BPL 2023: বিতর্ক আর পাকিস্তান ক্রিকেট যেন সমার্থক হয়ে উঠছে যত দিন যাচ্ছে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাক দলের পারফর্ম্যান্স নিয়ে ঘরে-বাইরে উঠছে সমালোচনার ঝড়। কিছুদিনের আগেই পাকিস্তান বোর্ড সরিয়ে দিতে বাধ্য হয়েছে চেয়ারম্যান রামিজ রাজা’কে। ভারত সম্পর্কে নানা বেফাঁস মন্তব্য করে পাক ক্রিকেট’কে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছিলেন তিনি। রামিজ রাজার প্রস্থান নিয়েও জলঘোলা কম হয় নি। এরই মধ্যে পাক ক্রিকেটের সমস্যা বাড়িয়েছে অধিনায়ক বাবর আজমের এম এম এস লিক। বিতর্কে জর্জরিত পাকিস্তান ক্রিকেটের ওপর সমস্যার বোঝা আরও খানিক বাড়িয়ে দিলেন পেসার নাসিম শাহ। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল-এর মঞ্চে নিজের দেশেরই আজম খানের সাথে ঝামেলায় জড়িয়ে পড়লেন পাকিস্তানের তরুণ পেসার। আজমের চেহারার দিকে ইঙ্গিত করে অশালীন অঙ্গভঙ্গি করতেও দেখা যায় নাসিম’কে। খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচেই দু’জনকে ঝামেলায় জড়াতে দেখা যায়। হাইস্কোরিং ম্যাচে খুলনা’কে হারিয়ে দেয় কুমিল্লা। তবে নাসিম এবং আজমের সম্মুখসমর নিয়ে সমাজমাধ্যমে জোর আলোচনা চলছে ম্যাচের পরেও।
BPL-এ ‘বডি শেমিং’ বিতর্কে নাসিম শাহ-

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগে মুখোমুখি হয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্স। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেয় কুমিল্লা। কুমিল্লা দলের হয়ে মাঠে নেমেছিলেন পাকিস্তানী পেসার নাসিম শাহ। আর খুলনার জার্সিতে দেখা গিয়েছিলো আজম খান’কে। ম্যাচে দারুণ ব্যাটিং করেন খুলনার অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। ৬১ বলে ৯৫ রান করেন তিনি। মাহমুদুল হাসান জয় আউট হওয়ার পর উইন্ডিজের সাই হোপের সঙ্গে লম্বা জুটি গড়ছিলেন তামিম। সাই হোপ (Shai Hope) শেষ অব্দি ৫৫ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন। মাত্র ৪ বলে ১২ রান করে অপরাজিত থাকেন আজম খান’ও। জবাবে ব্যাট করতে নেমে মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) ৭৩ এবং জনসন চার্লসের (Johnson Charles) অপরাজিত ১০৭ রানের ইনিংসের সোউজন্যে ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় কুমিল্লা। যে ঘটনা নিয়ে এত হইচই তা অবশ্য ঘটে প্রথম ইনিংসেই। প্রাক্তন পাক ক্রিকেটার মঈন খানের (Moin Khan) পুত্র আজম খুলনা ইনিংসের শেষলগ্নে ব্যাট করছিলেন, তাঁর দিকে এগিয়ে আসেন নাসিম (Naseem Khan)। প্রথমে হাল্কা করে ধাক্কা দেন পাক পেসার। বিষয়টি ভালোভাবে দেখেন নি আজম (Azam Khan)। তিনি নাসিম’কে সরিয়ে দিতে চান সামনে থেকে। ক্রিকেটার বললেই যে ছিপছিপে অ্যাথলিটের চেহারা চোখের সামনে ভেসে ওঠে, আজমের (Azam Khan) শরীরের গড়ন ঠিক তেমন নয়। খানিক স্থূলকায় আজমের পিছনে পিছনে দুই বাহু প্রসারিত করে হাঁটতে দেখা যায় নাসিম শাহ’কে (Naseem Shah)। আজম খানের শারীরিক গড়নের দিকে ব্যাঙ্গ করেই যে নাসিমের এই কীর্তি তা বুঝতে পারেন সকলেই। এই ঘটনা’কে ‘বডি শেমিং’ এর পর্যায়েই ফেলছেন ক্রিকেট বিশেষজ্ঞ’রা। জাতীয় দলের সতীর্থের শরীর নিয়ে ঠাট্টা করে বিতর্ক বাড়িয়েছেন নাসিম।
Naseem Shah 😅#BPL2023 pic.twitter.com/rr2VNi8kRx
— Grassroots Cricket (@grassrootscric) January 31, 2023
পাকিস্তানের ভবিষ্যৎ বলা হচ্ছে নাসিম’কে-

