BPL 2023: পদ্মাপাড়ে জমে উঠেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা BPL। গত ৬ তারিখ শুরু হয়েছে প্রতিযোগিতা। এখনও অব্দি তিন ম্যাচের তিনটিতেই জিতে লীগ টেবিলের শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। আজ ঢাকার মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ইমরুল কায়েস, লিটন দাসদের (Litton Das) কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দিলো তারা। প্রথমে ব্যাটিং করে ১৪৯ রান করে কুমিল্লা দল। রান পান নি লিটন দাস। কুমিল্লার স্কোরকে সন্মানজনক জায়গায় নিয়ে যায় জাকির আলি (৫৭) এবং ইংরেজ ব্যাটার ডেভিড মালান (৩৭)। সিলেটের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন থিসারা পেরেরা (Thisara Perera) এবং মহম্মদ আমির (Mohammad Amir)। ১ টি উইকেট নেন মাশরাফি মর্তুজাও। জবাবে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয়ের অর্ধশতক এবং মুশফিকুর রহিম (Mushfiqur Rahim), জাকির হাসানের (Zakir Hasan) জোড়া ক্যামিও ইনিংসের সৌজন্যে ৫ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সিলেট। তবে সিলেটের জয় এবং লীগ শীর্ষে পৌঁছানো নয়, বরং খবরের শিরোনামে নাজমুল হোসেন্ শান্তের (Najmul Hossain Shanto) ক্যাচ। বা বলা ভালো শান্তের ক্যাচ নেওয়ার প্রচেষ্টা।
BPL-এ অবাক কাণ্ড,ক্যামেরাম্যানের গায়ে পড়ে গেলেন শান্ত-

বাউন্ডারি লাইনের সামনে বল তালুবন্দী করে ভারসাম্য হারালে তাকে ভিতরে ছুঁড়ে দিতে এর আগে বহুবার দেখেছেন ক্রিকেটজনতা। বা বল ধরে তাকে শূন্যে ছুঁড়ে দিয়ে মাঠের ভেতরে প্রবেশ করে আবার তাকে তালুবন্দী করার দৃশ্যের সাথেও পরিচিত আমরা। কিন্তু ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ দেখা গেলো সম্পূর্ণ অবাক করা এক দৃশ্য। ক্যাচ নিতে গিয়ে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে নাজমুল হোসেন শান্ত ((Najmul Hossain Shanto) ) কিনা পড়লেন সটান ক্যামেরাম্যানের গায়ে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাট করছে তখন। ইনিংসের চতুর্থ ওভারে সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার (Mashrafe Mortaza) বলে ফ্লিক করে তা ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগ বাউন্ডারির দিকে পাঠান ইংল্যান্ডের ডেভিড মালান (Dawid Malan)। দুরন্ত লাফে ক্যাচ তালুবন্দী করে শান্ত বোঝেন দেহের ভারসাম্য হারিয়েছেন তিনি। শূন্যে থাকা অবস্থাতেই বল ভিতরে ছুঁড়ে দেন তিনি। কিন্তু মাধ্যাকর্ষণকে আর কি করে হারাবেন? বাউন্ডারি সীমানার বাইরে পড়েন তিনি। সেখানেই ছিলেন একজন ক্যামেরাম্যান। একদম তার উপরেই পড়েন শান্ত। সৌভাগ্যবশত কোনো বড় দুর্ঘটনা ঘটে নি। তবে সীমানার এত ক্যামেরাম্যান কি করছিলেন সেই নিয়ে উঠেছে প্রশ্ন। এর আগেও BPL-এর অব্যবস্থা নিয়ে শাকিব আল হাসানের (Shakib Al Hasan) মত ক্রিকেটাররা সরব হয়েছেন, আজকের ঘটনা আরও একবার সুরক্ষার ফাঁকের দিকে চোখে আঙুল দিয়ে নির্দেশ করে গেলো।