতে দেখা যাবে। যার শুরু ১৪ জানুয়ারি থেকে মুম্বাইয়ের মাঠে হবে।