অশান্ত বাংলাদেশে যেতে নারাজ ম‌ঈন আলী-মহম্মদ নবীরা, বন্ধ হয়ে যাচ্ছে BPL !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে দ্বিপাক্ষিক সিরিজ সহ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলি থেকে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করছেন। বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হয়ে থাকে। ভারতীয় ক্রিকেটাররা বাদে অন্যান্য দেশের তারকারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফ্রাঞ্চাইজি লিগগুলি খেলার জন্য সফর করে থাকেন। ডিসেম্বর মাসেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2025) শুরু হ‌ওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টে প্রতি বছর অসংখ্য বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখা যায়। বর্তমানে এই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল থাকায় আসন্ন বিপিএল এবার বাতিল হয়ে যাবে বলে খবর সামনে এসেছে।

Read More: Top 3: এই ৩ কারণে আসন্ন T20 বিশ্বকাপ জিততে পারবে না টিম ইন্ডিয়া !!

নিরাপত্তার অভাব-

অশান্ত বাংলাদেশে যেতে নারাজ ম‌ঈন আলী-মহম্মদ নবীরা, বন্ধ হয়ে যাচ্ছে BPL !! 2
BPL 2025 | Image: Twitter

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর গোটা দেশজুড়ে বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভ, ভাঙচুর এবং অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের বিষয়ে চাপের মুখে পড়েছে এই দেশের ক্রিকেট বোর্ড (BCB)। আসন্ন এই টুর্নামেন্টে ম‌ঈন আলী (Moeen Ali), পাথুম নিশঙ্কা (Pathum Nissanka), মহম্মদ নবির (Mohammed Nabi) মতো বিদেশি তারকা ক্রিকেটারদের নাম রয়েছে।

কিন্তু সূত্র অনুযায়ী তাদের মধ্যে অনেকেই নিরাপত্তার কারণে এই বছর বিপিএলে অংশগ্রহণ করতে চাইছেন না। ফ্র্যাঞ্চাইজিগুলির কর্মকর্তাদের তারা ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছেন। ফলে এই টুর্নামেন্ট বাতিল হয়ে যেতে পারেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাতিল হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান-

অশান্ত বাংলাদেশে যেতে নারাজ ম‌ঈন আলী-মহম্মদ নবীরা, বন্ধ হয়ে যাচ্ছে BPL !! 3
BPL 2025 | Image: Twitter

২৬ ডিসেম্বর থেকে এই বছর বিপিএল শুরু হ‌ওয়ার কথা রয়েছে। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্রিকেট বোর্ড। কিন্তু দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তবে কর্মকর্তারা এক সপ্তাহ পিছিয়ে দিয়ে আয়োজন করার জন্য মরিয়া লড়াই চালাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে রীতিমতো সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অস্থির পরিস্থিতি।

তবে ক্রিকেট বোর্ডের কর্তাদের গলায় এখনও আত্মবিশ্বাসের সুর ধরা পড়েছে। বোর্ডের অন্যতম কর্তা সাখাওয়াত হোসেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,“আমরা নিরাপত্তা বাহিনীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। মাঠ প্রস্তুত আছে। আমরাও সম্পূর্ণরূপে প্রস্তুত। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।”

Read Also: অনলাইন বেটিং মামলায় ইডির কোপ, যুবরাজ-উথাপ্পাসহ বহু তারকার সম্পত্তি বাজেয়াপ্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *