Rohit Sharma: ভারতীয় ক্রিকেটে বড় পালাবদল। সোশ্যাল মিডিয়া মারফত শোনা যাচ্ছে যে ওয়ানডে ক্রিকেট থেকে একপ্রকার ইস্তাফা দিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। যা পরিস্থিতি তাতে এখন শুধুমাত্র তাকে টি-২০ ও টেস্ট খেলতে দেখা যেতে পারে। ঘটনা হল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০, ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। সেখানে টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক রোহিত থাকলেও, ওয়ানডে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে কেএল রাহুলের হাতে। ফলে এটা স্পষ্ট যে আর ওয়ানডে দলের অধিনায়ক তো বটেই, আগামীদিনে এই ফর্ম্যাটেই হয়তো আর দেখাই যাবে না রোহিতকে।
রোহিত নয়, তরুণদের ওপর ভরসা ম্যানেজমেন্টের
ওয়ানডে সিরিজের জন্য বিসিসিআই তরুণ দলের প্রতি আস্থা প্রকাশ করেছে। এর মধ্যে রজত পতিদার, ঋতুরাজ গায়কওয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা এবং রিংকু সিংয়ের মতো ব্যাটসম্যানদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাই সুদর্শন এবং রজত পতিদার এখনও তাদের আন্তর্জাতিক অভিষেক হয়নি। এমতাবস্থায় কেএল রাহুলের নেতৃত্বাধীন দলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে দুই ব্যাটসম্যানই ছাপ ফেলতে পারেন। এবার বেশ কিছুদিন ধরে উপেক্ষিত উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকেও সুযোগ দেওয়া হয়েছে।
দলের নয়া অধিনায়ক কেএল রাহুল
চলতি বছর অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টেই ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন কেএল রাহুল। আর সেটাকে মাথায় রেখেই ‘পুরস্কার’ হিসেবে তাকে অধিনায়ক করা হয়েছে। তার অধিনায়কত্বে প্রোটিয়াদের বিরুদ্ধে এই ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে শুধু তরুণ বোলারদের। দীর্ঘদিন পর ফিরেছেন অভিজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহাল। এছাড়াও, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ দলে থাকা চায়নাম্যান স্পিনার কুলদীপকেও দলে রাখা হয়েছে। ফাস্ট বোলারদের মধ্যে মুকেশ কুমার, আভেশ খান, আরশদীপ সিং এবং দীপক চাহার সহ চার বোলার রয়েছেন। সব মিলিয়ে রোহিত পরবর্তী যুগে তরুণদের নিয়েই ওয়ানডে ফর্ম্যাটে এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
ওয়ানডের জন্য ভারতীয় দল:
ঋতুরাজ গায়কওয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আভেশ খান, মুকেশ কুমার, আরশদীপ সিং, দীপক চাহার