বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার হয়ে উঠেছেন শুভমান গিল (Shubman Gill)। চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন গিল, ১০ ইনিংসে ৫১.৬৭ গড়ে এবং ১৬২.০৩ স্ট্রাইক রেটে ৪৬৫ রান বানিয়েছেন। চলতি মৌসুমে তার নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স এবারের আইপিএলে ১০ ম্যাচে ৭টিতে জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এবার ব্যাক্তিগত কারণে খবরের শিরোনামে উঠে এসেছে শুভমান।
সারার সঙ্গে সম্পর্ক ভেঙেছে শুভমানের

সম্প্রতি সমাজ মাধ্যম জুড়ে শুভমান গিল এবং সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কন্যা সারা তেন্ডুলকরের সম্পর্ক ভেঙে যাওয়ার কথা প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছিল দুজনেই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলোও করে দিয়েছেন। কিছুদিন আগে প্রাক্তন কিউই ক্রিকেটার ড্যানি মরিসন শুভমানকে তাঁর বিয়ের ভবিষ্যতের কথা জানতে চান। তবে, উত্তরে শুভমান বলেন এখন তাঁর বিয়ে করার কোনো ইচ্ছা নেই। নেটিজেনদের ধারণা সারার সাথে সম্পর্ক ভাঙার কারণেই হয়তো শুভমান এখন সিঙ্গেল রয়েছেন।
Read More: ৬,৬,৬,৬,৬,৬.., CSK-র বিরুদ্ধে রোমারিও শেফার্ডের নতুন রেকর্ড, দ্রুততম অর্ধশতরান বানিয়ে তৈরি করলেন ইতিহাস !!
সূত্রের খবর, শুভমান গিলের সাথে নাকি সম্পর্ক ইতি করেছেন সারা নিজেই। বলিউড এক তারকার প্রেমে পড়েছেন সারা, যে কারণেই শুভমানকে ছেড়ে দিয়েছেন তিনি। বলিউড সুপারস্টার সিদ্ধান্ত চতুর্বেদীর সাথে সম্পর্কে জড়িয়েছেন সারা তেন্ডুলকর। তাদেরকে একসাথে সময় কাটাতে দেখা গিয়েছে এবং তাদেরকে ঘনিষ্ঠ হতেও দেখা গেছে। যদিও সিদ্ধান্ত এবং সারার পক্ষ থেকে কোনও নিশ্চিতকরণ নেই।
এই অভিনেতার প্রেমে পড়লেন সারা

সূত্রের দাবি, “সিদ্ধান্ত এবং সারার বন্ধুত্বের এখনও প্রাথমিক দিন, তাই এটা বেশ স্পষ্ট যে, দুজনের কেউই এই (প্রেমের) খবরটি প্রকাশ করতে চাইছেন না।” সিদ্ধান্ত অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাটিয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে সমাজ মাধ্যমে বেশ গুঞ্জন তৈরি হয়েছিল। শুভমান গিলকে নিয়ে বেশ কিছু নারীর সম্পর্কের কথা উঠে এসেছিল। সারা তেন্ডুলকর ছাড়াও সাইফ আলী খানের কন্যা সারা আলী খানের সাথেও শুভমানের নাম জড়িয়েছিল। একটি সাক্ষাৎকারে অবশ্য সারা আলী খান শুভমান গিলের সঙ্গে যে সম্পর্কে নেই তার নিশ্চয়তা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, “তোমরা ভুল ভাবছো (শুভমানের সাথে তাঁর সম্পর্কের বিষয়ে)। সারা কা সারা দুনিয়া সারা কা পিছে (দুনিয়ার সবাই সারার পিছনে পড়েছে), আপনারা যে সারাকে খুঁজছেন সেটা আমি নই।”
এমনকি একটি সাক্ষাৎকারে শুভমান গিলকে সারার সাথে ডেটিং করছেন কিনা জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেছিলেন, ‘হতেও পারে।‘ তখন বিষয়টি স্পষ্ট হয়েছিল যে তিনি হয়তো সচিন কন্যার সাথেই প্রেম করছেন। অন্যদিকে, সারা তেন্ডুলকরের নতুন প্রেমিক সিদ্ধান্তর কথা বলতে গেলে, তাকে শেষবার দেখা গিয়েছিল যুদ্ধা ছবিতে। যদিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি এই সিনেমা। আগামী দিনে ধড়ক ২ এবং দিল কা দরজা খোল না ডার্লিং সিনেমা দুটিতে দেখতে পাওয়া যাবে সিদ্ধান্তকে।