যুদ্ধের আবহের মধ্যে গোটা দেশকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ভারত-পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাবে এখন সেই দিকে তাকিয়ে সকলেই। ক্রিকেটার এবং ক্রিকেট সমর্থকদের সুরক্ষার কথা মাথায় রেখে ইতিমধ্যেই আইপিএল (IPL 2025) স্থগিত করে দিয়েছে বিসিসিআই। এক সপ্তাহ পরে আলোচনার মাধ্যমে এই টুর্নামেন্টের পরবর্তী সূচী প্রকাশ করা হবে। তবে এর মধ্যেই এবার ভারতীয় ক্রিকেট স্টেডিয়ামগুলিকে নিশানা করেছে জঙ্গি সংগঠনগুলি। ইডেন গার্ডেন্সের পর এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jaitley Stadium) উড়িয়ে দেওয়ার হুমকির খবর সামনে এসেছে।
Read More: জাতীয় দলের হটসিটে নতুন কোচ, তিন ফর্ম্যাটেই সামলাবেন দায়িত্ব !!
স্টেডিয়ামে বোমা হামলার হুমকি-

সম্প্রতি ধর্মশালা স্টেডিয়ামে আইপিএলের পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের (PBKS vs DC) ম্যাচ চলাকালীন নিরাপত্তার কারণে বন্ধ করে দেয় কতৃপক্ষরা। এরপরই চলতি আইপিএল (IPL 2025) স্থগিত করে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। অন্যদিকে গত বুধবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের (KKR vs CSK) হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার জন্য একটি মেল আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি সিএবি (CAB) কর্তারা পুলিশকে জানায়। এরপর জয়পুর স্টেডিয়ামও উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠানো হয়। এবার দিল্লি ক্রিকেট বোর্ড অরুণ জেটলি স্টেডিয়ামে বোমা হামলার হুমকির মেল পেলো। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সূত্র অনুযায়ী অজ্ঞাত এক মেল অ্যাকাউন্ট থেকে জানানো হয় যে অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jaitley Stadium) উড়িয়ে দেওয়া হবে। উল্লেখ্য আসন্ন রবিবার এই মাঠেই দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্সের (DC vs GT) ম্যাচ ছিল। কিন্তু আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ম্যাচটি বাতিল হয়ে গেছে।
স্থগিত আইপিএল ২০২৫-

ভারত-পাক যুদ্ধের পরিস্থিতির মধ্যে নিরাপত্তার কারণে আইপিএলের (IPL 2025) বাকি ম্যাচগুলি স্থগিত করে দিয়েছে বিসিসিআই (BCCI)। দেশের সুরক্ষা সবার আগে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে আইপিএলের বাকি ম্যাচগুলি নিজেদের দেশে আয়োজন করার জন্য ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) আহ্বান জানিয়েছে । এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে গুজরাট টাইটান্স ১১ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। ১১ ম্যাচের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (RCB) ৮ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। ১১ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস (PBKS)। এছাড়াও ১২ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় তুলে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) শেষ চারের দৌড়ে পৌঁছানোর জন্য লড়াই চালাচ্ছে। উল্লেখ্য এক সপ্তাহ পরে পরিস্থিতি অনুযায়ী বিসিসিআই আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করার বিষয়ে আলোচনা শুরু করবে।