Brian Lara has joined the West Indies' team camp ahead of WI VS IND SERIES

WI vs IND: কিছুদিন আগে ঘটে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC FINAL) ভারতীয় দলের পারফরমেন্স ছিল একেবারে নিম্নমানের। এরপর থেকেই দল গঠন নিয়ে চলছে নানা বিধিনিষেধ। ভারতীয় দল থেকে বাতিল হয়ে গিয়েছেন সিনিয়র প্লেয়াররা। দলে সুযোগ পেয়েছেন তরুণ প্লেয়াররা। ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে (WI vs IND) যাচ্ছে যেখানে তাদের তিনটি ফরম্যাটের সিরিজ খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১২ জুলাই থেকে, যা শেষ হবে ২৫ জুলাই। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ যা চলবে ১লা আগস্ট পর্যন্ত। ২০২৩ বিশ্বকাপের জন্য আর ৩ মাস রয়েছে বাকি। ৪৬ দিন ধরে এই বিশ্বকাপ চলবে, দশটি দলের মধ্যে ৪৮ টি ম্যাচ খেলা হবে। অন্যদিকে, বেশ জমে উঠেছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ার। ২ টি দল অংশ নেবে সরাসরি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩’ (WC 2023) এর জন্য। তবে, দীর্ঘ ৪৮ বছরের ক্রিকেটের বিশ্বকাপে হয়তো প্রথম বারের জন্য বিশ্বকাপে অংশ নিতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ।

READ MORE: ওয়েস্ট ইন্ডিজের জন্য খুলতে চলেছে বিশ্বকাপের দরজা, পাকিস্তানকে করতে হবে শুধু এই কাজ !!

টিম ইন্ডিয়া পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

indian cricket team , wi vs ind
Team India | Image: Getty Images

ইতিমধ্যে, ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভারতের। বার্বাডোজে আপাতত রয়েছেন রোহিত-কোহলিরা। তবে, ভেঙে পড়া ওয়েস্ট ইন্ডিজকে শক্তি যোগাতে হাজির হলেন কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। সদ্য বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রথম বার ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া ওডিআই বিশ্বকাপ হবে। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করতে পেরে বেশ হতাশ ক্যারিবিয়ানরা। এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ একেবারেই ভেঙে পড়েছে এবং তাদেরকে শক্তি দিতে এবার স্কোয়াডের সঙ্গে যুক্ত হলেন স্বয়ং ব্রায়েন লারা।

উইন্ডিজ শিবিরে যোগ দিলেন লারা

Brain Lara, wi vs ind
Brain Lara | Image: Getty Images

নেদারল্যান্ডের মতন দলের কাছে পরাজিত হতে হলো ২ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দলের। সামনে ভারতের মতন শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে দলকে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে এক বিবৃতিতে লারা বলেছেন, “আমি সত্যিই বিশ্বাস করি যে আমি খেলোয়াড়দের খেলার প্রতি তাদের মানসিক দৃষ্টিভঙ্গি এবং তাদের কৌশলগুলিকে আরও সফল হতে সাহায্য করতে পারি।” আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের সাথে যুক্ত রয়েছেন লারা। প্লেয়ার হিসাবে একজন দুরন্ত প্লেয়ার ছিলেন তিনি। তবে তার ওয়েস্ট ইন্ডিজ শিবিরে উপস্থিতি দলকে কতটা সফলতা দেবে তা সময়ই বলবে।

READ ALSO: টিম ইন্ডিয়াতে সুযোগ না পেয়ে ভারত ছাড়লেন গব্বর, নেদারল্যান্ডস থেকে সেঞ্চুরি হাঁকিয়ে BCCI’এর মুখে মারলেন চড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *