ব্রায়ান লারা এবং শচীন তেন্ডুলকর বর্তমান ক্রিকেট যুগের সেরা দুইজন বিখ্যাত ও লিজেন্ডারি ব্যাটসম্যান। ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন এবং শচীন তেন্ডুলকর ভারতের হয়ে খেলেছেন। এদের দুইজনের মধ্যে কেউ পছন্দ করেন লারাকে আবার কেউকেউ পছন্দ করেন শচীনকে। তবে ক্রিকেটের কাছে এরা দুইজনেই প্রিয়।
আসুন দেখে নেওয়া যাক তাদের ক্রিকেট ক্যারিয়ারে একে-অপরের সাথে তুলনা-
পরিসংখ্যানঃ
শচীন টেস্ট ক্যারিয়ারে ২০০ টি ম্যাচ খেলে ৫৪ গড়ে ৫১টি সেঞ্চুরি ও ৬৮ টি হাফসেঞ্চুরি সহ ১৫,২৯১ রান করেছেন। এক ইনিংসে শচীনের সর্বোচ্চ রান ২৪৮। অন্যদিকে লারা ১৩১ টি টেস্ট ম্যাচে প্রায় ৫৩ গড়ে ৩৪ টি সেঞ্চুরি ও ৪৮ টি হাফসেঞ্চুরি সহ ১১,৯৫৩ রান করেছেন। এক ইনিংসে লারার সর্বোচ্চ রান ৪০০।
মাঠের ভিতর যোগ্যতাঃ
লারা তার টেস্ট ক্যারিয়ারে ৭ টি ডাবল সেঞ্চুরি ও ৩ টি ট্রিপল সেঞ্চুরি করেছেন। অন্যদিকে শচীন ৬ টি ডাবল সেঞ্চুরি করেছেন ও কোনো ট্রিপল সেঞ্চুরি নেই।
বোলার এবং ফিল্ডারঃ
শুধু রানের দিকে তেন্ডুলকর এগিয়ে থাকলেও অন্য সব দিকে প্রায় লারাই এগিয়ে। একজন ফিল্ডার হিসেবে লারা ১৬৪ টি ক্যাচ নিয়েছে আর অন্যদিক শচীন নিয়েছেন ১১৫ টি।
দলকে সমর্থন এবং ম্যাচ জয়ের ভূমিকাঃ
এখানেও শচীন থেকে লারা এগিয়ে। শচীন দল জয়ের ভূমিকায় মাত্র ১৫.৭৬ শতাংশ রান করেছেন অন্যদিকে লারা দল জয়ের ভূমিকায় ২০.৩৩ শতাংশ রান করেছেন।
টেকনিক্যাল অভিজ্ঞতাঃ
এখানে লারা থেকে শচীন এগিয়ে। শচীন দলের প্রয়োজনে যেকোনো পজিশনে অত্যন্ত বুদ্ধিসহকারে ব্যাট করতে পারতেন। ডানহাতি এই ব্যাটসম্যান যেকোনো পজিশনে ভাল রান করতে পারতেন অন্যদিকে ব্রায়ান লারা শুধুমাত্র ওপেনিংয়েই বেশ পারদর্শী ছিলন। এই এক পজিশনেই তিনি তার টেকনিক কাটিয়ে ব্যাট করতে পারতেন।
চাপমুক্ত করার যোগ্যতাঃ
দল যখন চাপে তখন দলকে চাপমুক্ত করার জন্য সবচেয়ে অভিজ্ঞ ছিলেন লারা। ব্যাটিংয়ে ১০ নাম্বার পজিশনের ব্যাটসম্যানকে সাথে নিয়েও লারা সেঞ্চুরি করতে পেরেছেন কিন্ত যা তেন্ডুলকর কখনো পারেননি।
লিজেন্ডরা কে কি বলেছেনঃ
“আমি ডন ব্রাডম্যানে ব্যাটিং দেখিনি তবে শচীনের ব্যাটিং দেখেছি, তার থেকে সেরা আর কেউ হতে পারেনা।”
– ভিভ রিচার্সডন।
“আমি শচীন ও লারা এই দুইজনের বিপক্ষেই বল করেছি তবে সবচেয়ে কঠিন মনে হয়েছে যখন লারা কে বল করেছি।”
– মুত্তিয়া মুরালিধরন।
“ক্রিকেটের পরিপূর্ণতা বলতে আমি শচীনকে বুঝি।”
– সুনীল গাভাষ্কার।
“ব্রায়ান লারা যেভাবে ব্যাট করে এবং স্পিন বোলারকে কন্ট্রোল করে তা দেখে আমি মুগ্ধ হয়েছি।আমাকে যদি বলা হয় যে সেরা ব্যাটসম্যান হিসেবে আমি কাকে পছন্দ করবো?তাহলে আমি অবশ্যই লারা কে বেছে নিবো।”
– জর্জ চ্যাপেল।
সবশেষে বলা যায়, এই দুইজন ক্রিকেটার পুরো ক্রিকেট বিশ্বের সম্পদ। তাই ক্রিকেট প্রেমীর কাছে দুইজনেই সেরা।