মাত্র ১৬ বছর বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিলো নাসিম শাহের (Naseem Shah)। অল্প বয়স থেকেই তাঁকে বিশেষ প্রতিভার মর্যাদা দিয়ে আসছে ক্রিকেটমহল। গত বছর এশিয়া কাপ প্রতিযোগিতায় ভারতকে সমস্যায় ফেলে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপেও তরুণ ফাস্ট বোলারের নিয়ন্ত্রিত বোলিং নজর কেড়েছিলো সকলের। আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বড় বাজি হতে চলেছেন নাসিম শাহ (Naseem Shah)। কেরিয়ারে এখনও অব্দি ১৫ টেস্টে ৪২ উইকেট নিয়েছেন। কুড়ি-বিশের ক্রিকেটে ১৬ ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ১৪ উইকেট। একদিনের ক্রিকেটে তাঁর পারফর্ম্যান্স চমকে দিয়েছে ক্রিকেট বিশ্ব’কে। মাত্র ৫টি ম্যাচ খেলেছেন ১৯ বর্ষীয় নাসিম। ইতিমধ্যেই তাঁর উইকেটের সংখ্যা ১৮। ভবিষ্যতে পাক দলের হয়ে অনেক সাফল্য আনবেন নাসিম (Naseem Shah)। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
নেটিজেনদের তোপের মুখে নাসিম-

স্বদেশীয় আজম খানের (Azam Khan) শারীরিক গড়ন নিয়ে মজা করে সমাজমাধ্যমের তোপের মুখে পড়েছেন পাকিস্তানী পেসার নাসিম শাহ (Naseem Shah)। মজা করেও এমন কাণ্ড ঘটানো ঠিক নয়, নাসিম’কে মনে করিয়ে দিয়েছেন একজন। ভিডিও দেখে অনেকেই লিখেছেন এতে মজা করার মত কিছু খুঁজে পান নি তাঁরা। আজম (Azam Khan) একজন প্রতিভাবান ক্রিকেটার। তাঁর ব্যাটকেই তাঁর হয়ে কথা বলতে দেওয়া হোক। তাঁর শারীরিক গড়ন দেখে যেন আজমের ক্রিকেটের বিচার না হয়, সেই দাবীতে সোচ্চার হয়েছেন অনেকে। এমনিতে মারকুটে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলিতে সুনাম রয়েছে তাঁর। আন্তর্জাতিক স্তরে এখনও ৩ টি-২০ ম্যাচ খেললেও বিশেষ সফল নন আজম (Azam Khan) । তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে ১০০’র বেশী ম্যাচ খেলে ফেলেছেন ২৪ বর্ষীয় ক্রিকেটার। ১৪০.৬৪ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ১৯৬৪ রান। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগেও শতরান রয়েছে তাঁর।
দেখুন ট্যুইটার চিত্র-
@iNaseemShah naseemaa, this isn't funny at all. https://t.co/h0YGhtxrJs
— 𝐻🇵🇰 (@thepctstan) February 1, 2023
Naseem Shah mocking his country fellow Azam Khan isnt good even for fun sake
Meanwhile Azam Khan makes 12 runs off 4 balls with 1 six & 1 four #NaseemShah #AzamKhan #BPL2023 pic.twitter.com/JGjj0LlELu— Mission Daily Updates (@Mishi827) January 31, 2023
Im naseem fan but he should respect his seniors….. totally disagree with this behaviour of naseem….
— Pherose (@Pherose2) February 1, 2023
What’s all this about 🤦🏽♂️ not good from either of them 🤷🏽♂️ https://t.co/41XqNv1kzq
— Aces Middle East (@Aces_sports) February 1, 2023
Shameful to do it publicaly First you heated moment by words Then just to show publicaly you hugged him Until that it was ok but then you body shamed him by action behind him Those saying that it was a joke of two friends then he should have done infront of it 😩😠 @iNaseemShah https://t.co/7mSitTR19t
— Ahmad Arslan 🇵🇰 (@AhmadArslan67) February 1, 2023
how is body shaming funny? https://t.co/vVjl6Ef2pX
— lyrics B0T (@sanyamstan) January 31, 2023